
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 12:02 PM

শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন সাবিনা আফরোজ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও ইন্টেরিয়র ডিজাইনার সাবিনা আফরোজ। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
নতুন সভাপতি সাবিনা আফরোজ রবিবার (২০ জুলাই) বিকেলে আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে আসলে গভর্নিং বডির অন্যান্য সদস্যগন ও শিক্ষকদের পক্ষে থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও শিদলাই নাজনীন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও এগারগ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. আনিছুল হক, মো. সাইফুল ইসলাম ও মোসা. কুহিনূর আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় সাবিনা আফরোজ বলেন, এই কলেজ আমার পরিবারের গর্বের একটি অংশ। কলেজটির প্রতিষ্ঠায় আমার শ্বশুর এডভোকেট আমীর হোসেনের যে স্বপ্ন ও ত্যাগ জড়িয়ে আছে, তা বাস্তবায়নে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। একজন শিক্ষানুরাগী হিসেবে আমি সবসময়ই বিশ্বাস করি—শিক্ষা কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একজন মানুষের সামগ্রিক বিকাশের মূল ভিত্তি।
আমি চাই এই কলেজটি একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হোক। একাডেমিক মানোন্নয়নের পাশাপাশি একটি সুশৃঙ্খল, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ার পরিবেশ তৈরি করাই হবে আমার অগ্রাধিকার।
তিনি আরও বলেন, কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা কাজ করবো। আশা করি সবার সহযোগিতায় শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ আগামী দিনে আরও উজ্জ্বল অধ্যায়ে প্রবেশ করবে।
জানা গেছে, সাবিনা আফরোজ পূর্বে কলেজটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট আমীর হোসেন এবং কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আর কিউ কানিজে জোবেদার পুত্র মেরিন ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদের সহধর্মিণী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

পাকিস্তানকে উড়িয়ে ‘৯ বছরের’ খরা কাটাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদকপ্রায় ৯ মাস পর মিরপুরে হোম অব ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ। কৃত্রিম আলোয় খেলা প্রায় ১৪...

১৮৮ বছরে কুমিল্লা জিলা স্কুল, নগরীতে উৎসবের আমেজ
মাহফুজ নান্টুকুমিল্লা জিলা স্কুলের ১৮৮ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রতি ক্লাসে আলাদা...

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও শহীদ স্মৃতিস্তম্ভ সংক্রা...
অশোক বড়–য়াগতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছ...

র ্যাগিংয়েরদায়ে বহিষ্কৃতদের পক্ষে মানববন্ধন করতে এসে সাংব...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)র ্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১২ জন শিক্ষার্থীর বহিষ্কার আ...

ব্রাহ্মণপাড়ায় একযোগে খাল দখলমুক্ত অভিযান বন্যা মোকাবেলায় সচে...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং জলাবদ্...

দাউদকান্দিতে চাঁদার দাবিতে বসতঘরে হামলা ভাংচুর, মারধর ও লুটপ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়া গ্রামে চাঁদার দাবিতে বসতঘরে হামলা,ভাংচুর,লুটপা...
