প্রতিবেদক: Md. Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 6:53 AM
মুরাদনগর প্রতিনিধি
মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনার ‘প্রতিবাদ’ করার নামে উল্টো একই এলাকার ৮/১০ জন যুবক দরজা ভেঙ্গে ঘরে ডুকে ওই নারী ও পুরুষকে মারধর করেন। পরে নারীর বিবস্ত্র ভিডিও ধারন করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয়দের অভিযোগ পুরো ঘটনার নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন। তিনি রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বাহেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। এ ঘটনায় পুলিশ রোববার ভোর পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছেন ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি ফজর আলী এবং ভিডিও ধারন ও নারীকে মারধরে জড়িত একই এলাকার আবদুল হান্নানের ছেলে ছাত্রলীগ নেতা সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক। এদের মধ্যে রমজান ও আরিফ এলাকায় ফার্নিচার তৈরীর কাজ করেন। অপর আসামি অনিক স্থানীয় বিএনপি কর্মী আবদুর রব মেম্বারের ভাতিজা।
রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, ওই নারী গ্রেপ্তার ফজর আলীর পূর্ব পরিচিত। বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে তার সহযোগীরা তাকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমনসহ তার সঙ্গীরা ঘরে ঢুকে তাদেরকে হাতেনাতে আটক করে। প্রথমে ফজর আলীকে বেধড়ক পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দেয়া হয়। এসময় ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করা হয়। পরে পরিকল্পিতভাবে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে মোঃ সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছে। সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। আমরা গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। ঘটনার নেপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, ‘স্থানীয়রা দাবি করছে বিষয়টি পরকীয়া। কিন্তু বিষয়টি নিয়ে আরো অনেক তদন্ত করা দরকার। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।’
এদিকে রোববার সরেজমিনে গিয়ে দেখা ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পিবিআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় উৎসুক জনতাও বাড়িতে ভীড় করছে।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওই নারীর সকল নিরাপত্তার দেয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ঘটনার প্রধান আসামি (ধর্ষক) ফজর আলীসহ ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ফজর আলী ছাড়া অপর ৪ জনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
জাহিদ পাটোয়ারীকুমিল্লার মুরাদনগর উপজেলায় নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়...
দেবিদ্বার প্রতিনিধিউপজেলা কৃষি অফিসারের কার্যালয় দেবীদ্বারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলা ২০...
মুরাদনগর প্রতিনিধিধর্ষণ সন্ত্রাস লুটপাট খুণসহ যেকান সামাজিক অস্থিরতার প্রতিবাদ ও প্রতিরোধ না করে,...
ফয়সল আহমেদ খানব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সারা বাংলায় জনপ্রিয় জাতীয়তাবাদী তু...
মোঃ মাসুদ রানা, দেবিদ্বারকুমিল্লার মুরাদনগরের ডালপা বিল এক অনন্য প্রাকৃতিক রতœ। বর্ষা এলেই এই বি...
মাহফুজ নান্টুমুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বেধড়ক পিটুনির ঘটনায় দ...
The Weekly Swadesh Journal স্বদেশ জার্নাল
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর হাসিনা ওহাব কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬, প্রধান বার্তা সম্পাদক: আসিফ তরুণাভ, ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।
২৪৬ রূপসী বাংলা ভবন
আব্দুর রশিদ সড়ক
বাগিচাগাঁও
কুমিল্লা।
নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।
E-mail:rupashibangla42@gmail.com
website: www.dailyrupashibangla.com