
প্রতিবেদক: Alak Hossain | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:37 AM

দাউদকান্দিতে বাখরাবাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্তি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাইজপাড়া গ্রামের কাছে অবৈধভাবে একটি চুনকারখানা পরিচালনার পাশাপাশি অতি গোপনে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বিক্রয় কেন্দ্র দাউদকান্দি কার্যালয়সহ পাঁচটি দল যৌথভাবে অভিযান চালান এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আবু শাহীন দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হক শরীফ হকের স্ত্রী সুফিয়া বেগম, ছেলে মোহাম্মদ দুলাল শরীফের কাছ থেকে একটি চুক্তিনামার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মাইজপাড়া এলাকায় একটি জায়গাটি ভাড়া নেয়। ভাড়া নেওয়া জায়গায় অত্যন্ত গোপনীয়ভাবে বাখারাবাদ ডিস্ট্রিবিউশন কম্পানির প্রধান সংযোগের পাইপলাইন থেকে গ্যাস সংযোগ নিয়ে অবৈধভাবে একটি চুন কারাখানা গড়ে তুলেছেন। এতে ৬ ইঞ্চি পাইপলাইন থেকে দেড় ইঞ্চি পাইপ লাইন ও ভাল্বের মাধ্যমে সরাসরি ৬০ পিসিআইয়ের (৪বার) বিতরণ লাইনের দুইটি পয়েন্ট থেকে প্রতিটি পয়েন্টে পাঁচটি করে ফোকাস বার্ণারে মোট ১০ টি ১৫০ সিএফএইচ ফোকাস বার্ণারে গ্যাস সংযোগ চালায়। সংযোগের ওপর ফোর-ফরটি (৩৩ হাজার কেভি মেঘাওয়াট ) প্রধান বিদ্যুৎ সংযোগ থাকায় যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার আশংকা ছিল। এতে আশপাশের বাসিন্দাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশে ব্যাপক ক্ষতিসাধনের আশংকাও ছিল। তাই মারাত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ, বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করেন।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি দাউদকান্দি উপজেলার গৌরীপুর কার্যালয় বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত।তিনি রূপসী বাংলাকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি অবৈধ চুনকারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এতে সরকারি সম্পদ রক্ষা হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ও সরকারী সম্পদের ক্ষতি সাধন করায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উধ্বর্তন কর্তৃপক্ষের পরামর্শক্রমে কারখানাটির প্রকৃত মালিক আবু শাহীনসহ তার সহযোগীদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, পৌরসভার মাইজপাড়া গ্রামে একটি চুনকারাখানা আছে এ বিষয়টি তাঁর জানা ছিল না। তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বিক্রয় কেন্দ্র দাউদকান্দির গৌরীপুর কার্যালয়ের কর্তৃপক্ষ তাঁকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি অবহিত করেছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে প্রয়োজনে আইনি সহায়তা দেবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর

কুবির জমি ক্রয় ও নিয়োগে দুর্নীতির অভিযোগ, তথ্য চেয়েছে দুদক
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সম্প্রসারিত ক্যাম্পাসের জমি ক্রয় এবং সম্প্রতি বিভিন্ন...

কুমিল্লায় কৃষি ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি"বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক সাফল্যের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে কুমিল্লায় অনু...

মুরাদনগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত
মুরাদনগর প্রতিনিধিকুমিল্লার মুরাদনগর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সেবা মেলা ও শপথ গ্রহণ অনুষ্...

পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কেয়া
নিজস্ব প্রতিবেদকজুলাই মাসের আলোচিত গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছা...

চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায়...

উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষককে বিদায় দিলেন প্রাক্ত...
নিজস্ব প্রতিবেদকশিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। ত...
