
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2025, 12:54 AM

ষড়যন্ত্র মোকাবেলা করেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে

মাহফুজ নান্টু
ষড়যন্ত্র মোকাবেলা করে কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে করনীয় নির্ধারনে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুমিল্লা নগরীর রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন দল মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সম্প্রতি কুমিল্লা বিভাগের দাবি ও নোয়াখালী বিভাগ দাবি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লার জনসাধারণের কি কি করা উচিত এসব বিষয়ে উঠে আসে এবং এসব বিষয়ে পর্যালোচনা মূলক আলোচনা করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলনের অন্যতম দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়ের আহবানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, যে কোনো ভাবেই হোক কুমিল্লা বিভাগ দাবি আন্দোলন চালিয়ে যেতে হবে। কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন কুমিল্লা মানুষের প্রাণের দাবি। তবে এই বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তাতে সচেষ্ট থাকতে হবে। এছাড়া বিভাগ দাবীতে আন্দোলনে যেন অন্য কোন জেলার মানুষকে হেও প্রতিপন্ন না করা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
করণীয় বিষয়ের মধ্যে উঠে এসেছে, শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষে দিন তারিখ ও স্থান ঠিক করা, জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় করা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর একত্রিত সিদ্ধান্তে সরকারের উচ্চ পর্যায়ে সশরীরে যোগাযোগ করা এবং বিভাগ বাস্তবায়ন কোথায় আটকে আছে সেই প্রসঙ্গে জানতে চাওয়া। সভা শেষে কুমিল্লার পূবালী চত্বরে একটি মহাসমাবেশ ডাক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জহিরুল হক দুলাল, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, প্রবীন সাংবাদিক আবুল হাসনাত বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি আবদুল হক, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান সোহেল, এনসিপি কুমিল্লা অঞ্চলের মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ¦ আবদুর রহমান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ পারভেজ, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহবায়ক গোলাম সামদানী, গন অধিকার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি ফয়েজ উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, পরিবহন শ্রমিক নেতা খন্দকার কামরুল হাসান টিপু, কুমিল্লা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার দিপু, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফ উদ্দিন, যুবদল নেতা আসিফ বিল্লাহ, সমাজকর্মী জাবের হোসেন, শিক্ষক স্যাম আল মামুন, ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি আজাদ সরকার লিটন, তরুণ সমাজকর্মী ফজলুর রহমান ফাহিম, সাংবাদিক আবু সুফিয়ানসহ অন্যান্যরা।
দৈনিক কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্ত'র সঞ্চালনায় সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক সিরাজুল হক, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু রায়হান, জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ওহী তাজওয়ার, কান্দিরপাড় ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মুজাহিদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাংবাদিক বাহার রায়হান, মাহফুজ নান্টু, জহিরুল হক বাবু, ফাহিম মুনতাসিম, যুব জামায়াতের সভাপতি কাজী নজির আহমেদ, বিএনপি নেত্রী সাকিনা আক্তার, ইয়াসমিন আক্তার রুপালী, স্বপ্ন কথার রোকসানা সুখী, নারী উদ্যোক্তা এরিন, মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস, ছাত্রদল কর্মী ইয়াসিন হোসেন, প্রবাসী সোহেল রানা, যুবদল কর্মী শিব্বির হোসেন নিরব, একতাই শক্তি সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এমদাদুল হক ধীমান, লেখক তামিম আহমেদ, মানবিক কর্মী শিহাব উদ্দিন, সঙ্গীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, সংগীত শিক্ষক একরামুল হক, আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল, কণ্ঠশিল্পী ওয়াসিমসহ অন্যান্যরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

দেবিদ্বারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
মোঃ আক্তার হোসেন“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবি...

জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াঢাকার আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং নামে এক ভারতীয় না...

ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, দুর্নীত...
মো: আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল...

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে চান্দিনায় শিক্ষকদের কর্মবির...
নিজস্ব প্রতিবেদক, চান্দিনাবেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো কু...

শিশুদের সুরক্ষায় টাইফয়েড প্রতিরোধে চান্দিনায় স্কুলভিত্তিক...
সোহেল রানাকুমিল্লার চান্দিনা উপজেলায় শিশুদের সুরক্ষায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছ...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যালয় ফান্ডের পাওনা প্রায় ১৫ লাখ টাকা বুঝিয়ে না দিয়ে মঙ্গ...
