প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Nov 2025, 10:43 AM
অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে সুপার ওভারে জিতে ফাইনালে বাংলাদেশ ‘এ’
ক্রীড়া প্রতিবেদক
একটি ক্রিকেট ম্যাচ নাকি অন্য কিছু! উত্তেজনার উত্তুঙ্গ চূড়া কিংবা রোমাঞ্চের চূড়ান্ত সীমা, ছাড়িয়ে গেল যেন সবকিছুই। দারুণ কিছু শট, দুর্দান্ত বোলিং, একের পর এক ক্যাচ ছেড়ে দেওয়া, ফিল্ডিংয়ে অভাবনীয় ব্যর্থতা, হাতের মুঠো থেকে ম্যাচ ফসকে দেওয়া, সবকিছুর পর ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানেও আরেক দফা নাটকীয়তার পর ম্যাচের ফয়সালা হলো ওয়াইড বলে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ ‘এ।’ এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে ভারত ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়ে ট্রফির মঞ্চে পা রাখল বাংলাদেশ ‘এ’ দল।
কাতারের দোহায় শুক্রবার হাবিবুর রহমান সোহানের শুরুর ঝড় ও এসএম মেহেরবের শেষের তাণ্ডবে ২০ ওভারে ১৯৪ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় শেষ বলে বাংলাদেশ অধিনায়ক আকবর আলির চরম ভুলে তিন রান নিয়ে ম্যাচ টাই করে ভারত।
মূল ম্যাচের শেষ দিকে দারুণ বোলিং করা রিপন মন্ডল সুপার ওভারেও চমকপ্রদ বোলিংয়ে ভারতের দুই উইকেট নিয়ে নেন দুই বলেই। যেটির মানে, সুপার ওভারে ভারতের রান শূন্য।
জয়ের জন্য প্রয়োজন যখন মোটে একটি রান, বাংলাদেশের ইয়াসির আলি চৌধির উড়িয়ে মারেন ভারতের লেগ স্পিনার সুয়াশ শার্মার বল। সীমানায় অসাধারণ এক ক্যাচ নেন রামানদিপ সিং। পরের বলটি খেলতে নামেন আকবর আলি। সুয়াশ করেন গুগলি। কিন্তু বলটি রাখেন পারেননি ঠিক লাইনে। আম্পায়ার যখন দুহাত প্রসারিত করে ওয়াইডের সঙ্কেত দিলেন, আকবর তখন দাঁড়িয়ে আছেন দুহাত জোড় করে। কে জানে, প্রার্থনা করছিলেন নাকি ক্ষমা চাইছিলেন! তবে সমাপ্তিটা তার জন্য স্বস্তির। তার সতীর্থরা তখন মেতে উঠেছেন বাঁধনহারা উল্লাসে।
ম্যাচটি সুপার ওভারে গড়ায় এই আকবরের হতবুদ্ধিকর কাণ্ডেই। শেষের আগের ওভারে তিনি নেহাল ওয়াধেরার ক্যাচ ছেড়ে দেন। তবে এর চেয়েও ভয়াবহ ভুল করেন মূল ম্যাচের শেষ বলে।
জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল চার রানের। রিপন মন্ডলের বল লং অনের দিকে পাঠান মাত্রই ক্রিজে আসা ব্যাটার হার্শ দুবে। একটির বেশি রান হওয়ার কারণ নেই। তবু ঝুঁকি নিয়ে যখন দ্বিতীয় রানের জন্য ছুটছে দুই দল, ফিল্ডারের কাছ থেকে তখন বল পেয়ে গেছেন কিপার আকবর। তবে তিনি ছিলেন স্টাম্প থেকে একটু দূরে। অনায়াসেই দুটি পদক্ষেপ এগিয়ে তিনি তুলে নিতে পারতেন বেলস।
কিন্তু চাপের মধ্যে তিনি খেই হারান। গ্লাভস না খুলেই থ্রো করেন রান আউটের চেষ্টায়। বল স্টাম্পে না লেগে চলে যায় একটু দূরে। সেই সুযোগে তৃতীয় রানও নিয়ে ফেলেন দুই ব্যাটসম্যান। পরাজয়ের দুয়ার থেকে ম্যাচ ‘টাই’ করার উচ্ছ্বাসে মেতে ওঠে ভারতীয় দল।
গোটা ম্যাচেও উত্তেজনার রসদ কম ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম চার ওভারে তোলে ৪৩ রান। জিসান আলম আউট হন ১৪ বলে ২৬ রান করে।
তিনে নামা জাওয়াদ আবরার (১৯ বলে ১৩), চারে নামা অধিনায়ক আকবর আলি (১০ বলে ৯) ভালো করতে পারেননি। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে আবু হায়দার পারেননি রান করতে। দলকে তখন এগিয়ে নেন সোহান। ফিফটি করেন তিনি ৩২ বলে।
তবে ৬৫ করে সোহান আউট হওয়ার পর রানের গতিও যায় থমকে। একসময় মনে হচ্ছিল, ১৬০ রানের আশেপাশে আটকে যেতে পারে স্কোর। তখনই মেহেরবের বিধ্বংসী ব্যাটিং। এর আগে টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ রান ছিল ৩১, স্ট্রাইক রেট ছিল ৯৬.৪২, সেই তিনিই দেখান নিজের সামর্থ্য।
১৯তম ওভারে নামান ধিরের বলে চারটি ছক্কা একটি চারে তিনি তোলেন ২৮ রান। শেষ ওভারে দুটি চার ও একটি ছক্কা মারেন ইয়াসির আলি চৌধুরি, একটি ছক্কা আসে মেহেরবের ব্যাট থেকেও। ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে ৪৮ রান করে অপরাজিত থাকেন মেহেরব, ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ইয়াসির।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সোহান ৬৫, জিসান ২৬, জাওয়াদ ১৩, আকবর ৯, আবু হায়দার ০, মেহেরব ৪৮* মাহিদুল ১, ইয়াসির ১৭*; ভাইশাক ৪-০-৫১-০, গুরজাপনিত ৪-০-৩৯-২, হার্শ ৪-০-২২-১, সুয়াশ ৪-০-১৭-১, রামানদিপ ২-০-২৯-১, ধির ২-০-৩৩-১)।
ভারত ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সুরিয়াভানশি ৩৮, প্রিয়ানশ ৪৪, ধির ৭, জিতেশ ৩৩, ওয়াধেরা ৩২*, রামানদিপ ১৭, আশুতোষ ১৩, হার্শ ৩*; রিপন ৪-০-৩৫-১, মেহরব ৪-০-৩৫-০, জিসান ১-০-১৪-০, সাকলাইন ৪-০-২৬-১, আবু হায়দার ৩-০-৪৪-২, রকিবুল ৪-০-৩৯-২)। ফল: ম্যাচ টাই, সুপার ওভারে বাংলাদেশ জয়ী। ম্যান অব দা ম্যাচ: এসএম মেহেরব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-দ্বী...
নিজস্ব প্রতিবেদকভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভ...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপি...
মোঃ আক্তার হোসেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্...
ফুটপাত দখল মুক্ত করতে নাঙ্গলকোট বাজারে প্রশাসনের উচ্ছেদ অভ...
মাঈন উদ্দিন দুলালকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উ...
কুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্...
সংবাদ বিজ্ঞপ্তিকুবিতে বিজ্ঞানের বহুমুখী গবেষণা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করল বুড়িচং প্রেসক্লাব
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল...
ব্রাহ্মণপাড়ায় শীত ও কুয়াশায় ক্ষতির মুখে বোরো বীজতলা, উদ্বে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াটানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভ...