প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:34 AM
৮০% রেট বৃদ্ধির দাবিতে কুমিল্লায় পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
পুরাতন রেট সিডিউল বাতিল করে ৮০ শতাংশ বৃদ্ধি করে নতুন রেট নির্ধারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও ঠিকাদাররা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মামুনুর রশীদ মজুমদার, বাসার ভূঁইয়া, কাজী মনির, মোরশেদ আলম, আব্দুল কুদ্দুস,মো: সায়েম মজুমদার,পরিমলেন্দু দাসসহ সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জোনের সভাপতি মো. নাছির উদ্দিন।
বক্তব্যে মামুনুর রশীদ মজুমদার বলেন, “২০১৭ সালের পর থেকে বারবার ভ্যাটসহ অন্যান্য ব্যয় বৃদ্ধি পেলেও আমাদের রেট এখনো পূর্বের অবস্থানে রয়েছে। একজন শ্রমিকের বেতন যেখানে ৬-১০ হাজার টাকা ছিল, এখন তা ১৫-২৫ হাজার টাকায় পৌঁছেছে। পরিবহন খরচও কয়েকগুণ বেড়েছে, অথচ পারিশ্রমিকে কোনো সমন্বয় হয়নি।"
তিনি আরও বলেন, “অন্যান্য সরকারি সেক্টরে রেট বৃদ্ধি পেলেও আমাদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হয়েছে। অথচ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মিনি ঠিকাদারদের অবদান অনস্বীকার্য।”
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে ৮০% রেট বৃদ্ধির দাবি ছাড়াও অবিলম্বে পুরাতন রেট বাতিল করে বাস্তবভিত্তিক ও যৌক্তিক নতুন রেট সিডিউল প্রণয়নের আহ্বান জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কিন্তু দাবি আদায়ে বাধ্য হয়ে দরপত্র বর্জন, এমনকি লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বন্ধের মতো কঠোর কর্মসূচি নিতে হতে পারে।”
সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়—মিনি ঠিকাদারদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করে তাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপনের পথ সুগম করা হোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ সকাল দশটায় জানাজা মাহবুব আলী জাকির মৃত্যুতে জেলা ক্রিড়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা জেলা দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সাবেক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বো...
কুমিল্লায় দু'পাশে সড়কের জায়গায় বানিজ্যিক প্রতিষ্ঠান আর্থিক...
আয়েশা আক্তারদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সরকারি সড়ক ও...
কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ
জাহিদ পাটোয়ারীকুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদ...
মনোনয়ন বদলের দাবিতে কাফনের কাপড়ে মহাসড়কে বিক্ষোভ
সোহেল রানা, চান্দিনাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিব...
কনকনে শীতে কাঁপছে মানুষ, কম্বল নিয়ে হাজির লালমাই ইউএনও
মাসুদ রানা, কুমিল্লাশীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে কুমিল্লার লালমাই উপজেলায় শীতার্ত ভাস...
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে-মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ"আমার স্বপ্ন আমার কুমিল্লা" শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী বলেন, ক...