প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 12:00 AM
কুমিল্লার মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করছি—কাজী দ্বীন মোহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
জনদুর্ভোগ নিরসনে দফতরে দফতরে গণসংযোগ ও সরেজমিনে বিভিন্ন দফতর পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক এবং বিভিন্ন জনদুর্ভোগ ও সামাজিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দফতরগুলোতে সরেজমিনে যান।
দিনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় তিনি কুমিল্লা সিটি করপোরেশনে গিয়ে নগরীর যানজট সমস্যা, ফুটপাত দখল, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন ভোগান্তির বিষয় তুলে ধরে সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমের সঙ্গে বৈঠক করেন।
এ সময় কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই তার প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যেই তিনি মাঠে নেমে কাজ করছেন। তিনি ফুটপাত দখলমুক্তকরণ, টমছম ব্রিজ থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি তদারকি, রাস্তার ওপর অবৈধ দোকানঘর নির্মাণের প্রতিবাদ এবং প্রতি সাত দিনে অন্তত একবার ড্রেন পরিষ্কারের দাবি জানান।
জবাবে সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম বলেন, “আমি দায়িত্বের শেষ পর্যায়ে রয়েছি। কতটুকু কী করা সম্ভব, সেটাই এখন দেখার বিষয়। যে অনিয়মের কারণে স্বৈরাচার সরকার পালিয়ে গেছে, সেই অনিয়ম এখনো চলমান—এটি চলতে দেওয়া যায় না।” তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মোঃ নাজমুল হোসেন পঞ্চায়েত, জামায়াত যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সকালে তিনি রানির বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিকাল ৫টায় আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের উজিরপুর এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অধ্যাপক রফিকুল ইসলাম, এনামুল হক মিলন, অধ্যাপক মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখে থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ুর কারুরে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার সিবিআইয়ের তলব পেলেন দক্ষিণী...
জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতার কথা বললেন মেসি
২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে আচম...
বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, খবর ক্রিকইনফো ও...
দুটি ক্রিকেট ওয়েবসাইটের খবরেই বলা হয়েছে, ভারতে খেলতে হবে অথবা পয়েন্ট ছেড়ে দিতে হবে, এমন সিদ্ধান্তের...
ব্রাহ্মণপাড়ায় চড়াদামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস, সীমাহীন...
মোঃ আবদুল আলীম খান সরবরাহ সংকটের অজুহাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চড়া দামে বিক্রি হচ্ছে ত...
বরুড়ায় বন্ধু সংগঠনের বার্ষিক মিলনমেলায় নো স্মোকিং কার্ড প্র...
সুজন মজুমদার আর নয় মাদক—মাদকে না বলুন” এই প্রত্যয়কে সামনে রেখে বিগত বছরের ন্যায় কুমিল্লা...
বাঞ্ছারামপুরে বেশী দামে গ্যাস বিক্রি করায় জরিমানা।
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিলিন্ডার...