প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 11:16 AM
নাঙ্গলকোটে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, দম্পতি আটক
সাইফুল ইসলাম
নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে অন্ডোকোষ চেপে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় জাকির হোসেনের মেয়ে ৩জন আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামী রবিউল হোসেন (৫০) ও তাঁর স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন তার মেয়ে রৌশন আরা আক্তারকে পার্শ্ববর্তী বাড়ির কামাল হোসেনের কাছে বিয়ে দেন। বিয়ের পর কামাল হোসেন তার স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতক জমি দান কবলা করে দেন। সংসার জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। ওই জমি নিয়ে কামালের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে ওই জমিতে কামাল চাষাবাদ করতে গেলে কামালের বড় ভাই রবিউল ও তাঁর স্ত্রী রেহানা বাঁধা দেন। এ নিয়ে কামাল হোসেন ও তার শ্বশুর জাকির হোসেন এগিয়ে গেলে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও তার ছেলে নজরুল ইসলাম জাকির হোসেনকে টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি মারধর, কিলঘুষি ও অন্ডোকোষ চেপে ধরে শ^াসরোধ করে জাকির হোসেনকে আহত করে। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নিহতের মেয়ে রৌশন আরা অভিযোগ করে বলেন, তাঁর বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অন্ডোকোষ চেপে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকান্ডের সঠিক বিচারের দাবি জানান।
তবে অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করে বলেন, দীঘদিন ধরে আমারে বাড়ির জায়গা নিয়ে আমার চাচার সঙ্গে বিরোধ চলে আসছে। গত ১৫-২০ বছর ধরে এ জমিটি আমরা চাষ করে আসছি। সেই অনুযায়ী মঙ্গলবার রাতে ওই জমিতে হাল চাষ করতে গেলে আমার চাচার শ্বশুর জাকির হোসেন ও চাচা কামাল হোসেন এসে বাঁধা দেয়। এনিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার মাকে এলোপাতাড়ি পিঠাতে থাকে জাকির হোসেন ও চাচা কামাল হোসেন। পরে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দিলে যে যার মতোন করে বাড়িতে চলে যায়। পরে শুনি চাচার শ্বশুর জাকির হোসেন হার্ট এ্যাটাক করেছে। তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এখন আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। আমরাও চাই ময়নাতদন্তের মাধ্যমে সঠিক ঘটনাটি বেরিয়ে আসুক।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জাকির হোসেনের মেয়ে রৌশন আরা তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এপর্যন্ত মামলার আসামী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দু’বছর পর কুমিল্লা স্টেডিয়াম মাঠে ফিরলো ক্রিকেট
নিজস্ব প্রতিবেদকদু’বছর পর কুমিল্লা স্টেডিয়াম মাঠে গড়াল আবার ক্রিকেট। গতকাল রবিবার কুমিল্লা ১ম বিভাগ...
দেবিদ্বারে ষাট বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামের এক যুব...
কুমিল্লায় আমন ধানে ফলস স্মার্টের আক্রমণ ফলন নিয়ে দুশ্চিন্তা...
বাহার রায়হানকুমিল্লায় এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমন ধানে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ...
ব্রাহ্মণপাড়ায় ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের অনিয়মের অভিয...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের বির...
খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় হাজী ইয়াছিনের ধারাবাহি...
নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ রোগমুক্তি কাম...
শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে
সংবাদ বিজ্ঞপ্তিকাব স্কাউট’স এর সর্বোচ্চ পুরষ্কার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ এবং স্কাউট’স এর সর্বোচ্চ প...