
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2025, 9:54 AM

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে মোসা: জান্নাতুল ফেরদৌস (১০) ও ফাতেমা ইয়াছমিন (০৯) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল অনুমান ১১টায় উপজেলার চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামে। নিহত জান্নাতুল ফেরদৌস একই ইউনিয়নের নগর শরীফ গ্রামের গ্রামের মো: আব্দুল কাদেরের মেয়ে এবং ফাতেমা ইয়াছমিন একই গ্রামের মো: দাউদ হোসেনের মেয়ে। তারা উভয়ে স্থানীয় লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে চতুর্থ ও তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুরে লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সংবাদ পেয়ে নিহতদের বাড়ীতে গিয়েছি। তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। আমরা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। পরিবার চাইলে প্রয়োজনে আইনগত সহায়তা দেওয়া হবে।”
এদিকে একসাথে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতদের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগনবিদারী চিৎকারে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

লালমাইয়ে ছাত্রলীগ নেতা নোমান গ্রেফতার
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ...

৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড়
জাহিদ পাটোয়ারীপ্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৯টি সোনা, ৫টি রৌপ্য ও ১১টি ব্...

আত্মসমর্পণের পর আউয়াল খানসহ ৮ ছাত্রদল নেতা কারাগারে
মোঃ আক্তার হোসেনকুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক...

মহানবী (স.) কে কটুক্তি করায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থ...
সজিব মাহমুদমহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় কুমিলা ভিক...

চান্দিনায় ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি আটক শ্রমিক...
চান্দিনা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে তিন রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আট...

সদর দক্ষিণে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-২০
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায়...
