
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 12:06 AM

বিএনপির ৩১ দফা কর্মসূচি জাতির পুনর্জাগরণের নকশা-তারেক মুন্সী

মোঃ আক্তার হোসেন
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি হলো জাতির পুনর্জাগরণের নকশা। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, দুর্নীতি দমন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মঙ্গলবার দিনব্যাপী দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি পরিবর্তন ও আশার প্রতীক। জনগণ ঐক্যবদ্ধ হলে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” গণসংযোগকালে তিনি খলিলপুর বাজার, নূরপুর, ফতেহাবাদ মোকামবাড়ি ও ফতেহাবাদ বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এছাড়া খলিলপুর উচ্চ বিদ্যালয়, গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, নূরপুর উচ্চ বিদ্যালয় এবং ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন মাহফুজ, সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, ফতেহাবাদ ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি শাকিল মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পশ্চিম শাখার সভাপতি এডভোকেট সোহরাব হোসেন ভূইয়া, সদস্য সচিব দৌলত খান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হাসান, উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম নিজামী, কুমিল্লা উত্তর জেলার সদস্য মাকসুদুর রহমান রাসেল, সুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউছার মোল্লা। এছাড়াও উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

ঢাকায় শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় ভিক্টোরিয়া কলেজ শিক্ষকদের দিনব...
সজিব মাহমুদঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রে...

অনিরাপদ ওয়াই ব্রিজ, হারাচ্ছে জৌলুশ
ফয়সল আহমেদ খানদক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ‘ওয়াই’ আকৃতির সেতু-তিতাস সেতুÑসন্ধ্যা নামলেই অন্ধকারে তলিয়...

ব্রাহ্মণপাড়ায় চোরাই পথে আসা ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য জ...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ১৯ লাখ ৩১ হাজার ৪০৮ টাকা...

জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতে ইসলামীর...
সংবাদ বিজ্ঞপ্তি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মস...

বিভাগ চাই স্লোগানে প্রকম্পিত নগরী
নিজস্ব প্রতিবেদকআমরা কুমিল্লা বিভাগ চাই-এই স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে প্রাচীন নগরী কুমিল্লা। মঙ্গ...

লালমাইয়ের মানুষের আস্থার প্রতীক ইউএনও হিমাদ্রী খীসা
আয়েশা আক্তারলালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বিভিন্ন উন্নয়নমূলক, প্রশাসনিক এবং...
