প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:32 AM
বিএনপি নেতৃত্বেই পরবর্তী সরকার গঠিত হবে: ড. রেদোয়ান আহমেদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বে অংশগ্রহণকারী জোটই পরবর্তী সরকার গঠন করবে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে উপজেলা এলডিপি ও উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইসলামিক দলের জনপ্রিয়তা নিয়ে আলোচনা হলেও বাস্তবে তাদের ভোটের সংখ্যা খুবই সীমিত। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন— দলের সিদ্ধান্তই চূড়ান্ত, কেউ যেন বিরোধিতা না করে। ড. রেদোয়ান আহমেদ অভিযোগ করে বলেন, ঐকমত্য কমিশন দেশে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন, সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে, সেগুলো দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। কিন্তু পরে কমিশন আলোচনা-বহির্ভূত বহু বিষয় যুক্ত করেছে— যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। তিনি আরও বলেন, বিএনপি ঐসব বিষয়ে তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়েছে। সংবিধানের অনেক মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোট প্রয়োজন। জনগণের ম্যান্ডেট ছাড়া এসব পরিবর্তন বৈধ হতে পারে না। গণভোটের মাধ্যমে অনুমোদন পেলে উচ্চ আদালতও তা বাতিল করতে পারবে না। এলডিপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার কোনো অধ্যাদেশ জারির এখতিয়ার নেই— এটি একমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা। ১৭ জুলাই আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেটিই কার্যকর করতে হবে। কমিশনে আলোচনা না হওয়া বিষয়গুলো সনদে যুক্ত করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আমরা এই বেআইনি সনদ মেনে নেব না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ইউনুসের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে। অবশ্য তার পালানোর অনেক সুযোগ আছে। দেখেছেন, ফখরুদ্দীন-মঈনুদ্দিন এখনো তাদের অপকর্মের কারণে কোথাও জনসম্মুখে যেতে পারেন না।
অনুষ্ঠানে- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ। উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সোহেল খান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন- মহিচাইল এলডিপি সভাপতি মো. কামরুল হাসান ভূইয়া, বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, এলডিপি নেতা বাতাঘাসী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ছাদেকুর রহমান, শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দীক, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিষিদ্ধ সংগঠন আ’লীগের 50 নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদকরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়ে ৫...
কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সম...
বেলাল উদ্দিন আহাম্মদমুরাদনগরে কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনি...
ব্রাহ্মণপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মো. আনোয়ারুল ইসলাম“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপ...
বুড়িচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্...
কাজী খোরশেদ আলম“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার বু...
কুমিল্লায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক১ নভেম্বর (শুক্রবার) কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিব...
গণভোট আয়োজন অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: ড. রেদোয়ান আহমেদ
সোহেল রানালিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদো...