প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jun 2025, 1:10 AM
বিশ্বের ২৩ টি বিশ্ববিদ্যালয়ের সাথে সিসিএন’র সমঝোতা স্মারক স্বাক্ষর
আবুল কালাম আজাদ
কুমিল্লার কোটবাড়ির লালমাই পাহাড়ে নান্দনিক পরিবেশে ২০১৪ইং সালে ৩০ একর নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার সময় থেকে বলা হচ্ছিল সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণামূলক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রুপায়িত করা হবে। একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার অল্প করটি বছরের ব্যবধানে বাস্তবায়নের পথে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত লক্ষ্য। বর্তমানে বিশ্বের খ্যাতিমান ২৩টি গবেষণা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়) এর সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
এই সমঝোতা স্মারকে চুক্তিগুলোর মাধ্যমে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও সতের শতাধিক শিক্ষার্থী বর্তমানে টিচিং, রিসার্চ, ট্রেইনিং, ল্যাব ডেভেলপমেন্ট, ফ্যাকাল্টি আদান-প্রদান, সকল সেক্টর উন্নয়নের সুযোগ ভোগ করছেন। এতে সমঝোতাকারী গবেষণা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠছে। পাশাপাশি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক,গবেষণা ও নলেজ শেয়ারিংয়ে বাড়তি সুবিধা পাচ্ছেন।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর কারী বিশ্বের খ্যাতিমান উচ্চ শিক্ষা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়) গুলো হলো মালয়েশিয়ার বাইনারী ইউনিভার্সিটি, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সাইন্স টেকনোলজি, ঘারা গ্লোবাল একাডেমিক রিসার্চ একাডেমি, আই এন টি আই ইউনিভার্সিটি, শিগাই ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান একাডেমিক বিজনেস লিডারশীপ, প্রেসট্রিজ ইন্সটিটিউট, চায়নার উচাং ইউনিভার্সিটি অব সাইন্স টেকনোলজি,এস এ আই এস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সেইন্ট জোসেফ, পিলিপাইনের ইউনিভার্সিটি অব নর্দাণ পিলিপাইনস,ডাভোডিল সার স্টেট কলেজ ইউনিভার্সিটি, ভোলাচান স্টেট ইউনিভার্সিটি, সাউদার্ন ফিলিপাইনেস এগ্রি বিজনেস এন্ড মেরিন ইকুয়াটিক স্কুল অব টেকনোলজি, সেবু ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটি,এডামসন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড সিটি কলেজ, এরোনেটিক্যাল এন্ড টেকনোলজিক্যাল কলেজ,ডাবাও ওরিয়েন্টাল স্টেট ইউনিভার্সিটি, ভারতের গোয়ালিওর বিকরেন্ট ইউনিভার্সিটি, জাগরান লেকসিটি ইউনিভার্সিটি, গোয়ারিও ইউনিভার্সিটি।
বর্তমানে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪বছর মেয়াদে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ত্রিপলী, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সিভিল।
৪ বছর মেয়াদে বিবিএ, এলএলবি (সম্মান), বিএ ইন ইংলিশ (সম্মান), বিএ ইন বাংলা (সম্মান), বিএসসি ইন ম্যাথমেটিক্স, বিএসসি ইন ইকোনমিক্স।
২বছর মেয়াদে এমবিএ, এমএলএম। দেড় বছর মেয়াদে এমবিএ। ১বছর মেয়াদে এমবিএ ও এলএলএম প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করানো হয়।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মো.তারিকুল ইসলাম চৌধুরী বলেন -আলহামদুলিল্লাহ, আমরা সিসিএন শিক্ষা পরিবারের সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠানেই পড়া লেখার শতভাগ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদেরকে আমরা মানব সম্পদে রুপায়িত করতে বদ্ধ পরিকর। আজকাল বিভিন্ন জায়গায় অনেক শিক্ষার্থী পড়ালেখা শেষ করে পরিবারের ভোজা হয়ে দাড়াতে আমরা দেখি। কিন্তু সিসিএন তার সম্পূর্ণ ব্যতিক্রমি করে একাডেমিক সিলেবাসকে আন্তর্জাতিক মানের গবেষণা মূলক করে তৈরি করেছি। যার ফলে সিসিএন এর শিক্ষার্থীরা একাডেমিক জীবন শেষ করে দেশ-বিদেশের সরকারি -বেসরকারি কোননা কোন সেক্টরে কর্মরত হচ্ছেন।
তিনি বলেন-কুমিল্লার কোটবাড়িতে লালমাই পাহাড়ের মধ্যে আজ আন্তর্জাতিক মানের গবেষণা মূলক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা শিক্ষার্থীদেরকে একাডেমিক সিলেবাসের পাশাপাশি ক্রীড়া,সাংস্কৃতিক ও গবেষণামুখী করতে বদ্ধ পরিকর। এতে মেধাবী ও গরীব শিক্ষার্থীদেরকে আর্থিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছি।
তিনি বলেন-ইতিপূর্বে আমাদের প্রথম সমাবর্তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমরা সাড়ে ৫শতাধিক শিক্ষার্থীকে আমরা সম্মাননা ও সনদ দিয়েছি। শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক নলেজকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে ৪টি আন্তর্জাতিক কনফারেন্স সম্পূর্ণ করেছি। সিসিএন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সগুলো দেশি-বিদেশি খ্যাতিমান গবেষণা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন-সিসিএনকে আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রুপায়িত করতে ইতিপূর্বে বিশ্বের ২৩টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। সমঝোতা চুক্তির আলোকে বিশ্ববিদ্যালয় গুলোর যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ও শিক্ষকের অভিজ্ঞতা বিনিময়, আন্তঃ বিভাগীয় সেমিনার, ওয়ার্কশপ ও সম্মেলন, যৌথভাবে গবেষণার জন্য অনুদান আবেদন, একাধিক শাখা সংযুক্ত করে শিক্ষা কার্যক্রম তৈরি, শিক্ষাগত সেরা অনুশীলন ভাগাভাগি, যৌথভাবে পিএইচডি থিসিস তদারকি, দ্বৈত ডিগ্রি ও করিডোর প্রোগ্রাম, গ্রীষ্মকালীন/শীতকালীন প্রশিক্ষণ, সম্মেলন ও উৎসবে সরাসরি/অনলাইনে অংশগ্রহণ, ফ্যাকাল্টি উন্নয়ন কর্মসূচি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা যাবে।
পরে তিনি সিসিএন শিক্ষা পরিবারের সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের গবেষণা মূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিকম্প: উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ করেছে ঢাকা বি...
ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র সমাজ টিকে থাকতে পারে...
ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড...
কুমিল্লায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলি নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর স...
হাজী ইয়াছিনের পক্ষে বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্...
নিজস্ব প্রতিবেদককান্দিরপাড় থেকে টমছম ব্রিজ সড়কে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকতের কর্মসূচি বিএনপি...
সারা দেশের মানুষ পরিবর্তনের পক্ষে মাঠে নেমে এসেছে -ড. সরও...
আবুল কালাম আজাদকুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কুম...
অশ্লীল ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হ...
আয়েশা আক্তারটিকটকের ফাঁদে সর্বনাশ! অনলাইনে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্...