প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2025, 9:11 AM
লাকসামে শিক্ষার্থীদের মাথা ন্যাড়া করার ঘটনায় তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লাকসামে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষক মাথা ন্যাড়া করার পর শিক্ষার্থীদের কাছ থেকে জন প্রতি ৫০ টাকা করে নেওয়ার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ উঠেছে, যেসব শিক্ষার্থী শিক্ষকের কাছে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তেন না, তাদের প্রতিশোধ হিসেবে মাথা ন্যাড়া করে দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক হলেন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. শাহজাহান কবির।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে।
শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সুনামধন্য ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শাহজাহান কবিরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। পাঠদানে অবহেলা, শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা, প্রাইভেট না পড়লে পরীক্ষায় কম নম্বর দেওয়া ও অপমানজনক আচরণ করা ইত্যাদি।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার প্রায় ৫০ জন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে বিদ্যালয়ের ২য় তলায় তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এরপর প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়।
একজন শিক্ষার্থী বলেন, আমরা স্যারের প্রতিহিংসার শিকার হয়েছি। যারা প্রাইভেট পড়েনি, তাদেরই মাথা ন্যাড়া করা হয়েছে।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ছেলে স্যারের কাছে প্রাইভেট পড়ে না। তাহলে তার মাথা কেন ন্যাড়া করা হলো? এটি কোন আইনে করা হলো?
অভিযুক্ত শিক্ষক শাহজাহান কবির অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বিদ্যালয়ে আসে। এতে বিদ্যালয়ের নিয়ম ভঙ্গ হচ্ছে। তাই মাথার চুল ছোট করা হয়েছে। প্রাইভেটের বিষয়টি ভিত্তিহীন।
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম এনায়েত উল্লাহ বলেন, বিদ্যালয়ের ড্রেসকোড অনুযায়ী শিক্ষার্থীদের চুল ছোট রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু মাথা ন্যাড়া করতে বলা হয়নি। প্রাইভেটের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকের ব্যক্তিগত ব্যাপার। তবুও আমরা তদন্ত কমিটি গঠন করেছি। যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন বলেন, বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর চুল কাটার বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে কমিটির অনুমোদন এবং সরকারি বিধি অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে ১১ দালাল আটক
মাহফুজ নান্টুদীর্ঘ দিন ধরে দালালের দৌরাত্মে অসহায় ছিলো রোগী ও তাদের স্বজনরা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ...
মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের
রাশিয়া ব্রাসেলসে মিসাইল হামলা চালালে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে ‘মানচিত্র থেকে মুছে দেওয়া হবে’ বলে...
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক ত্যাগের গল্প শোনালেন তারেক রহম...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ক...
বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ২ শতাধিক আসনের জ...
কুমিল্লার মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের বৈঠক " প্...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার তৃনমুল বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্য...
প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের বর্ণাঢ্য...
চান্দিনা প্রতিনিধিযুব-ঐক্য-প্রগতি এই প্রতিপাদ্য বিষয়ে কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল...