প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:34 AM
নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজে রোভার স্কাউট গ্রুপের আত্নপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রত্যেক জিনিসের উজ্জ¦ল দিক দেখবে অন্ধকারের দিকে তাকাবে না এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজে রোভার স্কাউট গ্রুপের আত্নপ্রকাশ অনুষ্ঠান ওরিয়েন্টেশন ক্লাস কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফিরোজ-উল- আলম চৌধুরী। ওরিয়েন্টেশন ক্লাস পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের এলটি।
স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যব¯’াপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্রুপ কমিটির সম্পাদক গোলাম জিলানী, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সহকারী অধ্যাপক আরবী ও ইসলাম শিক্ষা বিভাগের শরীফুল ইসলাম।
কলেজ রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী স্বর্নালী আক্তার। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের পর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যব¯’াপনা বিভাগের প্রভাষক মো. এনামুল হক।
প্রফেসর মোহাম্মদ ফিরোজ-উল- আলম চৌধুরী বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেত...ত্ব দেবে। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করতে হবে। স্কাউটিং ছাত্র- ছাত্রীদের সেবা দেওয়ার মানসিকতা সর্ম্পূন করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে।
গোলাম জিলানী বলেন, রোভার স্কাউট সদস্যরা শুধু নিয়ম-কানুন শেখে না, শেখে দায়িত্ববোধ, মানবিকতা, আত্মনির্ভরতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং একটি আনন্দময় ও শিক্ষামূলক শিক্ষামূলক আন্দোলন, এই আন্দোলনের সাথে স্কাউট সদস্যরা শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। অনুষ্ঠানে আবৃত্তি করেন আইসিটি বিভাগের প্রভাষক মো. আনোয়ার হোসেন, দেশের গান পরিবেশন করেন জয়নব আক্তার।
এসময় উপ¯ি’ত ছিলেন প্রভাষক মোমিনুল ইসলাম, মো: হাছান আহমেদ মজুমদার, ফৌজিয়া আক্তার, ওমর ফারুক, মো: নুরুল আফছার, রেশমিন জান্নাত লাকী, মো: মকবুল আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন, সাজেদা আক্তার, মো: ওমর ফারুক ভূঁঞা, মো: আলী আহামেদ, বিবি হাওয়া, মো: অহিদুর রহমান, মো: আলী আক্কাছ, নুর জাহান আক্তার, নাহিদ ফাহানা,এটিএম জিয়াইল হক, রিয়াজ মাহমুদ ভূঁইয়া, মীর সাহাব উদ্দিন, মো: সাহাব উদ্দিন, আফরোজা সুলতানাসহ শিক্ষাথীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাজী ইয়াছিন তারেক রহমানের নির্দে...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর) আসনের স...
মহাসড়কে দুর্ঘটনার কবলে মনিরুল হক চৌধুরীর গাড়ী
মাহফুজ নান্টুঢাকা থেকে কুমিল্লা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা সদর আসনের বিএনপির প্রার...
নবীনগরে প্রথম বারের মতো আবাদ হলো বারি সরিষা ২০ জাত
নবীনগর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সরিষা উৎপাদনে জেলায় দ্বিতীয় স্থানে। উপজেলাজুড়ে প...
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই-কাজী দ্বীন...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাু৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদ...
বুড়িচং উপজেলা বিএনপির উঠান বৈঠক ও দোয়া
বুড়িচং প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল...
অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর...
মহিউদ্দিন আকাশ কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সমাজকর্ম...