প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:53 AM
বুড়িচংয়ে সামাজিক বনায়নে গাছ কেটে নিচ্ছে দুষ্কৃতকারী
আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং উপজলার বাকশীমুল ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমানা ঘেঁষে কালিকৃষ্ণনগর দুধ পুষ্কুরনী সামাজিক বনায়নটি অবস্থিত। ৪৮৭ একর ভূমিতে বিভিন্ন প্রকার একাশী ও আকাশমনি গাছ বেষ্টিত বনায়নটি সৃজন করা হয়েছে । সারি সারি গাছপালা পাহাড়ি গুল্ম উচু টিলার লাল মাটি বেষ্টিত সবুজ বৃক্ষরাজিতে মায়াবী সুন্দর ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের হাত ছানি দিয়ে যাচ্ছেন এ বনায়নটি । প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি হিসেবে সুবিধা ভোগীদের আয়ের পাশাপাশি বনায়নে স্থায়ী পর্যটন কেন্দ্র স্থাপন করা নিয়ে ও ভাবছে একটি মহল।এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত উচু টিলায় অহরহ বিভিন্ন পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সামাজিক কালিকৃষ্ণনগর সামাজিক এ বনায়নে সরকারী ভাবে মাত্র ২ জন পাহারাদার নিযুক্ত রয়েছে। তাদের পক্ষে এত বড় বিশাল এ বনায়নের হাজার হাজার গাছ, গুল্ম ও টিলার সঠিক রক্ষনাবেক্ষণ করা কষ্টকর।
পাহারাদারদের অগোচরে দিনের বেলায় লারকি তথা জ্বালানী হিসেবে গাছের বিভিন্ন ডালপালা গাছ গাছালি এবং রাতের বেলায় বিভিন্ন প্রকার একাশি ও অন্যান্য গাছগুলো কেটে নিচ্ছে দুষ্কৃতকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কালীকৃষ্ণনগর বনায়ন সাব বিটের জৈনিক সুবিধাভোগী বলেন- উক্ত সাব ভিটে রোপনকৃত কাজগুলো বেশিরভাগই কাটার উপযোগী তথা পরিপক্ক হয়ে উঠেছে।দ্রুতগতিতে ব্ন কর্তন করা হলে সরকারি রাজস্ব সুরক্ষার পাশাপাশি উপকারভোগীরা কোটি টাকার ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড় ও অন্যান্য কারণে ভেঙে পড়া গাছগুলির যথাযথ ব্যবস্থা গ্রহনপূর্বক নতুন গাছ সৃজন করা অতীব জরুরী হয়ে পড়েছে। তাই বিশাল এ বনায়নের সুরক্ষাকল্পে সরকারিভাবে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে । সরকারিভাবে লোকবল নিয়োগ করতে সম্ভব না হলে স্থানীয় যে সমস্ত উপকারভোগী রয়েছে তাদের নিজস্ব উদ্যোগে হলে ও জোরালোভাবে পাহারার ব্যবস্থা করা দরকার মনে করছে উপকারভোগী ও এলাকার জনগন।
দিনের বেলা লারকি ও রাতের বেলা গাছ চুরি করে নিয়ে যাচ্ছে এ বিষয়ে বুড়িচং উপজেলা ফরেস্টার মোঃ মাহবুবুর রহমানের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন-আমি ঘটনাটি সত্য কিনা আগে বুঝতে হবে। উপকারভোগীরা আগে আমার সাথে আলাপ করা দরকার ছিল। রাতেও দিনে গাছ গাছালি কেটে নিয়ে যাবে এমনটা হওয়ার কথা না। বনায়নের উপকারভোগী নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজনের সাথে আলাপকালে তিনি বলেন-এর সাথে ফরেস্ট বিট অফিসার সাহেবের আঁতাত রয়েছে। এছাড়া, বনায়নের যে দুইজন পাহারাদার রয়েছে তারা বনের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় আসতে অনেক সময় লেগে যায়। এছাড়া, রাতের বেলায় নিরাপত্তার বিষয় ও রয়েছে। তাই বনায়নের সঠিকভাবে দেখাশুনা করা সম্ভব হচ্ছে না।
এছাড়া, নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি। একটি চক্র চুরি করে বনায়নের অনেক ক্ষতি সাধন করছে। এ ব্যাপারে বিট অফিসার মো. সাইফুল ইসলাম এর (+৮৮০ ১৭১৪-২১২৯২৬) মোবাইল নাম্বারে গতকাল ২২ জুন কল দিয়ে তাকে পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটার...
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’ ও প্রোপাগান্ডা মেশিন বলে আখ্যা দিলেন মার্কিন প...
ফের সংকট চরমে
গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে ফের সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের সঙ্গেই জুলাই...
যারা ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু-মনিরুল...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্র...
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুম...
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে নগরীতে তৃণমূলের অবস্থান কর্মসূ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন...
কুমিল্লায় আওয়ামী লীগের ৪৫ জন গ্রেফতার
মাহফুজ নান্টু কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযো...