প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 9:58 PM
বুড়িচংয়ে মাশরা দরবার শরীফের ওরস জালিয়াতির মাধ্যমে বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মিথ্যা, বিভ্রান্ত মূলক তথ্য দিয়ে ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রশাসনে আবেদন করে ঐতিহ্য বাহী মাশরা হোসাইনিয়া রেজভী দরবার শরীফের ২৫বছর ধরে চলা বার্ষিক ওরস বন্ধের অভিযোগ উঠেছে। কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার এলাকার মাশরা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের এই ওরস বন্ধ করা হয়। দরখাস্তের ২৪জন স্বাক্ষরকারীর মধ্যে ২০জনের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। তাদের কাউকে ভুল তথ্য দিয়ে স্বাক্ষর নেয়া হয়েছে। কাউকে না জানিয়ে নিজেরাই স্বাক্ষর দিয়েছে। শুক্রবার বিকালে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন রেজভীয়া হোসাইনিয়া দরবারের পীর মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী। হোসাইনিয়া রেজভী দরবার শরীফের প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকার মাশরা গ্রামে রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের ওরস মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে গত ২৫ বছর যাবৎ সুশৃঙ্খল ভাবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু পরিতাপের বিষয় প্রশাসনকে ভুল মিথ্যা, ভিভ্রান্তকর তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে চলতি বছর ১৮ ও ১৯ ডিসেম্বরের ওরস মোবারককে বন্ধ করা হয়। ওরস বন্ধের জন্য দরখাস্ত করেন আমাদের প্রতিবেশী মাশরা গ্রামের কাজী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম কিবরিয়া ও কাজী মাকসুদুর রহমান। এতে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয় ৩০-৩৫ লক্ষ টাকা । এছাড়া তারা আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ছড়াচ্ছে। তিনি বলেন ওই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অবাস্তব খবর প্রচার করে আইন শৃঙ্খলা বাহিনী ও আমার মান মর্যাদা ক্ষুন্ন করছে।
সংবাদ সম্মেলনে দরখাস্তে স্বাক্ষরকারী জসিম উদ্দিন বলেন, তাকে বলেছে এলাকার উন্নয়ন কাজের জন্য দরখাস্ত,তাই স্বাক্ষর দিয়েছেন। এরকম অভিযোগ করেন আবুল কাশেমসহ কয়েকজন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আদর্শ সদরের চান্দপুর এলাকার মোঃ শাহজাহান রেজভী, আব্দুস সালাম রেজভী, বুড়িচংয়ের মিজানুর রহমান রেজভী, বুড়িচং উপজেলার নানুয়ার বাজারের মনির হোসেন রেজভী, রেজভীয়া হোসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শহিদুল্লাহ রেজভী, আদর্শ সদরের ওলিপুর এলাকার জসিম উদ্দিন রেজভী, সদরের কুতুবনগর এলাকার মোঃ আলমগীর হোসেন রেজভী, মোঃ গাজী ফারুক হোসাইন রেজভী, মধ্যম মাঝিগাছার আব্দুল জলিল রেজভী, মাশরার মোহাম্মদ আনিসুর রহমান রেজভী, বিপাড়া মালাপাড়ার আমিনুল ইসলাম রেজভী,মাশরার আবুল হাসেম, আবুল কাশেম,কাজী লিটন,কাজী মুমিনুল ইসলাম,কাজী জসিম উদ্দিন ও কাজী সোহাগ প্রমুখ।
অভিযুক্ত কাজী গোলাম কিবরিয়া বলেন,আমাদের বিরুদ্ধে তোলা এসব অভিযোগ সঠিক নয়। গ্রামবাসীর সাথে কথা বললে প্রকৃত সত্য জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের বিরুদ্ধে দু...
নিজস্ব প্রতিবেদকজাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযো...
তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর আসনে প্রার্থী দেওয়ার অনুরোধ হ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দলকে সংগ...
কুমিল্লার ১১টি নির্বাচনী আসনে বিচারিক কমিটির দায়িত্ব পেলেন...
অশোক বড়ুয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। আগা...
কুমিল্লা-২ আসনে বিএনপির বঞ্চিতরাও মাঠে সক্রিয়
হোমনা প্রতিনিধিসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির (ধানের শীষের) চূড়...
কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থ...
আয়েশা আক্তারকুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সো...
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে অধ্যাপক মামুনের গণস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ম...