প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:04 AM
দেবিদ্বারে পার্লার থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে পার্লার থেকে তাহারিয়া তাবাসসুম নাদিয়া (১৯) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলা গেইট সংলগ্ন ওমেন্স পারসোনা বিউটি পার্লার থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের সফিকুল ইসলামের দ্বিতীয় মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তাহারিয়া তাবাসসুম নাদিয়া উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে লেখাপড়ার পাশাপাশি গত দেড় বছর ধরে কাজ শিখছেন দেবিদ্বার উপজেলা গেইট সংলগ্ন ওমেন্স পারসোনা বিউটি পার্লারে। সোমবার রাতে প্রতিদিনের মত কাজ শেষে পার্লারের মালিক ও পার্লার কর্মীরা ঘুমাতে যায়। রাত প্রায় ১টার দিকে সৌদিআরব থেকে কাউছার নামের এক যুবক পার্লারের কর্মী শাহিনুর আক্তারকে ফোন দিয়ে বলেন দ্রুত নাদিয়ার খোঁজ নিতে বলেন। ওই সময় শহিনুর ঘুম থেকে উঠে নাদিয়ার রুমে গিয়ে তাকে না পেয়ে পার্লারের বারান্দায় যায়। ওই সময় বারান্দার দরজা বাহির থেকে বন্ধ দেখতে পেয়ে পার্লারের মালিক সীমা রানী পালকে বিষয়টি জানান। পরে উপস্থিত সকলে নাদিয়াকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে বাড়ির মালিক মানিক চন্দ্র পালকে বিষয়টি জানালে তিনি একটি রেন্স নিয়ে এসে বারান্দার দরজা ভেঙ্গে নাদিয়াকে বারান্দার গ্রিলের সাথে ওরনা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ওমেন্স পারসোনা বিউটি পার্লার মালিক সীমা রানী পাল বলেন, নাদিয়া প্রায় সময়ই ফোনে কথা বললেও বিষয়টি তার ব্যাক্তিগত হওয়া আমরা কখনো এ বিষয়ে জানতে চাইনি। কিন্তু রাত ১টায় কাউছার নামে এক সৌদি প্রবাসী আমাদের এক কর্মীকে ফোন দিয়ে নাদিয়ার খোজ খবর নিতে বলেন। ধারনা করা হচ্ছে ওই ছেলের সাথে নাদিয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি আমরা পুলিশকে জানালে ভোরে এসে লাশ নিয়ে যায়।
তাহারিয়া তাবাসসুম নাদিয়া বাবা সফিকুল ইসলাম বলেন, আমি ঢাকা একটি হোটেলে চাকুরী করি, আমার মেয়ের মৃত্যুর খবর শুনে সকালে থানায় আসি। কি কারনে আমার মেয়ে আত্মহত্যা করলো এখনো জানতে পারিনি। এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এছাড়া তার পরিবারের পক্ষথেকে এখনো কেউ কোন অভিযোগ করে নাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার ৭টি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
অশোক বড়ুয়া গতকাল মঙ্গলবার কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যা...
তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও ইয়াবা উদ্ধার
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তুলসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে।...
চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল স...
চান্দিনা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন সহ দুই...
কুমিল্লা নগরীর যানজট নিরসনে কুসিক প্রশাসকের সরেজমিন পরিদর্...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশা...
লালমাইয়ে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লালমাই উপজেলায় ক...
চৌদ্দগ্রামে করপাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শামীমা হকের রা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র...