লক্ষণপুর-বাংলাবাজার সংযোগ সড়কে ভোগান্তির অবসান করলো জামায়াত
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর -বাংলাবাজার সংযোগ সড়কের অনেক জায়গা ইট ও খোয়া উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে বন্ধ হয়ে গেছে ভারী যান চলাচল। ছোট যানবাহন চললেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।মানুষের চরম ভোগান্তির সংবাদ গণমাধ্যমগুলোতে ও সোশ্যাল মিডিয়া ফেসবুকে বার বার আলোচনায় আসলেও টনক নড়ছেনা সংশ্লিষ্ট দপ্তরের। তাই মানুষের ভোগান্তির কথা ভেবে নিজ অর্থায়নে ওই সড়কটি সংস্কার করছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও লাকসাম- মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
রবিবার (২৮সেপ্টেম্বর) দিনব্যাপী তার অর্থায়নে ইট, বালু আর খোয়া দিয়ে সংস্কার করা হয় সড়কটি।
এর আগেও তিনি লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২০-২৫টি গ্রামীণ সড়ক সংস্কার করেছেন তার অর্থায়নে। শিক্ষার্থীদের উপবৃত্তি, অসহায়দের চিকিৎসাসেবাসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর রয়েছে অবদান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে সড়কটির সংস্কার করা হয়।২০২৪ সালের ভয়াবহ বন্যায় সড়কটি ক্ষতবিক্ষত হয়ে যায়।
মাহফুজ নামে এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই সড়কটির এই বেহাল অবস্থা। এটি সংস্কারে জনপ্রতিনিধি/সংশ্লিষ্ট দপ্তরের কেউ এগিয়ে আসেনি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও লোকমুখে জেনে সড়কটির সংস্কারে এগিয়ে আসেন অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
সড়ক সংস্কারের সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো ফয়েজুর রহমান, সরসপুর ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি নুরুন্নবী, শ্রমিক নেতা আলা উদ্দিন,কবির আহমেদ সোহেল, ছাত্র নেতা মাহবুবুর রহমান, আলী আজগর, জামায়াত নেতা হাবীবুর রহমান প্রমুখ।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.ফয়েজুর রহমান বলেন-আমি সরসপুর ইউনিয়নের সন্তান। লক্ষণপুর- বাংলাবাজার সংযোগ সড়কটি সরসপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করা হলেও সড়কটি সংস্কারে কেউ এগিয়ে আসেনি।কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও লাকসাম- মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী সড়কটি সংস্কারে ইট,বালু ও খোয়া পাঠিয়েছেন।আমরা উপস্থিত থেকে সড়কটি সংস্কার করে দিয়েছি।তিনি বলেন জামায়াতে ইসলামীর নেতাদের অন্যতম কাজই হলো সমাজ ও মানুষের ভাগ্যন্নয়নে কাজ করা।লক্ষণপুর -বাংলাবাজার সংযোগ সড়কটি সংস্কার তারই একটি অংশবিশেষ।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও লাকসাম- মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন,আমরা মহান আল্লাহর সন্তুষ্টি ও তাঁর মনোনীত দ্বীন কায়েম করার জন্য কাজ করি। লক্ষণপুর- বাংলাবাজার সংযোগ সড়কটির দুর্দশার কথা বারবার বিভিন্ন মাধ্যমে জানার পর সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছি।
সামাজিক দায়বদ্ধতায় মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে এ কাজ করছি।আমাদে শক্তি সামর্থ দিয়ে আগামী দিনেও লাকসাম - মনোহরগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে যাবো,ইনশাআল্লাহ।
ক্যাটেগরি:
বৃহত্তর কুমিল্লা
ট্যাগ:
বৃহত্তর কুমিল্লা
আন্তর্জাতিক
রাজনীতি