প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 10:30 PM
তিতাসে মাঠজুড়ে হলুদ ফুলে উকিঁ দিচ্ছে কৃষকের স্বপ্ন
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে মাঠজুড়ে সরিষার হলুদ ফুলে উকিঁ দিচ্ছে কৃষকের স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক বাম্পার ফলন এবং লক্ষ্যমাত্রা চেয়ের অধিক ফলন উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৪শ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও ইতিমধ্যে এই লক্ষ্যমাত্রা অধিক সরিষা আবাদ করা হয়েছে। উপজেলায় বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বারি-২০ এবং বিনা সরিষা-৪, বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ আদায় হয়েছে। তবে বারি-১৪ সরিষার আবাদ বেশি। উপজেলার কলাকান্দি, বলরামপুর, জগতপুর, সাতানী ও মজিদপুর এলাকায় এবার সরিষার ফলন ভালো হয়েছে।
উপজেলার ঐচারচর গ্রামের কৃষাণী রুবি বেগম জানান, ‘এবার আমি ৩ একর জমিতে বারি সরিষা-১৪ আবাদ করেছি। সরিষার ফুল দেখে মনটা ভরে যায় আশা করি স্বপ্ন পূরণ হবে। কৃষি অফিস আমাকে বীজ ও সার দিয়েছে। উক্ত জমি চাষে আমার প্রায় আড়াই হাজার টাকা খরচ হয়েছে তবে আশা করছি প্রায় ১৮ থেকে ১৯ হাজার টাকা ফলন পাবো।’
জগতপুর গ্রামের কৃষক ফিরোজ মিয়া বলেন, ‘এবার কোন ঝড়-বৃষ্টি হয়নি। সে কারণে সরিষার কোনো ক্ষতি হয়নি। আবহাওয়া ভালো থাকায় এবার ফলন ভালো হবে বলে আমরা আশা করছি।’
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, ‘এখন সরিষার গাছে ফুল এসেছে। ফুলে ফুলে ছেয়ে গেছে মাঠ। মূলত ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে সরিষা সংগ্রহ করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিটি চাষী তাদের কাঙ্খিত ফলন পাবে।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো, শস্য নিবিড়তা ও জমির উবর্রতা বৃদ্ধির জন্য সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর কৃষকদের পর্যাপ্ত সার ও বীজ দেয়া হয়েছে। ফলন ভালো পেতে আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরা আশা করছি এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা পাব।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বেগম জিয়ার জানাজা পড়ালেন মনোহরগঞ্জের কৃতিসন্তান মুফতী আ...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...
জাতি হারাল একজন গনতন্ত্রের মানষকণ্যা রাজনৈতিক অভিভাবক
বিশেষ প্রতিনিধিকুমিল্লার দেবীদ্বারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গায়েবা...
ব্রাহ্মণপাড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রচন্ড শীতে আগুনের তাপ নেওয়ার সময় দগ্ধ হয়ে নাছিমা আক্তার...
বিষাদের ছায়া, শোকে স্তব্ধ নগরী
মাহফুজ নান্টুঘনবসতিপূর্ণ শহর কুমিল্লা। বুধবারের সকাল শুরু হয়েছে গভীর বিষাদের ছায়া নিয়ে। যেন শহরটি তা...
কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন যাচাই দুই ও তিন জানুয়ারি
অশোক বড়ুয়াকুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই আগামী ২ ও ৩ জানুয়...
১৯ জেলায় শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
এফএনএসশীতের তীব্রতায় কাঁপছে দেশের মানুষ। গতকাল বুধবার দেশে ১৯ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবে ঢ...