প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 4:32 AM
লালমাই পাহাড়জুড়ে কাঁঠালের মৌ-মৌ ঘ্রাণ
মাহফুজ নান্টু
কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই পাহাড়জুড়ে এখন কাঁঠালের মৌ-মৌ ঘ্রাণ। জ্যৈষ্ঠ্যর শেষে আষাঢ়ে শুরুতে লালমাই পাহাড় এলাকায় প্রবেশ করলে নাকে এসে লাগে কাঁঠালের মিষ্টি ঘ্রাণ। স্থানীয়দের পাশাপাশি লালমাই পাহাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে এই পাহাড়ের কাঁঠাল অনেক পছন্দের। স্থানীয় চাহিদা মিটিয়ে রসালো এসব কাঁঠাল চলে যাচ্ছে অন্য জেলায়।
কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিন উপজেলায় অবস্থিত লালমাই পাহাড়। প্রায় ১২ মাইল লম্বা ও ৩ কিলোমিটার প্রস্থের এই পাহাড়ের এখন কাঁঠালের মৌ মৌ ঘ্রাণ। ছোট-বড় সব গাছেই কাঁঠাল ফলেছে। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শোভা পাচ্ছে কাঁঠাল। পাইকাররা এসে এসব কাঠাল নিয়ে যায়। চন্ডিমুড়া, রতনপুর, লালমাই ও বিজয়পুর বাজারে কাঁঠালের ক্রেতা-বিক্রেতায় এখন সরগরম। ছোট বড় ও মাঝারি আকারের কাঁঠালগুলো রসালো কোষগুলো তৃপ্তিদায়ক। পাহাড় ছাড়াও পাহাড়ের পাদদেশের সব বাড়িতে রয়েছে কাঁঠাল গাছ। বিভিন্ন দামে বিক্রি হয় এসব কাঁঠাল। এবার কাঁঠালের দাম আকারভেদে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত হয়।
নোয়াখালী থেকে কাঁঠাল কিনতে আসা পাইকার আবদুল ওহাব জানান, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অন্য এলাকায় কাঁঠাল শেষ হয়ে যায়। তবে লালমাই পাহাড়ের কাঁঠাল আষাঢ়ের শুরুতে পাকা শুরু করে। স্বাদ ও ঘ্রাণে অনন্য। আবদুল ওহাব দেড়শ কাঁঠাল কিনেন। গড়ে প্রতিটি কাঁঠাল তিনি দেড়শ টাকা দরে কিনেন।
ঢাকা যাওয়ার পথে রতনপুর বাজার থেকে পরিবারের জন্য দুটি কাঁঠাল কিনেন সৈয়দ রাকিব। তিনি জানান, ২শ টাকা করে দুটি কাঁঠাল কিনেছেন। তার বাবা ও দাদা কাঁঠাল পছন্দ করেন। তিনি ব্যবসায়ের কাজে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কাঁঠাল দুটি কিনেছেন।
লালমাই পাহাড় ও আশে পাশের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), সেনানিবাস, ক্যাডেট কলেজ, ফায়ারিং স্কোয়াড ও বর্ডার গার্ড সেক্টরে এবার বেশি পরিমাণে কাঁঠাল ধরেছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, নানান প্রতিবন্ধকতা পার করে লালমাই পাহাড়ের ১৩৫ হেক্টরজুড়ে উৎপাদিত হয় কাঁঠাল।এক মরসুমে অন্তত ৩ কোটি টাকার কাঁঠাল বিক্রি করেন স্থানীয় চাষী ও গৃহস্থরা। কাঁঠাল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ থেকে দেয়া হয় সব রকমের পরামর্শ। লালমাই পাহাড়ের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। এই মাটিতে কাঁঠাল ফলনের সব উপাদান রয়েছে। পাহাড় কাটা ও বন উজাড় বন্ধ করা গেলে লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন হবে বলে করেন স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রিভিউ হচ্ছে প্রার্থী তালিকা
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিভিউ হচ্ছে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা। পরিবর্তন আসতে পারে ২৫ থেকে...
ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণী ক...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বি...
ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণী ক...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বি...
চান্দিনায় ফুটওভার ব্রিজ থাকলেও চলছেই ঝুঁকিপূর্ণ পারাপার...
সোহেল রানাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনে মিয়ামী পরিবহনের...
টা্উন হল মাঠ পুলিশের নিয়ন্ত্রণে, কুমিল্লায় বিএনপির সমাবেশ ঘি...
কুমিল্লা টাউন হলে বিএনপির নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে তীব্র উত্তেজনা উৎকন্ঠা ও থমথমে...
কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় একজন অ্যাকাডেমিক ও চারজন...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ্#৩৯;আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টু২০২৫্#৩৯; এর দ্বিতীয়...