
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 10:01 AM

অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক ডিপ্লোমা প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু

মো.জাকির হোসেন
কুমিল্লা - সিলেট মহাসড়কের চরবাকর মসজিদের সামনে বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মোটরসাইকেল চালাক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মোঃ সাইদুল ইসলাম (২৫) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগে মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার ২৫ জুন দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা । তিনি কংশনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত নবী উল্লাহর ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল কলেজে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকুরী খোঁজছিলেন।
নিহতের চাচা আব্দুল মতিন ও স্থানীয় ইউপি সদস্য ফারুক আব্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানায়,কোম্পানিগঞ্জে ব্যবসার কাজ শেষ করে বাড়ির দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়।
প্রত্যক্ষদর্শী সাখাওয়াত ইসলাম জানান, সাইদুল ইসলাম দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, তার মাথায় কোনো হেলমেট ছিল না। দুর্ঘটনার পর মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যায় এবং মগজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত সবার সহায়তায় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে পাওয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাইনি। পরে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

কুমিল্লায় ৪ মাজারে হামলা-অগ্নিসংযোগ: পুলিশের মামলায় আসামি অজ...
“আমরা মামলার তদন্ত শুরু করেছি। কিছুদূর কাজ করি, তারপর বিস্তারিত বলা ঠিক হবে।” কুমিল্লার হোমনা উ...

দেশজুড়ে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস
দেশজুড়ে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও...

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোর
ভারত আর ওমানের ম্যাচটি দিয়ে আজ শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপপর্ব। তবে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোর...

ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
অনলাইন ভার্সন যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ে হঠাৎ ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে ভাব...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয় আকস্মিকভাব...

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগা...
নাঙ্গলকোট প্রতিনিধি কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামের বহুল আলোচিত আলাউদ্দিন মেম্বার হত্যা ম...
