প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 8:44 AM
আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
অশোক বড়–য়া
২৬ জুন (বুধবার) থেকে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
এ বছর কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় মোট ১২০টি কেন্দ্রে এই তিনটি পরীক্ষায় মোট ৪৩,৮৩৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৫,৪৪৯ জন। আলিম পরীক্ষায় ২৫টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪,৫৬৭ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ১৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩,৮৩৭ জন। এইচএসসি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ বেশি। ছাত্র ১৫,৩৪৭ জন, আর ছাত্রী ২০,১০১ জন। আলিম ও ভোকেশনাল পরীক্ষায়ও একই চিত্র দেখা যাচ্ছে।
তবে পরীক্ষার্থী না থাকায় হোমনা ও মুরাদনগর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার কোনো কেন্দ্র স্থাপন করা হয়নি। এছাড়া ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী না থাকায় হোমনা, লাকসাম, মেঘনা, তিতাস, সদর দক্ষিণ ও লালমাই উপজেলাতেও কেন্দ্র রাখা হয়নি।
নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত দায়িত্ব বণ্টন করা হয়েছে। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের মোবাইল ফোন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লাসহ ছয়টি জেলার ১৯২টি কেন্দ্রে মোট ১ লাখ ১হাজার ৭৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৪২,৭৪১ জন এবং ছাত্রী ৫৯,০০৯ জন, যা ছাত্রীদের অংশগ্রহণে ১৬,২৬৮ জন বেশি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২৬,২৩৮ জন, মানবিক বিভাগে ৪৭,৯৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭,৫৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী:কুমিল্লা জেলা: ৭৮টি কেন্দ্রে ৩৫,৪৫০ জন।চাঁদপুর জেলা: ৩১টি কেন্দ্রে ১৪,৭০৭ জন।ব্রাহ্মণবাড়িয়া জেলা: ২৯টি কেন্দ্রে ১৩,১২৫ জন।নোয়াখালী জেলা: ২৬টি কেন্দ্রে ১৭,৮৭৯ জন।ফেনী জেলা: ১২টি কেন্দ্রে ১০,৫৭২ জন এবং লক্ষ্মীপুর জেলা: ১৬টি কেন্দ্রে ১০,০১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নাসরিন জানিয়েছেন, “এইচএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কীভাবে হবে মীমাংসা
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছানোর জন্য অন্তর্ব...
চান্দিনা স্টেডিয়াম মাঠে এখন ছাগল চরে সংস্কারের অভাবে ধুঁকছে...
সোহেল রানাকুমিল্লার চান্দিনা উপজেলার ক্রীড়াপ্রেমীদের প্রাণকেন্দ্র ছিল চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্...
ব্রাহ্মণপাড়ায় শিশু আরসিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা, বড় বোন...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। রাগের বশে নিজের ছোট...
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষকদের...
মো. আনোয়ারুল ইসলামদশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও রাজধানীর শাহবাগে শিক্ষক আন্দোলনে পুলিশের হামলার প্...
সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মাহবুবুল হক ভু...
কুমিল্লা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৯ নভেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাস...