প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 12:33 PM
চূড়ান্ত লিগ্যাল নোটিশ
বিগত ০৭/১২/২৫ ইং তারিখে ০৫টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত আইনগত গণ বিজ্ঞপ্তি জারি করার পরও অপরাধীদের অপরাধ কর্মকাণ্ড বন্ধ না হওয়ার প্রেক্ষিতে বিগত ১৮/১২/২৫ইং তারিখে জিআর-৮৫০/২৪ ইং মামলায় বিজ্ঞ ০১ নং আমলী আদালতে শুনানী অন্তে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক সকল জনসাধারণ ও সংশ্লিষ্ট অপরাধীদেরকে সতর্কতা করার নিমিত্ত্বে আমি আমার নিম্ন বর্ণিত মোয়াক্কেল কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই মর্মে অত্র প্রতিবাদ ও আইনগত জরুরি গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করছি যে, আমার মোয়াক্কেল মওদুদ আব্দুল্লাহ শুভ্র (৩৬), জাতীয় পরিচয়পত্র নং- ২৮০৪৫১৬৮৪৩, জন্ম তারিখ- ০১/০৯/১৯৮৮খ্রী, সাং- ওয়ার্ড নং- ০৪ (কুসিক), হোল্ডিং নং-৭৩, পুরাতন চৌধুরী পাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিম), বাসার নাম- আলোছায়া (২য় তলার ২য় ভবন), কুমিল্লা প্রধান ডাকঘর, পোষ্ট কোড-৩৫০০, কুমিল্লা আদর্শ সদর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, পেশা- জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষানবীশ আইনজীবী, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ফার্মের একক স্বত্বাধিকারী। আমার মক্কেল বিগত ১৮/১২/২৫ইং তারিখে রাষ্ট্র বা সরকার পরিচালিত কুমিল্লা কোতয়ালী মডেল খানায় এফআইআর (৮ জন এজহার নামীয় বেপরোয়া সন্ত্রাসীসহ ৫-৬ জন অজ্ঞাতনামা আসামী) জিআর-৮৫০/২৪ ইং [ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৩৮৫/৫০৬(২) দন্ড বিধি, ১৮৬০। মামলায় বিজ্ঞ ০১ নং আমলী আদালতে সংযুক্ত ০১) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ১ম আইনগত গণ বিজ্ঞপ্তির পেপার কাটিং, ২) জিআর ৮১২/২৫ ইং মামলার রেফারেন্স (ধারা-৩৯২/৩৪ দন্ড বিধি, ১৮৬০), ও সি.আর-৩৬/২৪ইং (দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা) ০৩) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়রকৃত বিভিন্ন জিডি এর কপি, ০৪) হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে প্রদানকৃত চাঁদা দাবী ও জান মালের হুমকির স্কীন শর্ট ও ০৫) দস্যুতার মামলায় শারীরিক আঘাত প্রাপ্ত হইয়া চিকিৎসা নেওয়ার এমসিসহ শুনানী অন্তে বিজ্ঞ আদালতে নজরে সক্ষম হয়েছি যে, আমার মক্কেল কর্তৃক দায়েরকৃত বিভিন্ন আমলযোগ্য মামলা ও জিডি এর অজ্ঞাত ও সংশ্লিষ্ট অপরাধীরা রাষ্ট্র পরিচালিত মামলার গতিবিধি পরিবর্তন করার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে এবং আমার মক্কেলকে প্রতিনিয়ত জান ও মালের ক্ষতিসাধনের হুমকি ধমকি দিয়ে আসছে। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ ০১ নং আমলী আদালত কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত আসামীদের গ্রেফতারপূর্বক তদন্ত প্রতিবেদন প্রেরণ করার আদেশ প্রদান করেন। যাহার স্মারক নং ডিআর-১৯৮৪/২৫, তাং-২১/১২/২৫ইং
