প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 30 Nov 2025, 1:13 PM
উড়ন্ত জয়ে কনফারেন্স ট্রফির স্বাদ নিয়ে প্রথমবার কাপ ফাইনালে মেসিরা
একেকটি ম্যাচ যেন নতুন ইতিহাসের সীমানা। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ইন্টার মায়ামি পৌঁছে গেল আরেকটি প্রথম অর্জনের ঠিকানায়। প্রথমবার কনফারেন্স সেমি-ফাইনাল হয়ে প্রথমবার ফাইনালে উঠে প্রথমবার ইস্টার্ন কনফারেন্সের ট্রফিও জিতে গেল তারা। লিওনেল মেসিদের সামনে এবার হাতছানি প্রথমবার এমএলএস কাপ জয়ের।
মেজার লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কনফারেন্স ট্রফি জিতে নিয়েছে ইন্টার মায়ামি। এই জায়গা করে নিয়েছে তারা এমএলএস কাপের লড়াইয়ে।
মেজর লিগ সকারের ট্রফির মূল লড়াই এটিই। ইস্টার্ন কনফারেন্সের ট্রফি জয়ী মায়ামি মুখোমুখি হবে ওয়েস্টার্ন কনফফারেন্সের ফাইনাল জয়ী ভ্যানকুভার হোয়াইটক্যাপসের।নিউ ইয়কেূর বিপক্ষে বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচটিতে ফেভারিট হয়েই নেমেছিল মায়ামি। যে ধরনের ফর্মে তারা আছে, তাদের বিশাল জয়ও আদতে চমকপ্রদ নয়। তবে বিস্ময়কর হলো, পাঁচ গোলের একটিও করতে পারেননি অসাধারণ ফর্মে থাকা মেসি!
মেসি গোল না পেলেও তার স্বদেশীরা ছিলেন দারুণ উজ্জ্বল। দারুণ এক হ্যাটট্রিক উপহার দেন তাদেও আইয়েন্দে। কনফারেন্স সেমি-ফাইনালেও দুটি গোল করেছিলেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার। সেল্তা ভিগো থেকে ধারে খেলতে আসা এই ফুটবলার প্লে-অফে আট গোল করে স্পর্শ করলেন রেকর্ড।
মেসির একদমই ভূমিকা থাকবে না, তা তো আর হয় না। কনফারেন্স ফাইনালের আগেই প্লে-অফে গোল করে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত রেকর্ড গড়েছিলেন মায়ামি অধিনায়ক। কাপ ফাইনালে গোল না পেলেও একটি অ্যাসিস্ট ঠিকই ছিল তার।
কনফারেন্স ফাইনালে ১৪ ও ২৩ মিনিটেই দুই গোল করে মায়ামি এগিয়ে দেন আইয়েন্দে। প্লে-অফে এই প্রথম গোল হলো মায়ামির, যেখানে মেসির কোনো ছোঁয়া নেই। প্রথমার্ধে একটি গোল শোধ করে নিউ ইয়র্ক। পরে ৬৭ মিনিটে সিলভেতির গোলে আবার বাড়ে ব্যবধান।
শেষ দিকে সেই ব্যবধান কেবল বাড়তেই থাকে। ৮৩তম মিনিটে গোল করেন সেগোভিয়া। ৮৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আইয়েন্দে। প্লে-অফে আট গোল করে স্পর্শ করেন ২০০২ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির কার্লোস রুইসের রেকর্ড।
কনফারেন্স ফাইনাল জয়ের পর এবার মূল ট্রফির লড়াই। আগামী শনিবার ম্যাচটি হবে মায়ামির মাঠেই। নিয়মিত মৌসুমে তারা নিজেদের কনফারেন্সে পয়েন্টে এগিয়ে ছিল ভ্যানকুভারের চেয়ে। ফাইনালে যে দলই জিতুক, প্রথমবার এমএলএস কাপ জয়ের স্বাদ পাবে তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকাশসীমা বন্ধ করল ইরান
এফএনএস বিদেশ : আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ছাড়া সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়...
আকাশসীমা বন্ধ করল ইরান
এফএনএস বিদেশ : আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের উঠা-নামা ছাড়া সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়...
গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান হবে: ডেনমার্ক
এফএনএস বিদেশ : গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যে উত্তেজনা ধীরে ধীরে প্রকাশ্যে আ...
বিবাহবার্ষিকীতে ‘উপহার’ হিসেবে পেলেন ডিভোর্সের নোটিশ!
বলিউডের গ্ল্যামার জগত থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে ফের আলোচনায় অভিনেত্রী সেলিনা...
এখন নয়, আরও আগেই বিয়ে করেছেন জেফার-রাফসান!
সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর এখন টক অফ দ্যা টাউন। দুই তারকার এই বিয়ে...
আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে...