
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2025, 10:47 AM

ভিক্টোরিয়ায় জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে নেই কোন আন্দোলনকারী ছাত্র প্রতিনিধি

ভিক্টোরিয়া প্রতিনিধি
স্বৈরাচারবিরোধী চব্বিশের গণআন্দোলনে শহীদ আবু সাঈদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তবে এ কর্মসূচিতে দেখা যায়নি গতবছরের জুলাই আন্দোলনের মুখ হয়ে ওঠা কোনো ছাত্র প্রতিনিধিকে। দেখা যায়নি সারাদেশে প্রথম ছাত্রলীগের হামলার শিকার ভিক্টোরিয়া কলেজের তামিমসহ আন্দোলনের সম্মুখ সাড়ির শিক্ষার্থীদের কাউকে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন তাদের কাউকেই জানানো হয়নি আলোচনা সভার বিষয়ে।
জানা গেছে, খ শ্রেণিভুক্ত রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি শিক্ষক ও শিক্ষার্থীদের উভয়ের জন্য ছিল। কিন্তু বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ সভা হয়। এতে কোন শিক্ষার্থী বা আন্দোলনকারীকে দেখা যায়নি। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা।
বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ড. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী সোহরাব হোসেন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রাণীবিদ্যার ড. মহিউদ্দিন শাহজাহান, রসায়ন বিভাগের অধ্যাপক ফৌজিয়া রহমান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল হক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম রহমান, ব্যবস্থাপনা বিভাগের খালিদ মাহমুদ, অধ্যাপক আমেনা বেগম প্রমুখ।
তবে গতবছরের ১২ জুলাই ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী তামিমকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তামিম বলেন, কেউ আমাকে অনুষ্ঠান সম্পর্কে জানায়নি। এদিকে আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করা সমন্বয়ক ফরহাদ হোসেন জারিফ, জাহিদ হাসান, ফখরুল ইসলাম ও রাকিবুল ইসলামসহ অন্তত ১০ জন জানান, এমন কোন আলোচনা সভার কথা তারা শুনেননি।
শিক্ষক পরিষদের সম্পাদক গাজী সোহরাব হোসেন বলেন, এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মে আছে। কিন্তু কলেজের যে সার্বিক পরিস্থিতি তাতে আমরা কাউকে খবর দেয়ার বা বলার সেরকম পরিস্থিতি ছিল না। তবে আমরা আন্দোলনকারীদের তালিকা ধরে কল দেয়া উচিৎ ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আন্দোলনকারীদের নিয়ে আরেকটি প্রোগ্রাম করবো। সাধারণ শিক্ষার্থীদের বলতে আমরা বিভাগীয় প্রধানদের বলেছি। কিন্তু অনেকে বলেননি। তিনি বলেন, আমার ২০ মিনিটে প্রোগ্রাম শেষ করেছি। এক মিনিট নিরবতা পালন করেছি। প্রিন্সিপাল স্যার সামান্য একটু বক্তব্য রেখেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

উন্নয়ন কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়নের নির্দেশ
অশোক বড়–য়াগতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।...

দেবিদ্বারে শশুরের সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ জামাইয়ের লা...
মোঃ আক্তার হোসেননিখোঁজ হওয়ার এক মাস পর শশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ। ঘটনাটি ঘটেছে দেবিদ্...

ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির জের
মো. আবদুল হক সরকারকুমিল্লার হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি...
ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লো আর্জেন্টিনা ও ব্রাজিল
বিশ^কাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে একই রকম ফল ছিল ব্রাজিল আর্জেন্টিনার। একটি জিতে একটি হেরে বিশে...
সুপার ফোর নিশ্চিত করলো পাকিস্তান
ছোট পুঁজি নিয়েও বড় জয় তুলে নিলো পাকিস্তান। দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে আন...
সমালোচকদের কড়া জবাব দিলেন মালাইকা
ক্যারিয়ার বা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে হয়-এমনই অভিজ্ঞতা শেয়ার...