আমার মক্কেল ইতোমধ্যে উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে কতেক জ্ঞাত/অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় তাহার ও তাহার পরিবার এর নিরাপত্তা সংক্রান্ত অনলাইনে রেকর্ডভুক্ত জিডি ও এসডিআর অভিযোগ কপি দাখিল করিয়াছে। যাহার নং ১৪১৮ (সাইবার বুলিং ও বিবিধ অপরাধের নিরাপত্তা সংক্রান্ত), তাং ১৯/১১/২৫ইং ও ১৮৮২ (নিরাপত্তা সংক্রান্ত), তাং ২৬/১০/২৫ ইং ননএফআইআর মামলা দায়ের যাহার নং ২০/২৫ ইং বিজ্ঞ ০১ নং আমলী আদালতে জিআর-৮৫০/২৪ইং (জখমীসহ বিবিধ অপরাধ), জিআর-৮১২/২৫ইং (পরিকল্পিত দস্যুতা সংক্রান্ত) ও দ্রুত বিচার আদালতে সিআর-৩৬/২৪ইং (চাঁদাবাজীসহ বিবিধ গুরুতর অপরাধ), সাইবার অভিযোগ-৩২৭ এবং কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর বরাবরে আমার মক্কেল এর দায়েরকৃত জিআর মামলা সমূহের কপিসমূহ ও থানার নিরাপত্তা সংক্রান্ত রেকর্ডভুক্ত জিডি মামলা সমূহের এজহার নামীয় আসামীদের নাম ঠিকানাসহ ও অজ্ঞাতনামা আসামীদের উল্লেখ করে এবং সাইবার বুলিং অপরাধ যে সংগঠিত করে তাহার স্কীনশর্ট কপিসহ উক্ত বিষয়ক থানার জিডির কপি দিয়ে স্মারক লিপি অপরাধীদের বিরুদ্ধে সুবিচার প্রাপ্তির আশায় "স্মারক লিপি কপি প্রদান করা হয় যাহার নম্বর ২২৮৭৫, তাং ০২/১২/২৫ ইং ও পুলিশ সুপার স্মারক নাম্বার- ৭১৪৮/গ। এছাড়াও কোম্পানী কমান্ডার র্যাব-১১ সিপিসি-২, কর্ণেল জিএস কুমিল্লা, ডিজিএফআই (কুমিল্লা সেনানিবাস), যুগ্ম পরিচালক কুমিল্লা এনএসআই বরাবর সহ বিভিন্ন আইনগত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে অভিযোগ অবহিতকরণ করিয়া সকল কাগজাত দাখিল করা হয়। আমার মক্কেল এর দায়ের করা সকল মামলাসমূহ দণ্ডবিধি আইনে আমলযোগ্য অপরাধ। উক্ত দায়ের করা জি.আর মামলাসহ দ্রুত বিচার আইনের মামলায় এজহারনামীয় আসামীসহ অপরাধের সহযোগী অজ্ঞাতনামা আসামীগণ (নারী ও পুরুষ) সকলকে সংশ্লিষ্ট মামলায় এবং সরকার পরিচালিত মামলায় বিরোধিতা যদি কোন ব্যক্তি বিশেষ অথবা কোন সোর্স বে-আইনী কোন সংস্থা মামলার গতিবিধি পরিবর্তন করতে বিভিন্ন তথ্য বিভ্রান্তি, সামাজিক পরিসরে রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ও ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য বা মন্তব্য করে কাউন্টার মিথ্যা মামলার অপপ্রচারসহ সরাসরি কর্মস্থল ও বাসস্থানের আশেপাশে সক্রিয় ভাবে অবস্থান করে ইতোপূর্বে বহু অপরাধ সংগঠিত করেছিল ও মামলা সকল জিআর মামলা প্রত্যাহার ও তাদেরকে চাঁদা না দিলে সামনের দিকে জান মালের ক্ষতি সুনিশ্চিত করবে বলিয়া চেনা, জানা অপরিচিত ব্যক্তি বিশেষদের মাধ্যমে বার্তা এবং সরাসরি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের মিথ্যা পরিচয় নামধারী কিছু ব্যক্তি বিশেষকে উপস্থিত করিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান করে।
এমতাবস্থায় উক্ত মামলার আসামীসহ একাধিক রাষ্ট্রবাদী মামলার পলাতক ও জামিনপ্রাপ্ত আসামীগণসহ আসামীদের সহযোগীতাকারী অজ্ঞাত নারী ও পুরুষ আসামীগণ যারা আর্থিক বেআইনী চুক্তিতে তথা কথিত বেআইনী "স্যার গ্রুণের ধারাবাহিক অপরাধসহ প্রতিনিয়ত সামাজিক পরিসরে মিথ্যা হয়রানীমূলক ক্ষতিকর সম্মানহানীমূলক তথ্য বিভ্রাপ্তিসহ ধর্মীয় "শুভ্র" নামের বিকৃতি ও উস্কানীমূলক বক্তব্য দিয়ে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চক্রান্ত তারাও অনাবশ্যক আসামীদের সহযোগীতাকারী আসামী বলে পুলিশ প্রশাসন এছাড়াও তারা প্রকাশ্য ও অপ্রকাশ্য সামাজিক যোাযোগ মাধ্যম নিবন্ধিত ও অনিবন্ধিত ফেইক আইডিসহ অফলাইনে অগ্রীমভাবে মামলা প্রত্যাহার করতে ও পুনরায় চাঁদা দাবীর জন্য তথা বিভ্রান্তি এবং বিভিন্ন মানুষ দ্বারা গুজব ছড়ানো গুপ্তচরগীরিসহ ভয়ঙ্কর ব্ল্যাইকমেইলিং