
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 4:32 AM

লালমাই পাহাড়জুড়ে কাঁঠালের মৌ-মৌ ঘ্রাণ

মাহফুজ নান্টু
কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই পাহাড়জুড়ে এখন কাঁঠালের মৌ-মৌ ঘ্রাণ। জ্যৈষ্ঠ্যর শেষে আষাঢ়ে শুরুতে লালমাই পাহাড় এলাকায় প্রবেশ করলে নাকে এসে লাগে কাঁঠালের মিষ্টি ঘ্রাণ। স্থানীয়দের পাশাপাশি লালমাই পাহাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে এই পাহাড়ের কাঁঠাল অনেক পছন্দের। স্থানীয় চাহিদা মিটিয়ে রসালো এসব কাঁঠাল চলে যাচ্ছে অন্য জেলায়।
কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিন উপজেলায় অবস্থিত লালমাই পাহাড়। প্রায় ১২ মাইল লম্বা ও ৩ কিলোমিটার প্রস্থের এই পাহাড়ের এখন কাঁঠালের মৌ মৌ ঘ্রাণ। ছোট-বড় সব গাছেই কাঁঠাল ফলেছে। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শোভা পাচ্ছে কাঁঠাল। পাইকাররা এসে এসব কাঠাল নিয়ে যায়। চন্ডিমুড়া, রতনপুর, লালমাই ও বিজয়পুর বাজারে কাঁঠালের ক্রেতা-বিক্রেতায় এখন সরগরম। ছোট বড় ও মাঝারি আকারের কাঁঠালগুলো রসালো কোষগুলো তৃপ্তিদায়ক। পাহাড় ছাড়াও পাহাড়ের পাদদেশের সব বাড়িতে রয়েছে কাঁঠাল গাছ। বিভিন্ন দামে বিক্রি হয় এসব কাঁঠাল। এবার কাঁঠালের দাম আকারভেদে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত হয়।
নোয়াখালী থেকে কাঁঠাল কিনতে আসা পাইকার আবদুল ওহাব জানান, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অন্য এলাকায় কাঁঠাল শেষ হয়ে যায়। তবে লালমাই পাহাড়ের কাঁঠাল আষাঢ়ের শুরুতে পাকা শুরু করে। স্বাদ ও ঘ্রাণে অনন্য। আবদুল ওহাব দেড়শ কাঁঠাল কিনেন। গড়ে প্রতিটি কাঁঠাল তিনি দেড়শ টাকা দরে কিনেন।
ঢাকা যাওয়ার পথে রতনপুর বাজার থেকে পরিবারের জন্য দুটি কাঁঠাল কিনেন সৈয়দ রাকিব। তিনি জানান, ২শ টাকা করে দুটি কাঁঠাল কিনেছেন। তার বাবা ও দাদা কাঁঠাল পছন্দ করেন। তিনি ব্যবসায়ের কাজে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কাঁঠাল দুটি কিনেছেন।
লালমাই পাহাড় ও আশে পাশের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), সেনানিবাস, ক্যাডেট কলেজ, ফায়ারিং স্কোয়াড ও বর্ডার গার্ড সেক্টরে এবার বেশি পরিমাণে কাঁঠাল ধরেছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, নানান প্রতিবন্ধকতা পার করে লালমাই পাহাড়ের ১৩৫ হেক্টরজুড়ে উৎপাদিত হয় কাঁঠাল।এক মরসুমে অন্তত ৩ কোটি টাকার কাঁঠাল বিক্রি করেন স্থানীয় চাষী ও গৃহস্থরা। কাঁঠাল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ থেকে দেয়া হয় সব রকমের পরামর্শ। লালমাই পাহাড়ের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। এই মাটিতে কাঁঠাল ফলনের সব উপাদান রয়েছে। পাহাড় কাটা ও বন উজাড় বন্ধ করা গেলে লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন হবে বলে করেন স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

দুই একটা দলের সঙ্গে আলাপ করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে...
মোঃ আক্তার হোসেনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দুই-...

আগস্টে অপরাধ বেড়েছে কুমিল্লায়
অশোক বড়–য়াকুমিল্লায় জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে অপরাধের মামলা বেড়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ...

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা উসমান গনী সুমন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক বিদেশে চাকরির লোভ দেখিয়ে সাধারণ মানুষকে মানবপাচার ও মাদক পরিবহনের কাজে ব্যবহার...

কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা, আসামির স্বীক...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সু...

নগরীর কালিয়াজুড়ির নিখোঁজ ব্যক্তির মরদেহ পাওয়া গেল বদরপুরে
নিজস্ব প্রতিবেদকনিখোঁজের একদিন পর জামশেদ ভুইয়া (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

সৌদীতে 21 হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার
এক সপ্তাহের বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ২১ হাজার ৩৩৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। আবাসিক, শ্রম...