প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:53 AM
বুড়িচংয়ে সামাজিক বনায়নে গাছ কেটে নিচ্ছে দুষ্কৃতকারী
আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং উপজলার বাকশীমুল ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমানা ঘেঁষে কালিকৃষ্ণনগর দুধ পুষ্কুরনী সামাজিক বনায়নটি অবস্থিত। ৪৮৭ একর ভূমিতে বিভিন্ন প্রকার একাশী ও আকাশমনি গাছ বেষ্টিত বনায়নটি সৃজন করা হয়েছে । সারি সারি গাছপালা পাহাড়ি গুল্ম উচু টিলার লাল মাটি বেষ্টিত সবুজ বৃক্ষরাজিতে মায়াবী সুন্দর ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের হাত ছানি দিয়ে যাচ্ছেন এ বনায়নটি । প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি হিসেবে সুবিধা ভোগীদের আয়ের পাশাপাশি বনায়নে স্থায়ী পর্যটন কেন্দ্র স্থাপন করা নিয়ে ও ভাবছে একটি মহল।এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত উচু টিলায় অহরহ বিভিন্ন পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সামাজিক কালিকৃষ্ণনগর সামাজিক এ বনায়নে সরকারী ভাবে মাত্র ২ জন পাহারাদার নিযুক্ত রয়েছে। তাদের পক্ষে এত বড় বিশাল এ বনায়নের হাজার হাজার গাছ, গুল্ম ও টিলার সঠিক রক্ষনাবেক্ষণ করা কষ্টকর।
পাহারাদারদের অগোচরে দিনের বেলায় লারকি তথা জ্বালানী হিসেবে গাছের বিভিন্ন ডালপালা গাছ গাছালি এবং রাতের বেলায় বিভিন্ন প্রকার একাশি ও অন্যান্য গাছগুলো কেটে নিচ্ছে দুষ্কৃতকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কালীকৃষ্ণনগর বনায়ন সাব বিটের জৈনিক সুবিধাভোগী বলেন- উক্ত সাব ভিটে রোপনকৃত কাজগুলো বেশিরভাগই কাটার উপযোগী তথা পরিপক্ক হয়ে উঠেছে।দ্রুতগতিতে ব্ন কর্তন করা হলে সরকারি রাজস্ব সুরক্ষার পাশাপাশি উপকারভোগীরা কোটি টাকার ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড় ও অন্যান্য কারণে ভেঙে পড়া গাছগুলির যথাযথ ব্যবস্থা গ্রহনপূর্বক নতুন গাছ সৃজন করা অতীব জরুরী হয়ে পড়েছে। তাই বিশাল এ বনায়নের সুরক্ষাকল্পে সরকারিভাবে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে । সরকারিভাবে লোকবল নিয়োগ করতে সম্ভব না হলে স্থানীয় যে সমস্ত উপকারভোগী রয়েছে তাদের নিজস্ব উদ্যোগে হলে ও জোরালোভাবে পাহারার ব্যবস্থা করা দরকার মনে করছে উপকারভোগী ও এলাকার জনগন।
দিনের বেলা লারকি ও রাতের বেলা গাছ চুরি করে নিয়ে যাচ্ছে এ বিষয়ে বুড়িচং উপজেলা ফরেস্টার মোঃ মাহবুবুর রহমানের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন-আমি ঘটনাটি সত্য কিনা আগে বুঝতে হবে। উপকারভোগীরা আগে আমার সাথে আলাপ করা দরকার ছিল। রাতেও দিনে গাছ গাছালি কেটে নিয়ে যাবে এমনটা হওয়ার কথা না। বনায়নের উপকারভোগী নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজনের সাথে আলাপকালে তিনি বলেন-এর সাথে ফরেস্ট বিট অফিসার সাহেবের আঁতাত রয়েছে। এছাড়া, বনায়নের যে দুইজন পাহারাদার রয়েছে তারা বনের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় আসতে অনেক সময় লেগে যায়। এছাড়া, রাতের বেলায় নিরাপত্তার বিষয় ও রয়েছে। তাই বনায়নের সঠিকভাবে দেখাশুনা করা সম্ভব হচ্ছে না।
এছাড়া, নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি। একটি চক্র চুরি করে বনায়নের অনেক ক্ষতি সাধন করছে। এ ব্যাপারে বিট অফিসার মো. সাইফুল ইসলাম এর (+৮৮০ ১৭১৪-২১২৯২৬) মোবাইল নাম্বারে গতকাল ২২ জুন কল দিয়ে তাকে পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত-তারেক রহমা...
রূপসী বাংলা ডেক্সদেশে এখনো বিভিন্ন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...
ব্ল্যাকমেইল-মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে জুলাইযোদ্ধা...
এফএনএসব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্...
বরুড়ার কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতব...
মোঃ জাহাঙ্গীর আলমকুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উ...
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে নাকাল কুমিল্লার জনজীবন
নিজস্ব প্রতিবেদকবুধবার কুমিল্লায় সকাল থেকেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা না মেলা...
কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২
মাহফুজ নান্টুবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢ...
র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকগতকাল ২৫ ডিসেম্বর র্যাব-১১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়...