...
শিরোনাম
ইউনূস যদি দেশকে কারাগার বানাতে চান, বানাতে পারেন: আদালতে আনিস আলমগীর ⁜ মুক্তিযুদ্ধের পরাজিত চক্র ‘বিজয়ের নতুন ইতিহাস’ রচনার অপচেষ্টায়: তারেক রহমান ⁜ মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু ⁜ কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা ⁜ হাদির উপর হামলাকারীকে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি ⁜ ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনে কঠোর প্রশাসন, নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ ⁜ লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি কার্যকরে প্রশাসনের অভিযান, ব্যানার ফেস্টুন অপসারণ ⁜ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র-হাজী ইয়াছিন ⁜ ব্রাহ্মণপাড়ায় অফিস কক্ষে দুই শিক্ষকের মারামারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল ⁜ কুবিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস ⁜ চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর কমিটি গঠন ⁜ বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার ⁜ হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ⁜ লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্দিজীবী দিবস পালিত ⁜ মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষা ও শীতকালীন ক্রীড়া উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ ষড়যন্ত্র চলছে নির্বাচন অতো সহজ হবে না-তারেক রহমান ⁜ দৈনিক রূপসী বাংলায় সংবাদ প্রকাশের পর দেবিদ্বার উপজেলার দূর্নীতিবাজ প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বদলী ⁜ ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ-হাজী ইয়াছিন ⁜ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মনিরুল হক চৌধুরী নেতৃত্বে বিক্ষোভ মিছিল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 28 Oct 2025, 11:28 AM

...
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান News Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। কিন্তু প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। সে জন্য মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে দলটি। গত দুই দিনে দলটির ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি মনোনয়নপ্রত্যাশীদের শুনিয়েছেন ত্যাগের গল্প। এতে বৈঠকে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে যেকোনো পরিস্থিতিতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তারেক রহমান।

বৈঠক সূত্র জানায়, তারেক রহমান ছিলেন বেশ আবেগঘন। তিনি দেশ, জাতি, দল ও দলের নেতাকর্মীদের জন্য খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরেন। খালেদা জিয়া কিভাবে নিজের, নিজ পরিবারের সুখের কথা ভুলে গিয়ে শুধু গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষ ও নেতাকর্মীদের কথা চিন্তা করে নির্মম নির্যাতন সহ্য করেছেন, কারাবরণ করে নিয়েছেন, তা মনোনয়নপ্রত্যাশীদের কাছে তুলে ধরেন।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের পাঁচ সাংগাঠনিক বিভাগ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়। সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। এর আগে গত রবিবার দলের সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়।

বৈঠকে থাকা বিএনপি নেতারা জানান, ১৭ বছরের বেশি সময় ধরে হামলা, মামলা, গুম-খুন, নির্যাতন-নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা। বাদ যাননি দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও। ১/১১ কিংবা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় চাইলেও বিদেশে যেতে পারতেন খালেদা জিয়া। কিন্তু দেশ, গণতন্ত্র, দেশের মানুষ ও নেতাকর্মীদের কথা বিবেচনা করে এর পরিবর্তে তিনি বেছে নিয়েছেন কারাবরণ, যেখানে বিনা চিকিৎসায় বেগম জিয়াকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়েছে, ভুগছেন চিকিৎসাবিহীন দীর্ঘ কারাবাসের যন্ত্রণা। গণতন্ত্রের স্বার্থে আপসহীন থাকায় সহ্য করতে হয়েছে নিজ পরিবারের ওপর নির্যাতনও। তার পরও তিনি মাথা নত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের দীর্ঘ এই লড়াই-সংগ্রামে বেগম জিয়া থেকে শুরু করে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী, জনি, চৌধুরী আলমসহ নির্যাতন-নিপীড়নের শিকার নেতাকর্মীদের ত্যাগের কথা আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের স্মরণ করিয়ে দিয়েছেন তারেক রহমান।

তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের দেশ, গণতন্ত্র ও দলের স্বার্থে ত্যাগ স্বীকারের মানসিক প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও নির্দেশ দিয়েছেন। অন্যথায় সবার জন্য বিদজ্জনক পরিস্থিতির সতর্কতাও দিয়েছেন তিনি।

বৈঠক সূত্র জানায়, দুজন মা একটি শিশুকে দাবি করার গল্পও শোনান তারেক রহমান। এরপর বিচারের জন্য গেলে কাজী ওই শিশুকে ভাগ করে দুজনকে দেওয়ার প্রস্তাব করেন। এতে প্রকৃত মা সন্তানকে ভাগ না করে অন্যজনকে দিয়ে দিতে বলেন। এতেই কাজি বুঝে যান ওই শিশুর প্রকৃত মা কে। তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদেরও দলের জন্য, ধানের শীষের জন্য ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে বলেন।

মেহেরপুর-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে বলেছেন। মনোনয়ন বড় করে না দেখে দলের স্বার্থ বড় করে দেখতে বলেছেন। দল যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সবাইকে মাথায় রাখতে বলেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কথা দিয়েছি।’

বৈঠকে অংশ নেওয়া নেতারা আরো জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেছেন, প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী তিনি পেয়েছেন। কিন্তু প্রার্থী করতে হবে একজনকে। এ জন্য অনেকে যোগ্য হলেও বাদ পড়বেন। কিন্তু এ জন্য যাতে দলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব-বিভেদ তৈরি না হয়। সবার আগে দল ও দেশের স্বার্থ বিবেচনা করতে হবে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলেও এখনো অদৃশ্য শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ১/১১-র মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। তাই যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সবাই লাভবান হবে। কিন্তু বিভেদের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

