প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 12:59 PM
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
জ্যেষ্ঠ প্রতিবেদক
মানিক মিয়া অ্যাভেনিউয়ের পূর্বপ্রান্তে আর্চওয়ে গেইট পার হয়ে প্রবেশ করতে হচ্ছে সবাইকে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ।
জানাজা ঘিরে মানিক অ্যাভিনিউ ও সংসদ ভবনের আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে জানাজায় অংশ নিতে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পূর্বপ্রান্তে আর্চওয়ে গেইট পার হয়ে প্রবেশ করতে হচ্ছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬ টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে তিনি চিৎসাধীন ছিলেন ৪০ দিন ধরে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ের দিনে দেশজুড়ে শোকের আবহ চলছে।
বুধবার ভোরে দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। এদিন সাধারণ ছুটিও চলছে।
বিএনপি চেয়ারপারসনের জানাজা ও দাফন অনুষ্ঠান হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
এদিকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভেনিউয়ে। বেলা ১১টার দিকে জাতীয় পতাকাবাহী শোভিত তার লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে রওনা হয়। গাড়িবহরে একটি বাসে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।
সকালে গুশান অ্যাভিনিউয়ে ১৯৬ নম্বর বাসায় খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়। সেখান বিএনপির নেতা কর্মী ও স্বজনেরা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
মানিক মিয়া অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্তে স্থাপিত মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিন রাখা হবে। এদিন বাদ জোহর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই ১৯৮১ সালের ২ জুন তার স্বামী, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল।
বিএনপি চেয়ারপারসনের জানাজার পর বেলা সাড়ে ৩টার দিকে তাকে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভেনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।
জানাজায় অংশ নিতে সিরাজগঞ্জ থেকে একজন বলেন, ুম্যাডামের জানাজায় শরিক হওয়ার জন্য আসছি। আমরা গার্মেন্টসে কাজ করি গাজীপুরে। ফজরের নাম পড়ে বের হয়েছি, সকাল সাড়ে ৮টায় পৌঁছেছি। গণতন্ত্রের মা দেশনেত্রীর কথা মনে হলে আর থাকতে পারিনা; শীত ঝড়বৃষ্টি কোনো কিছু বাধা না। আমার মত হাজারও খেটে খাওয়া মানুষ এখানে জড়ো হয়েছে।”
কান্নজড়িত কণ্ঠে ষাটোর্দ্ধ একজন বলেন, ুআমরা এসেছি নাটোর থেকে। এখানে রাত ৪টার সময় এখানে এসেছি। দেশমাতা আপোসহীন নেত্রীর জানাজায় এসেছি। শেষবারের মত প্রিয় মাকে বিদায় জানাতে এসেছি, মহানেআল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসে স্থান দেন।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুরাদনগরের বিভিন্ন মসজিদ...
মহিউদ্দিন আকাশ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফির...
ব্রাহ্মণপাড়ায় কুয়াশা আর শীত উপেক্ষা করে রাতের আঁধারে ছিন্নমূ...
মো. আনোয়ারুল ইসলামপ্রচণ্ড শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে সমাজের অবহেলিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ি...
মানিক মিয়া অ্যাভেনিউয়ের পথে খালেদা জিয়ার কফিন
নিজস্ব প্রতিবেদকসাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে রাজধানীর মানিক...
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
নিজস্ব প্রতিবেদকসাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত কর...
আইনগত গণ-বিজ্ঞপ্তি
আইনের প্রতি শ্রদ্ধা ও দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে সকল জনসাধারণের প্রতি নিম্নে উ...
খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন জয়শঙ্কর, ইসহাক দার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসছেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার ঢ...