প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:13 AM
সদর দক্ষিণে মাটি চুরিতে বাধা দেয়ায় জমির মালিকের হাত-পা ভেঙে দিয়েছে মাটি সিন্ডিকেট
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের লালবাগে পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে কৃষিজমির মাটি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাহাদুর নামের এক মাটি সিন্ডিকেটের বিরুদ্ধে।
বেপরোয়া এই মাটি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললেই হামলার শিকার হচ্ছেন জমির মালিকরা। ফসলি জমির মাটি কেটে নেয়ার কারণে যেমনিভাবে জমির উর্বরতা নষ্ট হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও। গভীর রাত থেকে ভোরবেলা পর্যন্ত ড্রামট্রাকে চলে এই মাটি বহন। মহাসড়কের পাশে ফসলি জমির অবস্থান হওয়ায় মালিকদের ঘুমে রেখেই রাতে আঁধারে চুরি করে কেটে নিয়ে যাচ্ছে ফসলি জমির মাটি। চুরি করে ফসলি জমির মাটি সহকারে ড্রামট্রাক আটক করে প্রশাসনের নিকট হস্তান্তর করায় সম্প্রতি জামাল উদ্দিন নামের এক জমির মালিককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে মাটিখেকো বাহাদুর সিন্ডিকেট।
মাটি সিন্ডিকেটের হামলায় আহত জমির মালিক জামাল উদ্দিন জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ রাস্তার মাথা সংলগ্ন গোত্রশাল দিঘিরপাড়ে আমার ফসলি জমির লাখ লাখ টাকার মাটি চুরি করে নিয়ে গেছে বাহাদুর সিন্ডিকেট। আমার ফসলি জমি রক্ষার্থে সম্প্রতি রাতজেগে পাহাড়া দিয়ে মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনটি ড্রামট্রাক হাতেনাতে আটক করি। আটককৃত ড্রামট্রাকগুলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এসিল্যান্ড অফিসে জমা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাটি সিন্ডিকেট সুয়াগাজী সুবর্ণপুরের বাহাদুরের নেতৃত্বে ভাটপাড়ার সুজন, ফারুক, বুলু সহ ৪০/৫০ জনের একটি বাহিনী লাঠিসোটা, এসএস পাইভ, রড দিয়ে পিটিযে় জমির মালিক জামাল উদ্দিনকে হাত-পা ভেঙে দেয়। পিটিয়ে আহত করার পর তাকে গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী ভাটপাড়ায় নির্জন স্থানে একটি ঘরে আটকে রাখে। স্থানীয় লোকজন জামাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে তার স্বজনদের খবর দেয়। পরবর্তীতে স্বজনরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গ্রামের অসহায় কৃষকদের মাটি চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফসলি জমির মালিক জামাল উদ্দিনের পক্ষ থেকে হামলাকারী মাটি খেকোদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, জব্দকৃত ড্রামট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার ৭টি আসনে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
অশোক বড়ুয়া গতকাল মঙ্গলবার কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যা...
তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও ইয়াবা উদ্ধার
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তুলসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে।...
চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল স...
চান্দিনা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন সহ দুই...
কুমিল্লা নগরীর যানজট নিরসনে কুসিক প্রশাসকের সরেজমিন পরিদর্...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রশা...
লালমাইয়ে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লালমাই উপজেলায় ক...
চৌদ্দগ্রামে করপাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শামীমা হকের রা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র...