
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:47 AM

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান কুমিল্লা জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক
বিদেশে থাকা কুমিল্লার প্রবাসীদের নিরাপদ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ।
সোমবার (২৬ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহেদী মাহমুদ আকন্দ বলেন, রাষ্ট্র চলার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রেমিট্যান্স বা প্রবাসীদের আয়। প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা এবং উন্নয়নের কারিগর। প্রবাস যাত্রাকে সহজ-সাবলীল করার জন্য সরকারী দপ্তরে যারা রয়েছেন তাদেরকে আরো বেশি প্রবাসী বান্ধব হওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ‘সামনেই কোরবানির ঈদ। এসময় সহজে ও নিরাপদ মাধ্যমে প্রিয়জনদের কাছে রেমিট্যান্স পাঠালে পরিবারের ঈদ যেমন আনন্দের হবে তেমনি দেশের অর্থনীতিও ভালো থাকবে।’ পাশাপাশি নিজ বক্তব্যে ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ সহায়তা দেওয়া ও তাদের পরিবারের কল্যাণে সরকারি ও বেসরকারি সবার একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের সবচেয়ে অভিবাসনপ্রবণ জেলা কুমিল্লায় নিরাপদ অভিবাসন নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে সবাইকে সম্পৃক্ত করতে আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন।
বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সামসুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মধুসূদন সরকার, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ঈসমাইল হোসাইন ও প্রবাসী কল্যাণ ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ট্রেজারি শাখা) মোঃ সালমান ফার্সি, সহকারী কমিশনার (উন্নয়ন) আব্দুল্লাহ আল মামুন সহ জেলা অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের পরিচালিত বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে এডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

সন্ধ্যা নামতইে বদ্যিালয়ে বসে মাদকরে আসর, দখোর কউে নইে
কুমল্লিা সদর দক্ষণি উপজলোর বাংলাদশে-ভারত সীমান্তর্বতী এলাকার বদ্যিালয়গুলো ক্রমইে হয়ে উঠছে অনরিাপদ ও...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা হ//ত্যা না আ//ত্বহ/...

হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না-হাসনাত আবদুল্লাহ
মোঃ আক্তার হোসেনএনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোন হোন্ডা গুন্ডার রাজনীতি...

আমি চাঁদাবাজির রাজনীতি করি না সদর দক্ষিণে মতবিনিময় সভায় হাজ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই বাজার এলাকার লোকজনের...

মুক্তিযোদ্ধাদের রক্তে বিনিময়ে অর্জিত সংবিধান বাতিল হবে না...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিলিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্...

কয়কে সপ্তাহরে মধ্যে দেশে িফর বেন তারকে রহমান : ডা. জাহিদ
অনলাইন র্ভাসনকয়কে সপ্তাহরে মধ্যে দশেে ফরিবনে তারকে রহমান : ডা. জাহদিকয়কে সপ্তাহরে মধ্যে বএিনপর...
