প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jan 2026, 10:13 AM
ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আধুনিক কুমিল্লা গড়তে সুযোগ চাই - কাজী দ্বীন মোহাম্মাদ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনের কর্মসূচির শুরুতে তিনি ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর রেলগেইট এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, অঞ্চল পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আইআর আশিক আহমেদ শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে জগন্নাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নেন। সেখানে বক্তব্য রাখেন মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ওয়ারাসা ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান মোঃ ওয়াদিদুর রহমান চৌধুরী, মহানগরীর শুরা সদস্য অধ্যাপক জাকির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি ডাঃ মাহফুজুর রহমান, ইউনিয়ন যুববিভাগের সভাপতি আব্দুল কুদ্দুস, যুব বিভাগের চকবাজার অঞ্চল পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, ধনেশ্বর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন ও শ্রমিক নেতা অধ্যাপক মাওলানা মনসুর ইয়াহিয়া।
এরপর তিনি ২ নং ওয়ার্ডের আরও একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সন্ধ্যায় গলিয়াড়া দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিরবাজার এলাকায় নলকুড়ি উঠান বৈঠকে বক্তব্য রাখেন কাজী দ্বীন মোহাম্মাদ। বক্তব্যে তিনি বলেন, “৫৪ বছর বিভিন্ন দলকে ভোট দিয়েছি। এখন ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছি। ক্ষমতা নয়, দায়িত্ব নেব। আধুনিক কুমিল্লা গড়তে সুযোগ চাই।” তিনি আরও বলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মাদ (সাঃ) যেভাবে শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেভাবে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ করতে হবে। তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন করেন—“গোলামি না আজাদী?” উত্তরে উপস্থিতি বলেন আজাদী, আজাদী।
উক্ত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, এডভোকেট আরিফুজ্জামান, ইউনিয়ন আমীর মাওলানা আজহারুল ইসলাম তানভির, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই, মাস্টার সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন খোকন মজুমদার, মোস্তফা কামাল, মোঃ জামাল ও ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন প্রমুখ। দিনব্যাপী নির্বাচনী এলাকায় প্রচারণার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশ নেন কাজী দ্বীন মোহাম্মাদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইসিএল শফিক ডিবির হাতে গ্রেপ্তার হাজার হাজার গ্রাহকের টাকা...
নিজস্ব প্রতিবেদকহাজার হাজার গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা আইডিয়াল কো-অপারেটিভ...
মক্তব থেকে ঘরে ফেরা হলো না মুরাদনগরের শিশু লিসার
পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, যুবক আটকবেলাল উদ্দিন আহাম্মদকুমিল্লার মুরাদনগরে মক্তব শেষে...
ভিক্টোরিয়া কলেজ এক্স রোভার এসোসিয়েশনের আয়োজনে শীতবস্ত্র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এক্স রোভার স্কাউট এসোসিয়েশনের আয়োজনে কুমিল্লা আদর্শ...
উত্তরায় অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের এক পরিবারের ৩ জনের মৃত্যু...
এমরান হোসেন বাপ্পিরাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপ...
ব্রাহ্মণপাড়ায় পৌষসংক্রান্তি মেলায় ফিরেছে গ্রামীণ জীবনের রঙ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রামীণ ঐতিহ্যের ধারক পৌষসংক্রান্তির মে...
কুমিল্লায় চোরাচালান বিরোধী অভিযানে তৎপর বিজিবি
সীমান্তবর্তী এলাকা থেকে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ আয়েশা আক্তারকুমিল্লা সীমান্ত এলাকায় অভিযা...