প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 9:28 AM
লাকসামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বৃক্ষমেলা উদ্বোধন
লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর আলম মজুমদার, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার জন্য এক অনিবার্য প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও জলাধার ধ্বংসের ফলে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে পুকুর-জলাশয় রক্ষা, গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, পরিবেশকে রক্ষা করে একটি বাসযোগ্য ও সবুজ লাকসাম গড়ে তোলার প্রত্যয়ে চলতি বর্ষা মৌসুমে আমরা ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি যা আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন হবে৷
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে ফিতা কেটে ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের বিরুদ্ধে দু...
নিজস্ব প্রতিবেদকজাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযো...
তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর আসনে প্রার্থী দেওয়ার অনুরোধ হ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দলকে সংগ...
কুমিল্লার ১১টি নির্বাচনী আসনে বিচারিক কমিটির দায়িত্ব পেলেন...
অশোক বড়ুয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। আগা...
কুমিল্লা-২ আসনে বিএনপির বঞ্চিতরাও মাঠে সক্রিয়
হোমনা প্রতিনিধিসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির (ধানের শীষের) চূড়...
কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থ...
আয়েশা আক্তারকুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সো...
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে অধ্যাপক মামুনের গণস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ম...