প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2025, 10:12 AM
কুমিল্লা সদর উপজেলা বিএনপি'র উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান”
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান”-২০২৫ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় আদর্শ সদর উপজেলা বি.এ. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বি.এ.মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল কাইয়ুম।
প্রধান অতিথিত বক্তব্যে রেজাউল কাইয়ুম বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনের কর্ণধার। আজকের এই বয়সে তোমরা যেসব জ্ঞান অর্জন করছো, তা-ই একদিন তোমাদের সুশিক্ষিত, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে।
এই সময় তিনি আরও বলেন, আমরা চাই এই স্কুল সারা বাংলাদেশের মধ্যে একটি নামকরা স্কুল হিসেবে পরিচিতি লাভ করুক, দেশের উন্নয়ন করতে হলে সন্ত্রাস জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে হলে ভালো নেতৃত্বের প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এই স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ, অনেক সংগ্রাম রয়েছে। সততা, দায়িত্ববোধ, নৈতিকতা, এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে তোমরা যদি সৎ হও, পরিশ্রমী হও, তাহলে তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী তৈরি হবে।
তোমাদের প্রতি আহ্বান — পড়াশোনার প্রতি মনোযোগ দাও, পরিবার ও দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করো।
সদস্য সচিব তার বক্তব্যে তুলে ধরে বলেন, সহিংসতা পরিহার করে শিক্ষার্থীরা যেন সহানুভূতিশীল সহযোগিতা যৌক্তিক ইতিবাচক কার্যক্রমে অংশগ্রহণ করে সেটাই তাদের স্বার্থক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব শফিউল আলম রায়হান, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সাবেক যুগ্ন আহবায়ক এয়ার আহমেদ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি মোঃ ফরিদ আহম্মদ লিটন, লন্ডন প্রবাসী রাশেদুল হক রিয়াদ, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রান্স প্রবাসী মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, কে হোসেন টিভি স্বত্বাধিকারী মোঃ কামাল হোসাইন, বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দরা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে হামদ, নাতে রাসুল ও প্রবন্ধ দিয়ে শুরু হয়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ জাকির হোসাইন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটার...
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’ ও প্রোপাগান্ডা মেশিন বলে আখ্যা দিলেন মার্কিন প...
ফের সংকট চরমে
গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে ফের সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের সঙ্গেই জুলাই...
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...