প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Oct 2025, 12:07 AM
কুবিতে ‘হাল্ট প্রাইজ ২০২৫-২৬ -এর আয়োজক কমিটি ঘোষণা
ওবায়দুল্লাহ, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে। ‘হাল্ট প্রাইজ ২০২৫-২৬ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া। বুধবার (২২ অক্টোবর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ সদস্য কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।
কমিটিতে ক্যাম্পাস ডেপুটি ডিরেক্টর হিসেবে আছেন রেজওয়ান আহমেদ। মার্কেটিং উইংয়ের লিড হিসেবে রয়েছেন সিরাজুম মুনীরা, ডেপুটি লিড হিসেবে আছেন অপূর্ব আচার্য্য। ক্রিয়েটিভ উইংয়ের লিড হিসেবে রয়েছেন সাদমান নূর ইফাজ, ডেপুটি লিড হিসেবে আছেন প্রমিত মজুমদার। স্টার্ট-আপ উইংয়ের লিড হিসেবে মনোনীত হয়েছেন রোকাইয়া সেলিম পপি, ডেপুটি লিড হিসেবে মনোনীত হয়েছেন সাবিকুন নাহার। ইভেন্ট উইংয়ের লিড হিসেবে আছেন ফেরদৌস হাসান জাফরি, ডেপুটি লিড হিসেবে আছেন মোঃ আসিফ। অপারেশন উইংয়ের লিড হিসেবে সালমা আক্তার, ডেপুটি লিড হিসেবে আছেন মোঃ মাইনুল ইসলাম। প্রেস উইংয়ের লিড হিসেবে আছেন মারিয়ম আক্তার শিল্পী, ডেপুটি লিড হিসেবে আছেন সাইমন আব্দুল্লাহ আজাদ। ডকুমেন্টেশন উইংয়ের লিড হিসেবে আছেন রাখনোভা আলম নিতু, ডেপুটি লিড হিসেবে আছেন নাজিফা তাবাচ্ছুম নাবিলা। পাবলিক রিলেশনস (পিআর) উইংয়ের লিড হিসেবে আছেন ফাদিয়া মোশারত আদ্রিতা, ডেপুটি লিড- সৈয়দা সাবরিনা আলম। গ্রাফিক্স উইংয়ের লিড হিসেবে আছেন তাহমিদ তাজওয়ার, ডেপুটি লিড হিসেবে আছেন শাহরিয়ার আহমেদ রামীম।
এছাড়াও বিভিন্ন উইংয়ে নির্বাহী সদস্য হিসেবে আছেন আল-শাহরিয়ার, হাসিন আরমান অয়ন, চৌধুরী সুপ্রতীক বড়ুয়া, লাবীবা রশিদ রাফা, অয়ন কুমার সাহা, মেহেদী হাসান নিশান, তনাজিলা আলম চৌধুরী, সাজিদ রায়হান, মেহেরাব হোসেন, ইয়াসির হামিদ, আহমেদ ফাহমিদ কাদের, তাছপিক জাহিন রাফী, মাফরোহা তাসনিম, কাজী আসমাতুল জান্নাত, আকাশ দেব নাথ, সুমাইয়া তাহাসিন, অপরাজিতা বড়ুয়া, মো. মহসীন চৌধুরী মাহী।
এ ব্যাপারে ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সুমাইয়া বলেন, 'হাল্ট প্রাইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের চিন্তা, স্বপ্ন ও দায়িত্ববোধের এক অনন্য সম্মিলন।
আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা দিয়ে এমন কিছু তৈরি করুক যা সমাজে প্রকট পরিবর্তন আনে। আমাদের প্রতিটি প্রচেষ্টা যেন হয়ে ওঠে একটি বাস্তব প্রভাবের গল্প।'
উল্লেখ্য, ৬ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এই অন-ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতা। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি হিসেবে প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দলের না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই
কুমিল্লায় নির্বাচনী সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানআয়েশা আক্তারবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা....
মুরাদনগরের কৃষকদের মুখে হাসি ফুটালেন সাবেক মন্ত্রী কায়কোবা...
মহিউদ্দিন আকাশসেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমি...
তিতাসের সাড়ে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চ...
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে মুরাদনগরের জাহাপুর...
কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের বিতর্ক উৎসব অনু...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বিতর্ক উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযো...
ছাত্র জনতার বিপ্লবে প্রধানমন্ত্রী থেকে বায়তুল মোকাররমের খত...
মাঈন উদ্দিন দুলাল ৩৬ জুলাই ছাত্র-জনতার মাধ্যমে দেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে, একটি মৌলিক দাবির...
একটি দল মাথাল মার্কার গণজোয়ার দেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে বিএনপি জোট সমর্থিত সংসদ সদস্য প্...