প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:36 AM
নাঙ্গলকোটে নিজস্ব জমির মাটি কাটতে বাধা, সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ
নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের মোস্তাফিজুর রহমান নিজের দখলীয় জমি থেকে মাটি কেটে জমির গর্ত ভরাট করতে গেলে প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি ¯’ানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ করায় এলাকাবাসীর জমি অনাবাদিসহ পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় প্রায় ১৫হাজার মানুষকে বর্ষাকালে পানিবন্দি অব¯’ায় থাকারও অভিযোগ উঠেছে।
¯’ানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের মোস্তাফিজুর রহমান গত ২১ ডিসেম্বর চিয়ড়া মৌজায় তার দখলীয় জমির আইল থেকে শ্রমিক দিয়ে মাটি কেটে জমির বিভিন্ন¯’ানের গর্ত ভরাট করছিলেন। এসময় পাশ্ববর্তী চান্দলা গ্রামের তানু মিয়ার ছেলে লিটন, এš‘ মিয়ার ছেলে সোহেল, গণি মিয়া এবং সিজিয়ারা গ্রামের আনু মিয়া ও তার ছেলে জাকের মোস্তাফিজুর রহমানের শ্রমিকদের মাটি কাটতে অবৈধভাবে বাধা প্রদান করেন। এছাড়া লিটন মাটির ব্যবসা করতে গিয়ে ট্রাকটর দিয়ে মোস্তফিজুর রহমানের জমিরও ক্ষতি সাধন করছে।
এর আগে ঢালুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিম মেম্বার পাশ্ববর্তী ২/১টি পরিবারের সুবিধার্থে রাতের অন্ধকারে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক মোস্তাফিজুর রহমানের জমির মাটি কেটে গর্ত করে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেন। অথচ সামনে কোন রাস্তা নেই। এদিকে ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিম মেইন সড়ক থেকে অবৈধভাবে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেন। এতে করে চিয়ড়া, গো-পদুয়া, সিজিয়ারা এবং পোষাই গ্রামের ১৫হাজার মানুষের বর্ষাকালে পানি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বর্ষাকালে ১৫হাজার মানুষের জমি এবং বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়ে তাদেরকে পানিবন্দি অব¯’ায় থাকতে হ”েছ । এছাড়া তাদের ক...ষি জমি অনাবাদিসহ মাছ চাষে তাদের ক্ষতির সম্মুখীন হতে হ”েছ।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, সরকারি ৮শতক খাস জমি ছিল। এই খাস জমিতে খাল ছিল। এটাকে ইউপি প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে আমার জমি থেকে মাটি কেটে দু‘পাশে রাস্তা করেন। যার ফলে আমার জমি মাথার উপর গর্ত অব¯’ায় রয়েছে। পরে শ্রমিক দিয়ে আমার জমি থেকে মাটি কেটে গর্তগুলো ভরাট করতে গেলে আমার প্রতিপক্ষ অবৈধভাবে বাধা প্রদান করে আমার শ্রমিকদের জমি থেকে উঠিয়ে দেয়। আমি জমিটি ভরাট করে আবাদি করার চেষ্টা করছি। কিš‘ তারা দি”েছ না। তারা জোরপূর্বক আমার জমিটি দখল করার চেষ্টা করছে। খালটি উদ্ধার করে এলাকাবাসীর পানি নিষ্কাশনের ব্যব¯’া করতে সরকারের সংশ্লিষ্ট কত..র্.পক্ষের নিকট জোর দাবি জানা”িছ।
চিয়ড়া গ্রামের মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা ছোট অব¯’ায় দেখে আসছি, এখানে একটি খাল ছিল। রাস্তা ছিল না। খাল দিয়ে এলাকাবাসীর পানি নিষ্কাশনের ব্যব¯’া ছিল। এখানে রাস্তা করায় আমার জমিও ৩ফুট রাস্তার মধ্যে রয়েছে। রস্তা করায় পানি নিষ্কাশনে বাধা স...ষ্টি হ”েছ। আমার জমির আইল কাটতে গেলেও তারা বাধা স...ষ্টি করে। রাস্তা করাতে মোস্তাফিজুর রহমান সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিজিয়ারা গ্রামের জসিম উদ্দিন বলেন, এখানে একটি নালা ছিল। নালাটি ভরাট করে রাস্তা করা হয়েছে। এখানে কোন রাস্তা ছিল না। নালা দিয়ে চার গ্রামের পানি প্রবাহিত হতো। রাস্তা করায় খালের পানিট কোথায় যাবে ? এটার কোন ব্যব¯’া নেই। মোস্তাফিজুর রহমানের জমির মাঝখানে রাস্তা করা হয়েছে। এ চার গ্রামের পানি কোথায় যাবে সরকারিভাবে এটার একটি সুষ্ঠ সমাধান চাই।
ঢালুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহআলম জসিম সিজিয়ারা মেইন সড়ক থেকে পূর্বদিকে ব্রিটিশ আমল থেকে একটি নালা থাকার কথা স্বীকার করে বলেন, নালাটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হলেও এখনো পানি নিষ্কাশনের ব্যব¯’া রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ সকাল দশটায় জানাজা মাহবুব আলী জাকির মৃত্যুতে জেলা ক্রিড়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা জেলা দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সাবেক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বো...
কুমিল্লায় দু'পাশে সড়কের জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান আর্থিক...
আয়েশা আক্তারদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সরকারি সড়ক ও...
কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ
জাহিদ পাটোয়ারীকুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদ...
মনোনয়ন বদলের দাবিতে কাফনের কাপড়ে মহাসড়কে বিক্ষোভ
সোহেল রানা, চান্দিনাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিব...
কনকনে শীতে কাঁপছে মানুষ, কম্বল নিয়ে হাজির লালমাই ইউএনও
মাসুদ রানা, কুমিল্লাশীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে কুমিল্লার লালমাই উপজেলায় শীতার্ত ভাস...
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে-মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ"আমার স্বপ্ন আমার কুমিল্লা" শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী বলেন, ক...