প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:21 AM
কুমিল্লা মুরাদনগরে উপজেলায় ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস মুরাদনগর উপজেলার আয়োজনে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ কোম্পানীগঞ্জ বদিউল আলম উ”চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। চতুর্থ দিনে উপজেলা স্কাউট সমাবেশে স্কাউটদের সাথে মতবিনিময় শেষে হাইকিং উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি।
এসময় অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশু-কিশোরদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, নেত...ত্বগুণ, দলগত কাজ, আত্মনির্ভরতা এবং মানবসেবার মানসিকতা তৈরি করতে সাহায্য করে। স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য হলো তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিকভাবে গড়ে তোলা, যাতে তারা সমাজের দায়িত্বশীল ও সৎ নাগরিক হতে পারে।
গত ৯ জানুয়ারি মুরাদনগর উপজেলা স্কাউটসের কমিশনার ও বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নাল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান রহমান। বিশেষ অতিথির ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা স্কাউটসের সম্পাদক ও কুটুমপুর উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবির।
সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান রহমান বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে চরিত্র গঠন, নেত...ত্ব ও ব্যক্তিত্বের বিকাশ, আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়া ও জাতি গঠনে শিক্ষা গ্রহণ করে। স্কাউটিং পদ্ধতি যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় সংকল্প।
উপজেলা স্কাউটসের কমিশনার মো. ময়নাল হোসেন বলেন, স্কাউট কার্যক্রমের মাধ্যমে তারা প্রক...তির প্রতি ভালোবাসা, সহমর্মিতা, সংকট মোকাবিলার দক্ষতা এবং আত্মোন্নয়নের সুযোগ পায়।
এসময় উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো আখতারুজ্জামান এলটি, উপজেলা স্কাউট সম্পাদক ও রামচন্দ্রপুর রামকান্ত উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার গবেষণা ও মূল্যায়ন মো. মিজানুর রহমান এলটি, মো. রফিকুল ইসলাম ভূইয়া এএলটি, শারমিন আক্তার এএলটি, ছবির আহমেদ এএলটি, মুরাদনগরন উপজেলা স্কাউট লিডার খালেদা আক্তার এএলটি, উপজেলা কাব স্কাউট লিডার মো. মুজিবুর রহমান,মো. রিয়াজ উদ্দিন উডব্যাজার, মো. মুজিবুর রহমান।
স্কাউট সমাবেশে বিভিন্ন ইভেন্টে উপ¯ি’ত ছিলেন কাজিয়াল রহিম রহমান উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, যাত্রাপুর উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কোরবানপুর উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জে নাইম ভূইয়া, আন্দিকোট উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোশারফ, বাঙ্গরা উমালোচন উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, তুলাগাঁও উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূঁইয়া, বইড়াকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ ও সমাবেশের প্রশিক্ষক মো আখতারুজ্জামান এলটি জানান পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশে তাঁবু কলা, শরীর চর্চা, হাইকিং, প্রাথমিক প্রতিবিধিন, দঁড়ি কাজ ,তথ্য প্রযুক্তিসহ নানান কর্মসূচী ছিল যা স্কাউটদের স্কাউটদের প্রতিভা বিকাশে সহায়তা করে সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শারীরিক দক্ষতা, শৃঙ্খলা ও যোগাযোগ দক্ষতা উন্নত করতে সক্ষম হয়েছে। ফলে স্কাউটরা ভবিষ্যতে একজন আত্মনির্ভরশীল, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠে। স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের ১৮ টি স্কাউট ও গার্ল ইন স্কাউট দল, কর্মকর্তা ও স্বে”ছাসেবক ১৬১ জন অংশ নেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত ইসলামী- কায়কোবাদ
নিজস্ব প্রতিবেদকআওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াতে ইসলামী। বিশেষ করে নির্বাচন ঘিরে আওয়ামী লীগে...
সবাই সচেতন হলে স্বৈরাচার আর মাথাচাড়া দিতে পারবে না-ড. সায়ম...
মাহফুজ নান্টুজুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা...
চৌদ্দগ্রামে বিএনপি প্রার্থী কামরুল হুদার উদ্যোগে বীর মুক্ত...
এমরান হোসেন বাপ্পিদেশ ও জনগণের অতন্দ্র প্রহরী খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জ...
ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া জ...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জস...
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মি...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান...
কুমিল্লায় সিএনজি ও অটো রিকশা স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করা...
নিজস্ব প্রতিবেদকসিএনজি স্ট্যান্ডে চাঁদা বন্ধ হবে, কোন সিএনজি চালক বিশ টাকা চাঁদা দিতে হবে না। স্থানী...