
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:09 PM

এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল কুমিল্লা সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সিটি কলেজ। জেলার মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে রবিবার (২৭ জুলাই) কুমিল্লার কোটবাড়িতে কলেজের নিজস্ব ক্যাম্পাসের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপে পড়াশোনার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উচ্চশিক্ষার প্রস্তুতি গ্রহণ, উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভ: ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষীকা রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা এবং করণীয় বিষয়সমূহ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম রেজা তার বক্তব্যে বলেন, “আমাদের কলেজে জিপিএ-৫ শিক্ষার্থীরা ভর্তি হলে তাদেরকে ল্যাপটপ, ট্যাব প্রদানসহ বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হবে। তোমাদেরু মেধাকে কাজে লাগাতে হবে এবং ভর্তি হবার সময় প্রতিষ্ঠান সিলেক্ট করতে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে।” তিনি আরও জানান, “প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আমরা সেরা অবস্থানে আছি। শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের পথ চলা অব্যাহত রেখেছি।”
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের এই অর্জনে শিক্ষকমণ্ডলী, অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের সম্মাননা গ্রহণ ও অনুভূতি প্রকাশে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা সমর্থন করি না-সালাহউদ্দিন আহমদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ...

মনোহরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নি...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী ইজিবাইকের উপর চাপা দিয়েছে বাস।এতে দুইজন নিহত ও দুইজন...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে ব্রাহ্মণপাড়ায় পাঁচ...
মো: আনোয়ারুল ইসলামজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করতে কুমিল্লা...
রাজনীততিে উত্তাপ চায় না বিএনপি
সরকার ঘোষতি সময়ানুযায়ী ফব্রেুয়ারতিে ত্রয়োদশ জাতীয় সংসদ নর্বিাচন সামনে রখেে এ মুর্হূতে রাজনীতরি মাঠে...

দৈনিক রূপসী বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর জলাবদ্ধতার সেই...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে সামান্য বৃষ্...

দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
দেবিদ্বার প্রতিনিধিকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া এলাকা...
