প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2025, 10:11 AM
কুমিল্লায় অসহনীয় যানজট শাসনগাছা ওভারপাসের মুখে শত শত যাত্রী চরম দুর্ভোগে
আয়েশা আক্তার।।
কুমিল্লার বৃহৎ আন্তঃজেলা বাস টার্মিনাল শাসনগাছা। প্রতিদিন বিভিন্ন গন্তেব্যে শত শত বাস চলাচল করছে, নগরী থেকে রাজধানী ঢাকা, বৃহত্তর সিলেট,ব্রাহ্মনবাড়িয়াসহ কুমিল্লার উত্তর-পশ্চিমাঞ্চলের ৮ টি উপজেলা থেকে শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনালে আসা বাস যাত্রীসহ ওভারপাসের নীচের পুরাতন ট্রাঙ্ক রোডটি ব্যবহার করা শহর ও শহরের বাহিরে যাতায়াত করা বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী প্রতিদিন শাসনগাছা ওভার পাসের পশ্চিশ অংশের টার্মিনালে প্রবেশ পথে যানজটের কবলে পড়ে চরমদুর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের নেই কোন উদ্যোগ।
ঢাকা-চট্টগ্রাম রেলপথ হওয়ায় সুদীর্ঘ কাল থেকেই শাসনগাছা এলাকায় যানজট লেগেই থাকতো। বিগত সময়ে প্রায় ৭ বছর পূর্বে যানজট লাগবের চিন্তা করে শাসনগাছা রেলওয়ে ওভারপাসটি নির্মিত হলেও কার্যত যানজটের কোন লাগব হয়নি। তবে নগরীতে প্রবেশ ও বের হতে সকল যানবাহনই ওভারপাস ব্যবহার করে এপাড়-ওপাড় হচ্ছে। সমস্যা রয়ে গেছে শাসনগাছা বাস টার্মিনালকে কেন্দ্র করে।
বাস টার্মিনাল ও স্থানীয় একাধিক সুত্র মতে শাসনগাছা বাস টার্মিনাল হতে রাজধানী ঢাকা, সিলেট,সুনামগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়াসহ কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা,মুরাদনগর,চান্দিনা,দেবিদ্বার, বুড়িচং,ব্রাহ্মনপাড়া উপজেলা সদরে সরাসরি শত শত বাস যোগে হাজার হাজার নারী,পুরুষ,শিশু,বয়স্কসহ সাধারন মানুষ যাতায়াত করে। সাথে থাকে দুর দরান্ত থেকে আসা চলাচলে অক্ষম অনেক অসুস্থ্য ,রোগীও। বাস থেকে নেমে সিএনজি,ইজিবাইক বা রিক্সা,মিশুক যোগে এসব যাত্রী যেমন বিভিন্ন গন্তব্যে যাচ্ছে,তেমনি অসুস্থ রোগী বা চিকিৎসার জন্য আসা লোকজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতাল,ক্লিনিক বা ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসার জন্য যাচ্ছেন। প্রতিদিনই শাসনগাছা ওভারপাসের পশ্চিম অংশে এসে টার্মিনালে প্রবেশের মুখে সড়কটিতে যানজট লেগেই থাকে।
অভিযোগ রয়েছে, টার্মিনাল দেখভাল করার দায়িত্বে থাকা সিন্ডিকেট জনগনের দুর্ভোগ লাগবে কোন ভুমিকা না রাখায় ওভারপাসের পশ্চিম অংশে প্রবেশ মুখ থেকে টার্মিনালের বুড়িচং রোডে প্রবেশ পথ পর্যন্ত প্রায় ১’শ মিটার এলাকায় বিভিন্ন গন্তব্য থেকে আসা বাসগুলো প্রতিদিন অনির্ধারিত যানজটের কবলে পড়ছে। অথচ টার্মিনাল থেকে বাস ছাড়া,প্রবেশসহ যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন বেশ কিছু স্বেচ্ছাসেবী সিন্ডিকেটের পক্ষে কাজ করছে । ফলেযানজটের কবলে পড়া অসংখ্য নারী,পুরুষ, শিশু,বয়স্ক লোকসহ অসুস্থ রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন। আর এভাবে দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে নির্দিষ্ট সময়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না অসংখ্য লোক। এতে প্রতিদিন দুর্ভোগের পাশাপাশি হয়রানীও হতে হচ্ছে। আর এই যানজটের চিত্র প্রতিদিনের।
এবিষয়ে কুমিল্লা টিআই এডমিন সরোয়ার মোহাম্মদ পারভেজ জানান, নানামুখী গাড়ি একসাথে বের হয়ে যাওয়ায় যাত্রীদের সুবিধার্থে গাড়ি অনেক সময় রাস্তার উপর রাখা হয়, যানজট মুক্ত রাখার জন্য ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে, আশাকরি ঠিক হয়ে যাবে।কুমিল্লা ট্রাফিক বিভাগের এডমিন সারোয়ার মোহাম্মদ পারভেজ আরোও জানান, প্রতি নিয়ত এটা ফেস করতেছি এটা নিয়ে আমরা কনসান্ট, টার্মিনাল টা খানাখন্দে ভরা, ওখানে বাস থামেনা। বাসগুলো রাস্তায় নেমে আসে। ৫ তারিখের পরে ১৬০ টি অতিরিক্ত বাস ডুকে গেছে এই টার্মিনালে,যার দরুন টার্মিনালের যেটুকু যায়গা আছে সেইটুকু যায়গা মেইনটেনেন্স না করার কারনে চেইনটা চলে আসে মেইন রোডে। আমরা এটা নিয়ে বিভিন্ন কোরামের সাথে আইনশৃঙ্খলা মিটিং সহ এই বিষয় নিয়ে আলোচনা করছি।টার্মিনালের গর্ত গুলোর কারণে যে গাড়িগুলো নস্ট হয় সেগুলোর কারণে আরও বেশি যানজট সৃষ্টি হয়। সবগুলো বিষয় আমাদের হাতে না হওয়ার কারণে যানজট বেশি সৃষ্টি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিষিদ্ধ সংগঠন আ’লীগের 50 নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদকরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়ে ৫...
কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সম...
বেলাল উদ্দিন আহাম্মদমুরাদনগরে কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনি...
ব্রাহ্মণপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মো. আনোয়ারুল ইসলাম“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপ...
বুড়িচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্...
কাজী খোরশেদ আলম“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার বু...
কুমিল্লায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক১ নভেম্বর (শুক্রবার) কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিব...
গণভোট আয়োজন অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: ড. রেদোয়ান আহমেদ
সোহেল রানালিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদো...