প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:42 AM
কুমিল্লা জেলা রোভার স্কাউটের তৃতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় কুমিল্লা গোমতী টাচ এ দিনব্যাপী রোভার স্কাউটের ডে ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ডে ক্যাম্প উদ্বোধন করেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী।
বিকালে কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি ও কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভা ও ৫ আগষ্ট পরবর্তী সময়ে ট্রাফিকিং দায়িত্ব পালনকারী রোভারদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. সাইফুল ইসলাম, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার উন্নয়ন ও প্রকল্প নিজাম উদ্দিন কায়সার।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সঞ্চালনা অনুষ্ঠাানে স্বাগত বক্তব্য রাখেন ডে ক্যাম্পে প্রোগ্রাম চীফ ও রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের। এতে আরো বক্তব্য রাখেন রিলায়েন্স বহুমুখী কারিগরি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার চৌধুরী, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহাম্মদ, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো.মাঈনুদ্দীন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার জনসংযোগ ও মার্কেটিং আ ছ ম শামচুছ ছালেকীন, বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার, কুমিল্লা জেলা স্কাউটের সহকারি কমিশনার ও কুমিল্লা ই হক কোচিং এর পরিচালক মো. আনোয়ার হোসেন, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার ও সহকারী অধ্যাপক সুলতান মু. ইলিয়াস শাহ, কুমিল্লা সরকারি কলেজের রোভার স্কাউট লিডার নেছার উদ্দিন, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও গার্ল ইন রোভার লিডার ফাতেমা বেগম, কুমিল্লা জেলা রোভারের যুগ্ন সম্পাদক দাউদ খান দোলন, পিআরএস দিদারুল হক রিমন, সোনার বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. আবুল কালাম আজাদ ও গার্ল ইন রোভার লিডার মোসাম্মৎ শরিফা বেগম, ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার মো. আলাউদ্দিন, রূপসী বাংলা কলেজের গার্ল ইন রোভার লিডার সেলিনা ইসলাম, চান্দিনা মহিলা কলেজের গার্ল ইন রোভার লিডার কাজী তানিয়া, কুমিল্লা আইডিয়াল কলেজের পরিচালনা কমিটির সদস্য হাফেজ আহাম্মদ সোহেল, বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার নয়ন দেওয়ানজী, গার্ল ইন রোভার লিডার সেলিনা আক্তার, সহকারি গার্ল ইন রোভার লিডার মাহমুদা আক্তার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট নূর মাহিন, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস। দিনব্যাপী ডে ক্যাম্পে কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের বিরুদ্ধে দু...
নিজস্ব প্রতিবেদকজাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযো...
তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর আসনে প্রার্থী দেওয়ার অনুরোধ হ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দলকে সংগ...
কুমিল্লার ১১টি নির্বাচনী আসনে বিচারিক কমিটির দায়িত্ব পেলেন...
অশোক বড়ুয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। আগা...
কুমিল্লা-২ আসনে বিএনপির বঞ্চিতরাও মাঠে সক্রিয়
হোমনা প্রতিনিধিসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির (ধানের শীষের) চূড়...
কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থ...
আয়েশা আক্তারকুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সো...
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে অধ্যাপক মামুনের গণস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ম...