
প্রতিবেদক: Asif Tarunav | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jul 2025, 11:07 PM

লালমাইয়ে একই পরিবারের ৪ ইয়াবা ব্যবসায়ীকে কারাদন্ড

কাজী ইয়াকুব আলী নিমেল
একটি বাড়ি ও একাধিক প্রজন্ম। মাদক ব্যবসা যেন তাদের পারিবারিক পেশা। কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফাজিলপুর গ্রামস্থ ফজুর বাড়িতে চলে আসছিল মাদকের এমনই সাম্রাজ্য। অবশেষে ৩০ বছরের অন্ধকার ব্যবসার পর আইনের মুখোমুখি হলো এই পরিবারের সদস্যরা। ভ্রাম্যমান আদালত মা-ছেলেসহ চারজনকে কারাদন্ড দিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অপরাধ স্বীকার করায় রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন-ফাজিলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শামীম (৪৩), মামুন (১৮), শামীমের মা পারভীন (৬০) ও খালা বেলায়েতুননেছা (৫০)। অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমান আদালত মাদকব্যবসায়ী শামীম ও মামুনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড- এবং তাদের মা পারভিন ও খালা বেলায়েতুন্নেছাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
ফাজিলপুর ও গজারিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে জানান, ফাজিলপুর গ্রামের এই পরিবারটি বিগত ৩০ বছর ধরে মাদকের ব্যবসা করে আসছে। প্রথমদিকে দন্ডপ্রাপ্ত পারভীনের শ্বাশুড়ী ফজু এই ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তীতে পারভীনের স্বামী দুলাল মিয়া মাদকের বেচাকেনা করতেন। বর্তমানে পারভীন, তার দুই ছেলে ও বোন এই ব্যবসায় সম্পৃক্ত। তাদের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকতো। আশেপাশের প্রতিটি গ্রামেই তাকে একাধিক বিক্রয়কর্মী রয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম বলেন, একই পরিবারের ৪ নকে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েন। দন্ড প্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় বৃহস্পতিবার রাতে ফাজিলপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। একটি পরিবারের সবাই মাদকের বেচাকেনায় সম্পৃক্ত। অপরাধ স্বীকার করায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

কুমিল্লার লালমাই বাঁশের সাঁকোতে নদী পার দুর্ভোগে স্কুল শি...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার শিকারীপাড়া, আলীশ্বর ও ভাবকপাড়ার মানুষ দীর্ঘ ৪০ বছর ধরে...

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
নিজস্ব প্রতিবেদক৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রির দায়ে কুমিল্লা নগরীতে সাহ মেডিকেল হল নামে এক প্রতি...

কুমিল্লায় জুলাই আন্দোলনে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলায় গ্রেপ্তার হয়ে...

মুরাদনগরে ট্রিপল মার্ডার তিনদিনের রিমান্ড শেষে কাল ৮ আসাম...
জাহিদ পাটোয়ারী দেশব্যাপী আলোচিত কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিট...

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ৯৯৭ কোট...
অশোক বড়ুয়াকুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৯৭ কোটি ৩১ লক্ষ ৯১ হাজার ৬৫২ টাকা...

মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় চেয়ারম্যান পলাতক ভারপ্রাপ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের কড়ুইরাঁড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় হওয়া মামলার...
