প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:59 PM
কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হে যবুত তওহীদ ছাত্র ফোরাম কুমিল্লা শাখার আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সকালে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক এ সম্মেলনে কুমিল্লা, চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, তাঁর বক্তব্যে বলেন— “তওহীদ হচ্ছে মানুষের চিন্তা, সমাজ ও রাষ্ট্র নির্মাণের মূল ভিত্তি। আজকের ছাত্রসমাজ যদি এই একত্ববাদের দর্শনকে ধারণ করতে পারে, তবে তারা শুধু নিজেদের জীবনই নয়, পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নেতৃত্ব।” তিনি আরও বলেন, তথ্যের বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ছাত্রদের দায়িত্ব হচ্ছে সত্য, যুক্তি ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান।
তিনি বলেন— “একটি তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা, ন্যায় এবং মর্যাদা দেয়। আজকের শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না— সমাজকে বদলানোর মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সত্যের প্রতি অটল অবস্থান থাকতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতা ু এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই আদর্শ ছাত্রসমাজ গড়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কুমিল্লা জেলা ছাত্রফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসী, সোনাইমুড়ী উপজেলা ছাত্রফোরামের সমন্বয়ক হেবালেল্লাহ বিনতে হাবিব ও নোয়াখালী জেলা ছাত্রফোরামের সদস্য মো. আলামিন হোসেন।
সম্মেলঅনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কুমিল্লা অঞ্চলের আমির মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আমির মোঃ সেলিম হোসেন, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকরামা বিন খুরশীদ সম্মেলনে উপস্থিত বক্তারা নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ, শিক্ষা, শৃঙ্খলা এবং রাষ্ট্রচিন্তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাদের বক্তব্যে উঠে আসে— ব্যক্তিগত উন্নয়ন, পরিবর্তনমুখী চিন্তাধারা, আদর্শভিত্তিক নেতৃত্ব, সমাজের কল্যাণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা। শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, সৃষ্টি হয় এক প্রাণবন্ত, উৎসাহী ও আদর্শিক পরিবেশ। শেষে অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি মো. রিপন হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাজী ইয়াছিন তারেক রহমানের নির্দে...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর) আসনের স...
মহাসড়কে দুর্ঘটনার কবলে মনিরুল হক চৌধুরীর গাড়ী
মাহফুজ নান্টুঢাকা থেকে কুমিল্লা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা সদর আসনের বিএনপির প্রার...
নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজে রোভার স্কা...
নিজস্ব প্রতিবেদকপ্রত্যেক জিনিসের উজ্জ¦ল দিক দেখবে অন্ধকারের দিকে তাকাবে না এই শ্লোগানকে সামনে রেখে ক...
নবীনগরে প্রথম বারের মতো আবাদ হলো বারি সরিষা ২০ জাত
নবীনগর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সরিষা উৎপাদনে জেলায় দ্বিতীয় স্থানে। উপজেলাজুড়ে প...
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই-কাজী দ্বীন...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাু৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদ...
বুড়িচং উপজেলা বিএনপির উঠান বৈঠক ও দোয়া
বুড়িচং প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল...