বাঞ্ছারামপুরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য,নদী ও কৃষি জমি
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির সৃষ্ট ধোঁয়ার ফলে শ্বাস কষ্টসহ নানা ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ফলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে এলাকাবাসী। এছাড়া ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে তিন ফসলি জমিরও হুমকির মধ্যে পড়ছে। বিগত ৫/৬ মাস যাবত উপজেলার ২নং পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ৩ ওয়ার্ডের ডোমরাকান্দির (নবীপুর) গ্রামে নদীর ধারে জমির উপর প্রতিদিন ট্রাক ভর্তি পুরানো ব্যাটারি এনে রাত ৯/১০ টার পর আগুনে পোড়ানো হচ্ছে। তবে, সে ট্টাকের ব্যাটারী দেশের কোত্থেকে আসছে, সেটি জানা যায়নি।
প্রশাসনকে ফাঁকি দিয়ে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে খোলা জায়গায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করেছে হাজ্বী আমিরুল ইসলাম ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি নিজের প্রভাব খাটিয়ে এ অবৈধ ব্যবসা করে যাচ্ছেন।তার অংশীদার ওবায়দুল্লা,জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন বলে জানা গেছে। তাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতেই নারাজ।তারা এতোটাই প্রভাবশালী যে, কোন সংবাদকর্মী সরেজমিনে যেতে ভয় পায়।
তবে, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন কামাল বলেন, আমরা আর চুপ থাকবো না।দেয়ালে পিঠ ঠেকে গেছে। গ্রামের মানুষ,ফসলী জমি, স্বাস্থ্য সব হুমকির মুখে।আমরা প্রশাসনসহ সাংবাদিকদের জানিয়েছি।
এলাকাবাসীর দাবী,
পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করার ফলে পরিবেশের মারাত্মক হুমকির মুখে পড়েছে । কারণ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি এবং কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার ফলে কালো ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় লোকজনের দেখা দিয়েছে বিভিন্ন ধরনের অজানা রোগ এবং ছোট বড় সকলের দেখা দিয়েছে শ্বাসকষ্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক আজ রবিবার (৫ সেপ্টেম্বর) এই ব্যাপারে প্রকাশ্যে প্রতিবাদ করার ফলে উল্টো প্রতিবাদ কারীদের বিভিন্ন হামলা মামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়ার হুমকি প্রদান করে সীসালোভী পক্ষ ।
অনুসন্ধানে জানা যায়, সাইফুল ইসলামের জায়গায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে বিষাক্ত কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে শ্বাস-প্রশ্বাসে ভেসে আসে ঝাঁঝালো গন্ধ। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। শুধু তাই নয়, মানুষের জন্য ও বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতের আঁধারে শ্রমিকরা কোনোপ্রকার নিরাপত্তা বালাই না রেখে খোলা জায়গায় হাত-মুখে গ্লাভস ও মার্কস না পরে আগুন জ্বালিয়ে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করছে।
জানা গেছে , এই ভাবে রাতে একই চুল্লিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সেই ব্যাটারি থেকে সিসা বের করা হয়। পরে সেই সিসা আবার লোহার তৈরি কড়াইয়ে ঢেলে পাটা তৈরি করা হয় এবং প্রতিটি পাটার ওজন প্রায় ৩০/৩২ কেজি। পরে,এগুলো চড়া দামে বিক্রি হয়
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, আমার বাড়ির পাশে এই কারখানার কারণে আমিসহ আমার বাড়ির ছোট ছোট বাচ্চারা শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ দেখা দিয়েছে।
এই ব্যাপারে পথচারী আলামিন মিয়া বলেন, পুরোনো ব্যাটারির সিসা গলানোর কারণে এলাকার অনেক মানুষের বিভিন্ন ধরনের রোগবালাইসহ শ্বাসকষ্টের রোগে ভুগছে। এসিডযুক্ত ধোঁয়া নির্গত হওয়ায় জমির ফসলের ক্ষতির কারণ।
ক্যাটেগরি:
বৃহত্তর কুমিল্লা
ট্যাগ:
বৃহত্তর কুমিল্লা
জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি