প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Oct 2025, 12:05 AM
তিতাসে দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ২৪ লাখ টাকায় রফাদফা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের আলোচিত মানিক মিয়া হত্যাকাণ্ডের ১৯ মাস পর ২৪ লাখ টাকায় রফাদফা করেছে বাদী ও বিবাদীপক্ষ। বুধবার বিকালে উপজেলার কানাইনগরে গ্রাম্য বৈঠকের মাধ্যমে এ সমাধান করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার নিহতের তিন সন্তান ও স্ত্রীর যৌথ এফবিআর হিসাব চালু করে ১০ লাখ টাকা স্থানীয় সোনালী ব্যাংকে রাখা হয়।
২০২৪ সালের ২১ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলার জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের পশ্চিম পাড়া চকের বাড়ির দোকানে সিগারেট নাই বলাতে দোকানি মানিক মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় নিহতের পিতা মোখলেছুর রহমান বাদীয় হয়ে একই গ্রামের নায়েব আলী ভূঁইয়ার তিন ছেলে বাহাউদ্দিন, জালাল মিয়া ও আলাল মিয়া এবং নায়েব আলী ভূঁইয়াকে আসামী করে তিতাস থানা একটি হত্যা মামলা করেন। নিহত মানিক মিয়ার তিন সন্তানসহ স্ত্রী রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বাদ যোহর উপজেলার কানাইনগর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিনের বাড়িতে একটি বৈঠক বসে। উক্ত বৈঠকে নিহতের পরিবারকে ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক বাদী মোখলেছুর রহমানকে ১২ লাখ, নিহতের স্ত্রী তাসলিমা আক্তারকে ২ লাখ এবং নাবালক তিন সন্তানকে ১০ লাখ টাকা ভাগ করে দেয়। তবে সংসারের সবচেয়ে ছোট ছেলের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ১০ লাখ টাকা যৌথ এফবিআর করে ব্যাংকে রাখা হয়েছে। এদিকে, স্ত্রী ও সন্তানদের সম্পূর্ণ টাকা না দিয়ে মামলার বাদী অর্থ্যাৎ নিহতের পিতা মোখলেছুর রহমান ১২ লাখ টাকা নেওয়ায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তারুল হক মাস্টার জানান, বাদী-বিবাদীর সম্মতিতে গ্রাম্য পঞ্চায়েতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সিদ্ধানের সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক পিএলসি তিতাস শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কাশেম জানান, নিহতের ঘটনায় বাদী-বিবাদী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১৭-১৮ জন ব্যাংকে এসেছিল। এ বিষয়ে বৃহস্পতিবার ১০ লাখ টাকার একটি যৌথ এফবিআর হিসাব খোলা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মোটরসাইকেলের আনন্দে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হয়নি দুই বন্ধুর
সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনায় মাত্র একদিন আগে কেনা নতুন মোটরসাইকেল নিয়ে আনন্দে ঘুরতে গিয়ে...
বাইউস্টে “ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তিবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি (বাইউস্ট)-এর স্...
‘সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ’-মুফতি ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণসারা দেশে চাঁদাবাজি ও লুটপাটের কথা উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের...
কুমিল্লায় গো-খাদ্যের মূল্যবৃদ্ধিতে বন্ধ হয়ে গেছে দু’শ খামা...
নিজস্ব প্রতিবেদকগো-খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় কুমিল্লায় লোকসানে খামারিরা। গেলো ৬ বছরে বন্ধ হয়ে গেয়ে...
সোনালী ব্যাংক বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কর্মচারী সমাবেশ
আয়েশা আক্তার"দল যার যার-প্রতিষ্ঠান সবার" হটাও দালাল বাঁচাও ব্যাংক, ব্যাংক বাঁচলে আমরা বাঁচবো, মোঃ জা...
কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের...
নিজস্ব প্রতিবেদকঅনুষ্ঠানে প্রবেশ করতেই রয়েছে কলা গাছের গেইট, ভেতরে ঢুকতে লাগবে কাঠাল পাতার পাসপোর্ট।...