মনোনয়নপ্রত্যাশীরা জানান, তারেক রহমান নির্দেশ দিয়েছেন, যাঁকে মনোনয়ন দেওয়া হবে তিনি যেন মনোনয়ন পেয়ে এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা এ ধরনের কোনো কিছু না করেন। মনোনয়ন পেয়ে সবার আগে ছুটে যেতে হবে যিনি মনোনয়ন পাননি তাঁর কাছে। তাঁকে সঙ্গে নিয়েই নির্বাচনী প্রতিযোগিতায় নামতে হবে। আবার যিনি মনোনয়নবঞ্চিত হবেন, তাঁকেও দলের কথা চিন্তা করে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মনে রাখতে হবে, বিএনপি যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে, তাহলে সবাইকেই তাঁর যোগ্যতা অনুযায়ী স্থানে কাজ করার সুযোগ করে দেওয়া সম্ভব হবে। কিন্তু দ্বন্দ্ব-বিভেদের কারণে যদি ভিন্ন কোনো পরিস্থিতি আসে, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। সভায় উপস্থিত মনোনয়নপ্রত্যাশীরা তারেক রহমানের ঐক্য ধরে রাখার নির্দেশনায় সম্মতি জানিয়ে সমস্বরে অঙ্গীকার করেন।

জানা যায়, মনোনয়নপ্রত্যাশীদের জনপ্রিয়তা যাচাইয়ে সম্প্রতি তারেক রহমান দলের বাইরেও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন পেশাজীবী, প্রতিষ্ঠান ও সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রায় প্রতিটি আসনে তিনি একাধিক জনপ্রিয় প্রার্থী পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক শীর্ষ নেতা। তবে প্রতিটি আসনে বিএনপি একক মনোনয়ন দিতে চায়। এ জন্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মতবিনিময়সভার আয়োজন করা হয়।

বরিশাল বিভাগ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের ওপর ১৭ বছর অমানুষিক নির্যাতন-নিপীড়ন করা হয়েছে। আমরা এর জবাব আগামী নির্বাচনে বিজয় উপহার দেওয়ার মাধ্যমে দিতে চাই। ধানের শীষের বিজয়ই হবে বড় প্রতিশোধ। তাই আমরা শপথ নিয়েছি, আগামী নির্বাচনে দলের সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের ভালোবাসা নিয়ে বিজয় ছিনিয়ে আনব।’

রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, ‘দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছি এবং থাকব। যদি ঐক্য ধরে রাখতে পারি, তাহলে আমাদের বিজয় নিশ্চিত।’



ক্যাটেগরি: রাজনীতি
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনার আঞ্চলিক সড়কে দুর্নীতির ছাপ  সংস্কার কাজ শেষ না হতেই ফেটে যাচ্ছে  কার্পেটিং, ৬ কি.মি. সড়কে ব্যয় ৯ কোটি
চান্দিনার আঞ্চলিক সড়কে দুর্নীতির ছাপ সংস্কার কাজ শেষ না হতে...

সোহেল রানা, চান্দিনাকুমিল্লার চান্দিনা উপজেলার আঞ্চলিক সড়কগুলোর বেহাল চিত্র বহু বছরের। উপজেলার প্রধা...

কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা   ব্যবস্থা আরো জোরদার
কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার

নিজস্ব প্রতিবেদকঅপরাধ দমনের পাশাপাশি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও জাতীয় সার্থে আইন-শৃঙ...

রোটারি ক্লাব অব   চৌদ্দগ্রামের পালাবদল   অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকরোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল শনিবার রাতে কুমিল্লাস্থ একটি রেস্টুরেন্টের হল র...

বুড়িচংয়ে ব্রিজের পাটাতন   ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক   আটক, যান চলাচল বন্ধ
বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটক, যান...

নিজস্ব প্রতিবেদক, বুড়িচংকুমিল্লার বুড়িচং উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্রিজের পাটাতন ভেঙে আটকে পড়...

ব্রাহ্মণপাড়ায় মারামারি করা সেই   দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তি
ব্রাহ্মণপাড়ায় মারামারি করা সেই দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্ত...

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চাঁন্দপাড়া সরকারি প্র...

খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায় লালমাইয়ে   বিএনপির মিলাদ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমাইয়ে বিএনপির মিলাদ

নিজস্ব প্রতিবেদকরাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইউনূস যদি দেশকে কারাগার বানাতে চান, বানাতে পারেন: আদালতে আনিস আলমগীর
➤ মুক্তিযুদ্ধের পরাজিত চক্র ‘বিজয়ের নতুন ইতিহাস’ রচনার অপচেষ্টায়: তারেক রহমান
➤ মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
➤ কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা
➤ হাদির উপর হামলাকারীকে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
➤ ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনে কঠোর প্রশাসন, নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ
➤ লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি কার্যকরে প্রশাসনের অভিযান, ব্যানার ফেস্টুন অপসারণ
➤ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র-হাজী ইয়াছিন
➤ ব্রাহ্মণপাড়ায় অফিস কক্ষে দুই শিক্ষকের মারামারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল
➤ কুবিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
➤ চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর কমিটি গঠন
➤ বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার
➤ হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
➤ লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্দিজীবী দিবস পালিত
➤ মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষা ও শীতকালীন ক্রীড়া উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ ষড়যন্ত্র চলছে নির্বাচন অতো সহজ হবে না-তারেক রহমান
➤ দৈনিক রূপসী বাংলায় সংবাদ প্রকাশের পর দেবিদ্বার উপজেলার দূর্নীতিবাজ প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বদলী
➤ ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ-হাজী ইয়াছিন
➤ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মনিরুল হক চৌধুরী নেতৃত্বে বিক্ষোভ মিছিল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর হাসিনা ওহাব কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬, প্রধান বার্তা সম্পাদক: আসিফ তরুণাভ, ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2025 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir