প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:41 PM
বরুড়ার প্রতিবেশীর বিরুদ্ধে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ
বরুড়া প্রতিনিধি
গত ২৫-শে জুলাই শুক্রবার বরুড়া উপজেলার ০৪-নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়ায় একই বাড়ির প্রতিবেশীর বিরুদ্ধে সম্পত্তি নিয়ে বিরোদ্ধে জেরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে অভিযোগ দাখিল করা হয়েছে ।
মোসলেম উদ্দিন-পিতা মৃত গফুর আলী তার অভিযোগে বলেন, তার প্রতিবেশী রমিজ উদ্দীন ও তার পরিবারের সদস্যরা আমার প্রতিবেশী। আমাদের বসতবাড়ির সীমানার পাশে অভিযুক্তদের বসতবাড়ি, আমরা আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জায়গায় দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছি।
গত ২৫-০৭-২০২৫- ইং বিকাল আনুমানিক ৪-ঘটিকার সময় অভিযুক্তরা আমাদের বসতবাড়ির জায়গায় জোর পূর্বক তাদের ঘর নির্মাণ করার জন্য নির্মাণ সামগ্রী নিয়া আসিয়া আমাদের একটি একচালা ঘর ভেঙ্গে আনুমানিক ৫০০০০ টাকার ক্ষতি সাধন করে।
উক্ত বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করিলে তাহারা শালিসের মাধ্যমে বিষয় টি সমাধান করে দিবে বলিয়া জানায়।
গত ২৫-০৭-২০২৫-ইং সকাল আনুমানিক ৯-ঘটিকার সময় মুগজী গ্রামের জনৈক শাহজালালের দোকানের সামনে শালিসে উপস্থিত হইলে, আমরা কোন কিছু বুঝে উঠার আগেই রমিজ উদ্দিন ও তার সহযোগীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করিয়া মারাত্মকভাবে জখম করে এবং পকেটে থাকা ব্যবসায়িক ২০ ০০০ টাকা নিয়ে যায়। আহত প্রত্যেক কে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাই,এবং থানায় এসে একটি অভিযোগ দাখিল করি, আহতরা সকলেই এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্টো হামলা কারীদের বাড়িতে রাতের অন্ধকারে কে বা কাহারা হামলা করেছে আমরা জানি না, হামলার সময় আমরা আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। এখন এই হামলার বিষয়ে আমাদের বিরুদ্ধে বরুড়া থানায় একটি অভিযোগ দিয়ে আমাদের মামলাটিকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।
অন্যদিকে অভিযুক্ত একই বাড়ির প্রতিবেশী রমিজ উদ্দিনের স্ত্রী মঈফুল বেগম জানান --২৫--তারিখ রাত্রে রমিজ বেপারী বাড়িতে তাদের বসবাসরত ঘরে আনুমানিক ১-১১-মিনিটে রাতের আধারে বিভিন্ন ধরনের দেশীয় অশ্র নিয়ে দা-চেনি ইত্যাদি দিয়ে বসত ঘর ভাংচুর করে ভয়-ভীতি সৃষ্টি করে। এ বিষয়ে রমিজ বেপারীর স্তী--মইফুল বেগম অভিযোগ করেন, মোসলেম মিয়া -পিতা গফুর আলী, জয়নাল আবেদীন -পিতা-আহম্মেদ, মেহেদী হোসেন-পিতা-মোসলেম মিয়া,সহ আরও কয়েকজন মিলে এ হামলা পরিচালনা করেন। মামলার কারনে আমাদের বাড়িতে কোন পুরুষ ছিলো না, আমরা ৯৯৯ ফোন দিলে বরুড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে, হামলাকারীরা টের পেয়ে পালিয়ে যায়। এছাড়াও মইফুল বেগম আরও জানান গতকাল ২৫-শে জুলাই সকাল ৯.৩০-মিনিটে আমরা যখন আমাদের একটি ঘর মেরামত করতে যাই --অভিযোগ কারীরা লুট-পাট ও ভাংচুর করে, গাল-মন্দ করে এতে বাধা দিলে তারা আমাদের কয়েকজন কে কিল-গুষি ও মারধর করে, এ বিষয়ে রমিজ বেপারী বাদী হয়ে বরুড়া থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৮ আসনে বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের বিরুদ্ধে দু...
নিজস্ব প্রতিবেদকজাল কাগজপত্র ব্যবহার করে একটি বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযো...
তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর আসনে প্রার্থী দেওয়ার অনুরোধ হ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দলকে সংগ...
কুমিল্লার ১১টি নির্বাচনী আসনে বিচারিক কমিটির দায়িত্ব পেলেন...
অশোক বড়ুয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কুমিল্লা জেলায় নির্বাচনী উত্তাপ বাড়ছে। আগা...
কুমিল্লা-২ আসনে বিএনপির বঞ্চিতরাও মাঠে সক্রিয়
হোমনা প্রতিনিধিসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির (ধানের শীষের) চূড়...
কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থ...
আয়েশা আক্তারকুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সো...
কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে অধ্যাপক মামুনের গণস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ম...