করে আমার মক্কেল মামলার বাদী মওদুদ আবদুল্লাহসহ তার পরিবারকে হত্যা চেষ্টা করা বা পরিকল্পনা করা বা আগামীতে বাস্তবায়ন করবে ও আদালতের আদেশ মূলে উক্ত সরকার পরিচালিত মামলার অপরাধের ইন্ধনদাতা উস্কানিদাতা হিসেবে বিবেচিত হবে। ইতিমধ্যে বাদী পেশাজীবি ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রর সাথে ঘটে যাওয়া অপরাধ ও আসামী চক্রসহ তাদেও ইন্ধনদাতা তথা কথিত স্যার গ্রুপের বিরুদ্ধে সাংবাদিক মহল মওদুদ আবদুল্লাহ শুভ্র এর দায়ের করা আমলযোগ্য মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক প্রকাশিত জাতীয় ও দৈনিক পত্রিকা, একাধিক নিউজ পোর্টালসমূহ অনলাইন নিউজ পেপারসহ স্যাটেলাইট ভিডিও নিউজ চ্যানেলে আসামীদের অপরাধ ও ধারাবাহিক অপরাধ সংক্রান্ত নিউজ বহু বার প্রকাশিত হয়। যাহা পুলিশ প্রশাসনের সব মহল, ডিবি, পুলিশ, কুমিল্লা সেনাবাহিনী, কুমিল্লা র্যাব-১১, কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা ডিজিএফআই, কুমিল্লা এনএসআই, ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সকল পেশাজীবী, রাজনৈতিক মহল, মানবাধিকার কর্মী ও সংস্থাসহ সাধারণ মানুষ ইতিমধ্যে অবগত হন। ১ম আইনগত গণ বিজ্ঞপ্তিতে প্রকাশিত অপরাধমূলক কর্মকাণ্ড করিলে তাহারও বর্ণিত মামলার সহযোগী আসামী হিসেবে চিহ্নিত হইবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনুসারে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ইহা সকল প্রকার ষড়যন্ত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে অপরাধ বন্ধকরণসহ সকল প্রকার সংঘটিত অপরাধের প্রতিবাদ জানিয়ে চূড়ান্ত লিগ্যাল নোটিশ যাহা পুনরায় জনস্বার্থে সতর্ক বার্তা সর্ব স্বীকৃতভাবে প্রচারিত করণের নিমিত্ত্বে প্রকাশ করা হইল।
বিঃ দ্রঃ অত্র প্রতিবাদ ও আইনগত গণবিজ্ঞপ্তির একটি অনুলিপি আমার সেরেস্তায় ভবিষ্যৎ প্রয়োজনার্থে সংরক্ষিত রহিলেক। এছাড়াও কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, জেলা প্রশাসক, কুমিল্লা সেনাবাহিনী, র্যাব-১১ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থায় উক্ত লিগ্যাল নোটিশের অনুলিপি অবহিতকরণসহ বিজ্ঞ আদালতে চলমান মামলা সমূহের নথীর সাথে সংযুক্ত করা হইলেক। ইতি, তাং- ০১/০১/২০২৬ ইং।
ধন্যবাদান্তে-
মোঃ সেলিম মিয়াহ
এডভোকেট জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলা সমন্বয়ক আটক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বলে ওসিকে হুমকি দেওয়া...
মুরাদনগরে সাংবাদিক মনির হোসেন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
মুরাদনগর প্রতিনিধিমুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন খানের আত্মার মাগফির...
নরসিংহ বিগ্রহ মন্দিরের নাট মন্দিরে সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লা ছাতিপট্টি শ্রী শ্রী নরসিংহ বিগ্রহ মন্দির এর নাট মন্দিরে শুক্রবার সাধারণ সভা...
চাঁদপুরের ৫ আসনে ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
কাজী নজরুল ইসলামআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫ আসনে যাচাই-বাছাই শেষে ৪৬ জনের মধ্যে ১...
নবীনগরে কৃষক প্রশিক্ষণ ও সার বিতরণ
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্...
চৌদ্দগ্রামে মাদরাসার নবনিযুক্ত প্রধান শিক্ষককে ফুল দিয়ে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ...