
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Oct 2025, 8:45 PM

ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

সেই একই উইকেট তো? ম্যাচের শুরুতে ধন্দে পড়তে হলো। সময়ের সঙ্গে বাড়তে থাকল বিস্ময়। যে সিরিজের আগের দুই ম্যাচ ছিল ব্যাটসম্যাদেন জন্য বধ্যভূমি, যে উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বিভীষিকার, সেখানেই এবার স্ট্রোকের ফুল ফোটালেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের রেকর্ড জুটির পথ ধরে রানের যে সৌধ গড়ল বাংলাদেশ, এর চাপায় পিষ্ট হলো ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচটি ছিল যতটা নাটকীয়, এই ম্যাচ হলো ততটাই ম্যাড়ম্যাড়ে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে গুঁড়িয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সেরা জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই রেকর্ড। এর চেয়ে বড় জয় আছে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে ১৮৩ রানে। এই জয়ে টানা চার সিরিজ হারার পর একটু স্বস্তির ছোঁয়া পেল বাংলাদেশের ওয়ানডে দল। র্যাঙ্কিংয়ে অবশ্য পড়ে থাকতে হচ্ছে সেই ১০ নম্বরেই।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন সৌম্য ও সাইফ। ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন দুজন। পরের সময়টায় প্রত্যাশিত পথে এগোয়নি দলের ইনিংস। তার পরও ৫০ ওভারে ২৯৬ রান তোলে বাংলাদেশ। উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। স্রেফ ৩০.১ ওভারেই তাদের ইনিংস শেষ হয় ১১৭ রানে। বাংলাদেশের চার স্পিনার মিলেই শেষ করে দেন খেলা। ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার স্রেফ স্পিন দিয়েই ১০ উইকেট নিতে পারল তারা। তবে পেসারদের বল হাতে নেওয়া ছাড়াই প্রতিপক্ষকে অলআউট করার নজির বাংলাদেশের এটিই প্রথম।
উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নিয়মিত এই উইকেটেই সিরিজের প্রথম ম্যাচে ভুগেছিল দুই দলের ব্যাটসম্যানরা। এ দিন উইকেট ছিল সেই ম্যাচের তুলনায় একটু ভালো। টার্ন মিলেছে যথারীতি, তবে ম্যাচের শুরুতে বাউন্স ছিল ভালো, নতুন বল ব্যাটে এসেছে ভালোভাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

মোটরসাইকেলের আনন্দে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হয়নি দুই বন্ধুর
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনায় মাত্র একদিন আগে কেনা নতুন মোটরসাইকেল নিয়ে আনন্দে ঘুরতে গিয়ে...

বাইউস্টে “ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তিবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি (বাইউস্ট)-এর স্...

‘সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ’-মুফতি ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসারা দেশে চাঁদাবাজি ও লুটপাটের কথা উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের...

কুমিল্লায় গো-খাদ্যের মূল্যবৃদ্ধিতে বন্ধ হয়ে গেছে দু’শ খামা...
নিজস্ব প্রতিবেদকগো-খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় কুমিল্লায় লোকসানে খামারিরা। গেলো ৬ বছরে বন্ধ হয়ে গেয়ে...

সোনালী ব্যাংক বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কর্মচারী সমাবেশ
আয়েশা আক্তার"দল যার যার-প্রতিষ্ঠান সবার" হটাও দালাল বাঁচাও ব্যাংক, ব্যাংক বাঁচলে আমরা বাঁচবো, মোঃ জা...

কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের...
নিজস্ব প্রতিবেদকঅনুষ্ঠানে প্রবেশ করতেই রয়েছে কলা গাছের গেইট, ভেতরে ঢুকতে লাগবে কাঠাল পাতার পাসপোর্ট।...
