প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2025, 11:15 AM
কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একটি ওয়্যার হাউজ নির্মাণের কাজে নি¤œমানের খোয়া ব্যবহারের অভিযোগে বন্ধ আছে নির্মাণ কাজ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, মানসম্মত খোয়াই ব্যবহৃত হয়েছে।
জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুরে কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ¯œাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ আবুল বাশার ব্যবসায় শিক্ষা অনুষদের পেছনে নির্মাণাধীন ওয়্যার হাউজের সামনে দিয়ে গেলে তিনি দেখতে পান, সেখানে মেঝে ঢালাইয়ের কাজে নি¤œমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। ফলে তৎক্ষণাৎ প্রকৌশল দপ্তরের প্রকৌশলী এনে কাজ বন্ধের কথা বলেন। এই খোয়া পরিবর্তন করে অথবা সিমেন্ট বেশি দিয়ে ঢালাইয়ের কাজ করতে চাইলেও তিনি সেটি মানতে নারাজ বলে জানা যায়।
আবুল বাশার জানান, এখানে নি¤œমানের খোয়া ব্যবহারের ফলে একজন শিক্ষার্থী হিসেবে নৈতিকতার জায়গা থেকে তিনি কাজ বন্ধ রাখার কথা বলেন।
তিনি আরও জানান, এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিবর্তন করে অন্য কাউকে দিয়ে এই কাজ সম্পন্ন করতে হবে। যদি কোনো ধরনের সন্ধি স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েই কাজটি সম্পন্ন করায় তাহলে তিনি ভেবে নেবেন এটার যোগসাজশের সাথে প্রশাসনও জড়িত।
প্রকৌশল দপ্তরের তথ্যমতে, এই ওয়্যার হাউজের নির্মাণের জন্য ৮ লাখ ৫৭ হাজার ৫৬৮ টাকার টেন্ডার বরাদ্দ করা হয়। নিয়ম অনুযায়ী এর কাজ পান কামাল হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন সামীর এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
কামাল হোসেনের সাথে নি¤œমানের খোয়া ব্যবহারের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তিনি বলেন, 'এইখানে তদারকিতে সবসময় প্রকৌশলের লোকজন থাকেন। কোনো ধরনের নি¤œমানের মালামাল ব্যবহার করা হয়নি। তবে, যেহেতু অভিযোগ আসছে আমি সাইটে গিয়ে দেখব এবং এই বিষয়ে কথা বলব।'
এই ওয়্যার হাউজের কাজের তদারকিতে আছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ বিল্লাল হোসেন। তিনি জানান, দুপুরের ওই সময়টাতে তিনি নামাজের জন্য বাহিরে ছিলেন। ফলে দপ্তরে এসে অভিযোগ শোনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
নি¤œমানের খোয়া ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে সাধারণত নি¤œমানের খোয়া ছিল না। এই খোয়াগুলো ধোয়া করা ছিল না। তবে, যেহেতু অভিযোগ এসেছে আমরা বলেছি এইগুলা পরিবর্তন করে নতুন খোয়া ব্যবহার করতে। আর এইগুলা টেকনিক্যালি সিমেন্ট বাড়িয়ে দিয়ে ব্যবহার করা যাবে।' নির্মাণকাজ পুনরায় চালু হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'যেহেতু একটা সমস্যা হয়েছে এটা দপ্তর প্রধানই বলবেন এখন করণীয় কি।'
অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, 'খোয়া পরিবর্তনের জন্য বলা হয়েছে।'
সামীর এন্টারপ্রাইজকে বাদ দিয়ে নতুন প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'এটা যেহেতু কাগজপত্রাদি এবং সমস্তকিছু হয়ে গেছে, ইজিপিএ টেন্ডারও হয়ে গেছে সেহেতু প্রতিষ্ঠান পরিবর্তন করা একেবারেই সম্ভব না। তবে, নি¤œমানের খোয়া ব্যবহারের ফলে আমরা চিঠি দিব। পরিবর্তন না করে কাজ করতে চাইলে পরপর তিনটা চিঠি দিব। তবুও ভালো মানের মালামাল ব্যবহার না করলে নিয়ম অনুযায়ী এই কাজের বিল আটকে যাবে।'
এবিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোরআন শিক্ষা বাধ্যতামূলক করলে সমাজে পাপ কমে যাবে জাতীয় হা...
ভ্রাম্যমাণ প্রতিনিধিকুমিল্লা-৬ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, সব ক্ষেত্রে ক...
হাজী ইয়াছিনের স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে গুঞ্জন
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদরে আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হাজী আমিন উর-রশীদ ইয়াছিনের স...
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাতে কাঁদলেন কায়কোবাদ, কাঁদ...
মহিউদ্দিন আকাশবিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫০০ বার পবি...
এমপিদের জমিদারি প্রথা বন্ধ করতে হবে কুমিল্লায় সুজন’র গোল...
মাহফুজ নান্টুসুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা তুলে ধরতে ৬ ডিসেম্বর শনিবার কুমি...
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
নিজস্ব প্রতিবেদকবিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার মধ্য দিয়ে কুমি...
হোমনায় গ্রামবাসীর একতার অনন্য উদাহরণ সরকারি বরাদ্দ ছাড়াই ৮০...
আবদুল হক সরকারকুমিল্লার হোমনা উপজেলার মোহনপুর-ডহরগোপ গ্রামে সরকারি বরাদ্দ ছাড়াই নিজস্ব অর্থায়নে প্রা...