
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2025, 6:41 AM

মুরাদনগরে মাদক সম্রাট সোহেলকে ইয়াবাসহ ধরে পুলিশে দিল গ্রামবাসী

বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে সোহেল মিয়া নামের এক মাদক সম্রাট ও তার সহযোগীকে ইয়াবাসহ ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবার পাইকারী ব্যবসা পরিচালনার ফলে স্থানীয় ইয়াবা ব্যবসায়ীদের কাছে তার নাম হয়ে উঠে মাদক সম্রাট সোহেল।
বুধবার রাতে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি তিতাস এলাকায় মাদক সম্রাট সোহেল ও তার সহযোগী কাউসার আহমেদকে স্থানীয় গ্রামবাসী ইয়াবা সহ আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এসময় তাদের কাছ থেকে ৪৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক সম্রাট সোহেল মিয়া (৩২) নাগেরকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ও অপরজন মাদকসম্রাট সোহেলের প্রধান সহযোগী কাউসার আহমেদ (২৭) ডুমুরিয়া গ্রামের জুলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে সোহেল দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ব্যবসায় ও মাদকসেবন করে এলাকার নারীদের উক্ত্যপ্ত ও নির্যাতন করে আসছিল। তাকে সবাই এখন এলাকায় ইয়াবা সম্রাট সোহেল নামে চেনে। তার নামে নারী ও শিশু নির্যাতন মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপর মাদক ব্যবসায়ী কাউছারও তার চাচা সাবেক ইউপি সদস্যের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছিল। তার নামেও একাধিক মাদক মামলা রয়েছে। তাদের প্ররোচনায় পড়ে এলাকার অনেক উঠতি বয়সীর ছেলেরাও মাদকসেবী ও মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়েছে। এলাকাবাসী তাদের অনেকবার সতর্ক করার পরেও তারা গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সোহেলের নিজ বসতঘর থেকে ইয়াবা সেবনকালে ৪৮ পিছ ইয়াবাসহ সোহেল ও কাউছারকে আটক করে। পরে তাদেরকে মুরাদনগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। মাদক নির্মূলে এলাকাবাসী একজোট হয়ে কাজ করছে বলেও জানান স্থানীয়রা।
এ বিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুর রহমান বলেন, সোহেল এবং কাউসারকে স্থানীয় গ্রামবাসী ইয়াবা সহ আটক করে পুলিশে খবর দেয়। পরে তাদেরকে সেখান থেকে গ্রেফতারপূর্বক মুরাদনগর থানায় মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতের প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
এফএনএসমানবজাতির জন্য শান্তির বার্তা ও আল্লাহর অসীম রহমত নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি ক্যালেন্ডারের রব...

যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া শেকল পরিয়ে ফেরত পাঠানো হলো ৩০...
এফএনএসহাতে হাতকড়া, পায়ে শেকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। গত বৃহস্প...

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ
এফএনএসআগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে...

হাজার হাজার কোটি টাকা খরচেও বাড়েনি দেশের গ্যাসের মজুদ
এফএনএস হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও দেশে প্রত্যাশা অনুযায়ী গ্যাসের মজুদ বাড়েনি। বরং গ্যাস...

যারা এখন পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার ছিলো...
সোহেল রানালিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান...

ভনেজেুয়লোয় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি...
অনলাইন ডস্কেযুক্তরাষ্ট্ররে প্রসেডিন্টে ডোনাল্ড ট্রাম্প ভনেজেুয়লোর ভতেরে সক্রয়ি মাদক চক্রগুলোকে...
