
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:55 AM

দাউদকান্দিতে চাঁদার দাবিতে বসতঘরে হামলা ভাংচুর, মারধর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঙ্গাউড়া গ্রামে চাঁদার দাবিতে বসতঘরে হামলা,ভাংচুর,লুটপাট এবং পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
মামলার বিবরণে জানা যায় আঙ্গাউড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ কবির হোসেন (৪০), মৃত মহসিন মিয়ার ছেলে মোঃ রাজীব মিয়া (৩৫), মো. মজিবুর রহমানের ছেলে মোঃ সুমন মিয়া (৪০), মৃত মহসিন মিয়ার স্ত্রী মোছাঃ নাসিমা আক্তার (৫৫), মৃত শাহজালালের ছেলে, মোঃ ডালিম মিয়া (৩৫), মৃত আবদুল বাতেনের ছেলে মোঃ ফয়সাল (৩০), তিতাস উপজেলার গোপালপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মনির হোসেনসহ (৪৫) তাহাদের তিন থেকে চারজন অজ্ঞাত সহযোগী সহযোগী প্রথমে গত বছরের ২৬ ডিসেম্বর সকাল ১০টায় মামলার বাদী আনোয়ার হোসেনের ওপর হামলা চালায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করলে বিবাদীগণ আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ধারালো দা. লোহার রড ও লাঠি সোটা এবং দেশীয় তৈরি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত ঘরে অনাধিকার প্রবেশ করে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে এবং বসতঘরে হামলা চালায়,ব্যাপক ভাংচুর করে, বাসায় থাকা সর্বস্ব লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যের পিটিয়ে আহত করে। লোহার রড দিয়ে পিটিয়ে মামলার বাদীকে হত্যার চেষ্টাও চালায়। অলিখিত ননজুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক বাদী ও বাদীর স্ত্রীর কাছ থেকে স্বাক্ষর নেয়।স্থানীয় লোকজন এগিয়ে আসলে সকল বিবাদী ক্ষিপ্ত হয়ে উপস্থিত স্বাক্ষীদের প্রকাশ্য মেরে ফেলার হুমকি দেয় , বাদীসহ স্বাক্ষীদের ভবিষ্যতে বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। বেশী বাড়াবাড়ি করলে বাদীর পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করবে । মর্মে হুমকি দিয়ে ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বাড়ী থেকে বের করে দেয়। পরে স্বাক্ষীগণ বাদী এবং বাদীর পরিবারের সদস্যদের গুরুতর আহতবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে বাদীকে আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এমতবস্থায় বাদী আসামিদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাদী চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ৯৭/২৫ নাম্বার একটি পিআর, ৯ মার্চ ১৬৭ নম্বর একটি সিআর মামলা দায়ের করেন। পেন্নাই মৌজায় জেএল নং সাবেক ১৯০, বিএস ১৮০, খতিয়ান নং সাবেক ৭৩/১১৯, আর.এস ১৮১, চূড়ান্ত বিএস খতিয়ান- ২৪২১, খতিয়ান ভুক্তঃ সাবেক দাগ নং ২৬৯১, ৩৩২৫ হাল দাগ নং ৮৫৪৬, দাগে ভিটি ৩.৭৫ (তিন দশমিক পঁয়ষস্ট্রি) শতক বসত বাড়ি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

পাকিস্তানকে উড়িয়ে ‘৯ বছরের’ খরা কাটাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদকপ্রায় ৯ মাস পর মিরপুরে হোম অব ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ। কৃত্রিম আলোয় খেলা প্রায় ১৪...

১৮৮ বছরে কুমিল্লা জিলা স্কুল, নগরীতে উৎসবের আমেজ
মাহফুজ নান্টুকুমিল্লা জিলা স্কুলের ১৮৮ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রতি ক্লাসে আলাদা...

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও শহীদ স্মৃতিস্তম্ভ সংক্রা...
অশোক বড়–য়াগতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছ...

শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলে...
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের...

র ্যাগিংয়েরদায়ে বহিষ্কৃতদের পক্ষে মানববন্ধন করতে এসে সাংব...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)র ্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১২ জন শিক্ষার্থীর বহিষ্কার আ...

ব্রাহ্মণপাড়ায় একযোগে খাল দখলমুক্ত অভিযান বন্যা মোকাবেলায় সচে...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং জলাবদ্...
