প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 12:45 PM
আগে ভালো মানুষ এরপর মানসম্মত শিক্ষা
বাঞ্ছারামপুর প্রতিনিধি
বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর-কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন।
৩ আগষ্ট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মোফাক্কের। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এস এম সাইদুল ইসলাম, পিএসসি (অবঃ)।
সভায় বিশেষ অতিথি ছিলেন কল্যাণ সমিতির উপদেষ্টা কর্নেল মোঃ মনিরুল ইসলাম, পিএসসি (অব:), সহ-সভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, প্রচার সম্পাদক মূর্তজা বশীর আপেল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মীর হালিম ও কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম।
শৃঙ্খলাপূর্ণ বর্ণিল আয়োজনের প্রশংসা করে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা শিক্ষার প্রসারে স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রশংসা করেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও দাতাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধান আলোচক মেজর এস এম সাইদুল ইসলাম, পিএসসি (অব), তার বক্তব্যে শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষক নিয়োগ এবং শিক্ষণ পদ্ধতির আধুনিকায়নের ওপর জোর দেন।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আগে ভালো মানুষ হতে হবে।এরপর ভালো মানের শিক্ষা গ্রহণ।' সভাপতির বক্তব্যে জনাব আবদুল আউয়াল সকলকে ঐক্যবদ্ধভাবে শিক্ষার প্রসারে কাজ করার আহ্বান জানান।
সকাল সাড়ে দশটায় থেকে শুরু হওয়া এই মতবিনিময় সভায় এলাকার শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আয়োজক কমিটি ও স্কুলের প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভাঙার আবেদন যুক্তরাষ্ট্রের
এফএনএস বিদেশগুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে শুক্রবার এক ফেডারেল বিচারকের কাছ...
মুরাদনগরে বিদ্যালয়ের রাস্তায় গর্ত করে দিয়েছে এক নারী চলা...
বেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটির কয়েকটি স্থানে গর্ত করে সে...
মুরাদনগরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সিনেমা হলের সামনে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকে...
খাল দখল ও অকেজো বিএডিসি পানি নিষ্কাশন ব্যবস্থা তিতাসে জলাবদ...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে খাল দখল করে মৎস প্রজেক্ট নির্মাণ এবং বিএডিসি’র পানি নিষ্কাশন ড্রেন...
৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ১০জন নিহত, আহত কয়েক শ,...
আসিফ তরুণঘড়ির কাটায় সকাল ১০টা ৩৮ মিনিট, হঠাৎ করে তীব্রভাবে কম্পন শুরু হল। যে যার মত হুরোহুরি করে যেখ...
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের রয়েছে বীরত্বপূর্ণ অব...
মাহফুজ নান্টুমুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদান রয়েছে। এ জেলার জেলা প্রশাসক পুল...