প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 12:07 AM
দাঁড়িপাল্লার পক্ষে পাড়ায় মহল্লায় ঘুরছেন নায়েবে আমীর অধ্যাপক মামুন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর পক্ষে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলা ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে গণসংযোগ এ উপস্থিত ছিলেন, মহানগরীর নায়েবে আমীর একে এম এমদাদুল হক মামুন, ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ্পরান, ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী তাজুল ইসলাম, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জলিল, ওয়ার্ড সেক্রেটারি জনাব ফয়েজ আহমেদ, ওয়ার্ড সহকারী সেক্রেটারি জনাব মবিন আহমেদ, ওয়ার্ড অর্থ সম্পাদক ফাহাদ হোসেন,অফিস সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, ইয়ামিন,তুহিন দূর্গাপুর মধ্যেপাড়া ইউনিট সভাপতি মোঃ আব্দুল খালেক, সেক্রেটারি জুম্মন। ৫নং ওয়ার্ড সেক্রেটারি জনাব মহিউদ্দিন, ছাত্রশিবির সভাপতি সোহেল রানা,সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ
গণসংযোগে অধ্যাপক মামুন বলেন
কুমিল্লা যে কোন কাজের টেন পার্সেন্ট এমপি কে দিতে হয় আমাদের এমপিকে দিতে হবে না
সকল ধর্মের উপকৃত হবে, নারি বিশ্ববিদ্যালয় হবে এবং নিরাপত্তা ব্যবস্থা দেবে, কৃষকদের সুদমুক্ত ঋন দেবে, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ,ন্যায় ইনসাফের বাংলাদেশ, এ দেশ পরিবর্তনের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ,
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া এলাকায় এক জনসভা করেন। বিকাল তিনটায় শুরু হওয়া এ জনসভায় স্থানীয় সামাজিক সংগঠন, পেশাজীবী ও দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সহকারী সেক্রেটারি আবুল কাশেম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সবুজ বলেন, “বিগত সময়ে মানুষ ভোট দিয়েছে ঠিকই, কিন্তু একজনে একাই একশোুদুইশো ভোট দিয়েছে এটাই ছিল স্বৈরাচারী সরকারের চিত্র। আমরা বিগত ষোল বছর প্রকৃত অর্থে ভোট দিতে পারিনি। আজ মানুষ পরিবর্তনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও স্বৈরাচারী শক্তির দোসররা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন কোরআনের আয়াত ও রাসুল (সা.)ুএর জীবনের উদাহরণ তুলে ধরে বলেন, অসহায়, নারী, শিশু ও মজলুমদের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। তিনি বলেন, “আইন সবার জন্য সমান। জুলুমকারীদের এ দেশে ঠাঁই হবে না। জনপ্রিয়তা কখনো স্থায়ী নয়—এটি ওঠানামা করে।” তিনি মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও হত্যামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, আজকের প্রজন্মকে শুধু ৭১ুএর চেতনার কথা বলে নয়, ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্রে সরকার ও বিরোধী দল দুটোই প্রয়োজন। জনগণের রায়ে যিনি নির্বাচিত হবেন তাকেই স্বাগত জানানো হবে। একই সঙ্গে সুদভিত্তিক অর্থব্যবস্থা যে সমাজ ও মানুষের জন্য ক্ষতিকর, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুববিভাগ সভাপতি গোলাম আযম জুয়েল, ইউনিয়ন সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলাম, মাস্টার মো. আব্দুল হামিদ, হাফেজ মাওলানা সালাউদ্দিন, ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা ফজর আলী বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দলের না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই
কুমিল্লায় নির্বাচনী সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানআয়েশা আক্তারবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা....
মুরাদনগরের কৃষকদের মুখে হাসি ফুটালেন সাবেক মন্ত্রী কায়কোবা...
মহিউদ্দিন আকাশসেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমি...
তিতাসের সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে মুরাদনগরের জাহাপুর...
কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের বিতর্ক উৎসব অনু...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযো...
ছাত্র জনতার বিপ্লবে প্রধানমন্ত্রী থেকে বায়তুল মোকাররমের খত...
মাঈন উদ্দিন দুলাল ৩৬ জুলাই ছাত্র-জনতার মাধ্যমে দেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে, একটি মৌলিক দাবির...
একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে বিএনপি জোট সমর্থিত সংসদ সদস্য প্...