প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 1:19 AM
কেউ যাতে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়: তাসনিম জারা
এফএনএস
জাতীয়
নাগরিক পার্টির
(এনসিপি) সিনিয়র
যুগ্ম সদস্য
সচিব ডা.
তাসনিম জারা
বলেছেন, প্রত্যেকটা
জায়গায় কিভাবে
আপনারা চিকিৎসাসেবায় বৈষম্যের শিকার হচ্ছেন, দুর্ভোগের
শিকার হচ্ছেন।
আমরা এমন
চিকিৎসা
ব্যবস্থা গড়ে
তুলবো যাতে
কেউ টাকার
অভাবে বিনা
চিকিৎসায়
মারা না
যায়। গতকাল
রোববার কেন্দ্রীয়
শহীদ মিনারে
এনসিপির ‘নতুন
বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে আয়োজিত
সমাবেশে তিনি
এ অঙ্গীকার
ব্যক্ত করেন।তাসনিম জারা
বলেন, আমরা
গতমাসে জুলাই
পদযাত্রায় গিয়েছিলাম, সেখানে আপনারা আপনাদের
স্বপ্নের ও
সমস্যার কথা
বলেছিলেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যা
সমাধানের রাজনীতি।
আমরা এমন
জরুরি চিকিৎসা ব্যবস্থা
গড়ে তুলবো
যাতে অ্যাম্বুল্যান্সে
জরুরি চিকিৎসা শুরু
হয়ে যায়।
আমরা এমন
ব্যবস্থা গড়ে
তুলবো যাতে
বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য
ডিজিটালই লিপিবদ্ধ
রাখবো। যাতে
তা হারিয়ে
না যায়।
ফলে অপ্রয়োজনীয়
টেস্ট এবং
ভুল চিকিৎসার সম্ভাবনা
কমবে। ডা.
জারা বলেন,
আমরা প্রাথমিক
স্বাস্থ্যখাত শক্তিশালী করে গড়ে তুলবো।
যাতে ঘরের
কাছে মানসম্মত
চিকিৎসা
পান। আমরা
মানসিক স্বাস্থ্যের
উন্নতি ঘটাবো।
অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা
বিভিন্ন অঞ্চলে
হৃদরোগসহ অন্যান্য
বিশেষায়িত কেন্দ্রস্থাপন করবো। চিকিৎসার
অভাবে যাতে
কারোর প্রাণহানি
না হয়
এমন চিকিৎসা ব্যবস্থা
আমরা গড়ে
তুলবো। তিনি
বলেন, আমাদের
অর্থনীতি এমন
হবে, কল্যাণমুখী
অর্থনীতি হবে
যাতে সবার
কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধু কর্মসংস্থান
নয়, এখানে
একটা চাকরি
নিশ্চিত হবে,
মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে। শুধু
বেতন খেয়ে
পড়ে বাঁচার
অবস্থা এমন
কর্মসংস্থান আমরা চাই না। এমন
কর্মসংস্থান আমরা চাই, যেখানে নাগরিকের
মর্যাদা থাকবে
এবং ভালো
করে বাঁচার
সুযোগ দেবে।
আমরা এমনভাবে
সাজাবো যাতে
ন্যায্যভাবে আমাদের ধনী-গরিবের বৈষম্য
দূর হয়।তিনি বলেন,
আমরা এমন
রাজনীতি করবো
যাতে করে
বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয়
অংশগ্রহণ করতে
পারে। আমরা
জুলাই পদযাত্রায়
প্রত্যেকটা জেলায় দেখেছি তরুণেরা কতটা
উচ্ছাস ও
উদ্দীপনা নিয়ে
যোগ দিয়েছেন।
তারা ভাবছেন
দেশের কথা।
তারা স্বপ্নদেখছেন
দেশটা পরিবর্তন
করার, দেশটা
পরিবর্তন করবে।
কিন্তু তাদেরকে
ছোট করা
হচ্ছে। তারা
পরিবর্তন আনতে
পারবে না।
কিন্তু তারা
যেই স্বপ্ন
নিয়ে রাস্তায়
নেমে জীবন
দিয়েছে সেগুলো
আমাদের লালন
করতেই হবে।
আমাদের তরুণ
প্রজন্মকে আর আমাহত করা যাবে
না। তাদের
স্বপ্নকে আর
ভঙ্গ করা
যাবে না
তাহলে আমরা
সংকটের মধ্যে
পড়বো। তরুণদের
বাংলাদেশ গড়তেই
হবে।আমরা
এমন রাজনীতি
করবো যাতে
নারীরা রাজনীতিতে
অংশ নিতে
পারে। তারা
রাজনীতি করতে
পারবে, নির্বাচনে
অংশ নিতে
পারবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-দ্বী...
নিজস্ব প্রতিবেদকভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভ...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপি...
মোঃ আক্তার হোসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্...
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভ...
মাঈন উদ্দিন দুলালকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উ...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্...
সংবাদ বিজ্ঞপ্তিকুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াটানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভ...